My Steemit Awards Nominations

in hive-138339 •  3 years ago 

tdyZKgpV6mx1NVCEXkuevpjfKb9oEiMFbvg9mCA5gmgd7gRMgoLCd69aDASw9AwuTm6wpG6HqS7LFu11WxWukXWQ4MzvkhaAAnqBmqsTVCT6jnZiWPLNYydbMSCnGNTjEn8TWhoAKy57EQZap9n4zr2ajNvVoP71jTwxEesL3ihpxMkngEaKUJWTWfW79RQ.jpeg
Source

আসসালামুআলাইকুম, বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি 3টি বিভাগে আমার মনোনয়ন দিতে চাই:

  • সেরা লেখক - @toufiq777
    এই বিভাগের জন্যও আমি @toufiq777 কে মনোনীত করতে চাই। তার পোস্টগুলি খুব প্রাণবন্ত এবং বেশ বিচিত্র হয়। আমি ব্যক্তিগতভাবে এমন লোককেই পছন্দ করি যে স্বকীয়ভাবে পোস্ট করে এবং পোস্টের মধ্যে বেশ বৈচিত্র‍্য আছে, @toufiq777 এর লেখনী বেশ ভালো। তিনি ধারবাহিকভাবে পোস্ট করেন। তিনি অন্যদেরকেও নিয়মিত পোস্ট করার ব্যপারে উৎসাহ দিয়ে থাকেন।
  • সেরা অবদানকারী - @toufiq777
    এই বিভাগের জন্য আমি @tougiq777 কে মনোনীত করতে চাই। কারণ সে অনেক দিন থেকে স্টিম প্ল্যাটফর্মে কাজ করছে এবং সে স্টিমিটের জন্য অবদান রেখে চলেছে। তিনি নিজ দেশে স্টিমিটের প্রচারে কাজ করেন এবং তিনি বেশ পজিটিভ তার কাজের ব্যপারে। তিনি সবার পোস্টে আপভোট এবং কমেন্ট করার চেষ্টা করেন। তিনি সবাইকে পাওয়ার আপ করার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি অনুপ্রেরণামূলক পোস্টের মাধ্যমে সবাইকে পোস্ট করার ব্যপারে আগ্রহী করে তোলেন। সম্প্রদায়ের সেরা অবদানকারীর খেতাব তাকেই মানায়।
  • সেরা সম্প্রদায় - Steem Bangladesh
    এই বিভাগের জন্য আমি আমার প্রিয় সম্প্রদায় Steem Bangladesh কে মনোনীত করতে চাই। বলা বাহুল্য যে আমি এই সম্প্রদায়ে আমার স্টিমিট যাত্রার শুরু থেকে সক্রিয় ছিলাম। আমি এই সম্প্রদায় সম্পর্কে যা পছন্দ করি তা হল এই সম্প্রদায়ে অনেক কোয়ালিটিফুল পোস্ট হয়। আর এই সম্প্রদায়ে ডেলিগেশন করলে ডেলিগেশন রিওয়ার্ড পাওয়া যায়। এই সম্প্রদায়ে যারা Cr, এডমিন এবং মডারেটররা বেশ দক্ষতার সহিত কাজ করেন এবং সবার সাথে বন্ধুসুলভ আচরণ করার চেষ্টা করেন। এই সম্প্রদায়ে পাওয়ার আপ কনটেস্টসহ আরো বিভিন্ন ধরনের কন্টেস্ট আয়োজন করা হয়, এতে করে সম্প্রদায়ের সদস্যরা পোস্ট করার জন্য আরো অনুপ্রাণিত হয়।

তিনটি বিভাগে আমার মনোনয়নগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। মনোনীতদের জন্য অসংখ্য শুভকামনা রইল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!