Food Photography Challenge | Tandoori Chicken

in hive-138339 •  4 years ago 

Hello, Steem Bangladesh

২০২১ সালে নতুন করে লক ডাউন শুরু হবার কদিন আগেই গিয়েছিলাম উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের একটি নামকরা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটির নাম "বাবা কা ধাবা"। তবে দিল্লির সেই বিখ্যাত/কুখ্যাত ধাবার সাথে গুলিয়ে ফেলবেন না 😁। এটা একান্তই বাংলার।

বাংলাদেশি বন্ধুদের কাছে অনুরোধ রইলো করোনা পরিস্থিতি কাটলে আপনারা যদি কেউ ভারতে আসেন তাহলে অবশ্যই বারাসাতের এই রেস্টুরেন্টটিতে ঘুরে যাবেন।

রইলো আমার তোলা "চিকেন তন্দুরির" একটি ছবি।
20201211_145107-01~2.jpeg

ধন্যবাদ Steem Bangladesh কে। 😊

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

looking tasty

lovely and delicious

bah

হ ভালো কথা!
বদ্দা, বারাসাতে কোনো ভেজ রেস্টুরেন্ট থাকলে কও।
আমি পিউর ভেজ, ঐ চিকিন তান্দুরি খাই না।

তবে তোমার বাড়ি এসে থাকবো কিন্তু 🤐🙏🙃

খুব লোভনীয় ছবি। এই কোভিড মহামারী শেষ হলে আমরা সবাই মিলে এখানে খেতে যাবো।

তোমার থেকে এই রকম পোস্ট আরো চাই।