২০২০ সালে কাঠ মালতির একটি ছাড়া আমি ছাদে লাগিয়েছিলাম তাতে এই বর্ষায় নতুন ফুল এসেছে। সাথে আছে অনেক কুঁড়ি।
কাঠ মালতির বিজ্ঞানসম্মত নাম Tabernaemontana dichotoma। কাঠ মালতির আসল ঠিকানা শ্রীলঙ্কায় হলেও, বর্তমানে ভারতীয় উপমহাদেশের প্রায় সবজায়গাতেই দেখতে পাওয়া যায়।
Camera | POCO X2 |
Aperture | f/1.9 |
Exposure Time | 1/33 |
Focal Length | 5.43mm |
ISO | 355 |