LIMBO
আজ আমি কথা বলবো এমন একটি গেম নিয়ে যেটি একটি 2D গেম। আপনাকে পদে পদে বুদ্ধি খাটিয়ে স্টেপ গুলো পার করতে হবে নয়তো মৃত্যু।এই গেমটি তে আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতার মুখোমুখি হবেন। মাথা ঘুড়িয়ে দেবার মতো কিছু ফাদঁ আছে যেগুলো দেখে আপনি অবাক হতে বাধ্য। গেমটির নাম Limbo। এই Limbo এর অর্থ হচ্ছে নরক বা জাহান্নাম। কথা না বাড়িয়ে আমি গেম সম্পর্কে আলোচনা শুরু করি।
game | Info |
---|---|
Director | Arnt Jensen |
Developers | Playdead |
Publishers | Playdead, |
released date | July 21, 2010 |
আলোচনা -
গেমটির শুরু তে আপনি দেখবেন একটি ছেলে শুয়ে ছিলো উঠে দাঁড়াবে এবং চলতে শুরু করবে এই গেমে কোন সেটিং নাই বা দেখানো হয় না আপনি কিভাবে জাম্প করবেন কিভাবে হাতে কোন কিছু নিবেন সেটা একটু খেলার পর বুঝে যাবনে। আপনি একটা না শেষ পরের পর্ব গুলো গেমে দেখাবে না। গেমটি সাদা কালো মানে shadow fighter এর মতো গ্রাফিক্স
তবে এটা কোন ফাইটিং গেম না।
এক একটা জায়গায় আপনি এক একরকম ফাদঁ দেখতে পাবেন কখনো মাকড়শা থেকে বাঁচতে হবে কখনো বুদ্ধি খাটি মাকড়শা কে মারতে হবে। আপনাকে মারতে অনেকেই চাইবে দড়িতে জুলানো লাশও পাবেন।
গেমের ছেলেটি আসলে নিজের বোনকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এতো কিছু পেড়িয়ে আসতে হয়। আপনি গেমটি শেষ করতে টানা ৬/৭ ঘন্টা লাগতে পারে। এটার সাউন্ড আর গ্রাফিক্স আপনাকে ভূতুড়ে একটা ফিল দিবে।
আপনি এখানে মরার পর প্রথম থেকে শরু হবে না যেখানে মারা গেছেন তার কিছু আগে থেকে শুরু হবে। গেমটি সিংগেল প্লেয়ার আর অফলাইনে খেলা যায়।
বলে রাখা ভালো গেম টি আপনি ফ্রি খেলতে পারবেন না এর জন্য আপনাকে গুনতে হবে ১-৫ ডলার পর্যন্ত এখন হইতো কমে এক ডলারে আসছে। গেমটি প্রিমিয়াম হওয়ায় ফিল টা ওই রকমের ই পাবেন।
গেমটি প্রকাশ পাওয়ার পর মোটামুটি একটা হাইপ ধরে রেখেছিলো।
অর্জন -
জানা যায় সবচেয়ে বিক্রি হওয়া গেমের মধ্যে এটা বিশ্বের ৩য় স্থানে ছিলো ২০১০ এ। তারা ইন্ডাস্ট্রি গ্রুপ থেকে অ্যাওয়ার্ড পান।
Source
মতামত -
গেমটি আমি এক টানা ২ ঘন্টা খেলেছি। আমার কাছে মনে হইছে ওদের যে ফাদঁ গুলো আছে ওই গুলো খুঁজে বের করার জন্য আপনাকে এই গেম টি আসক্ত করতে পারে। গেমটি তে একটা ভুতুড়ে ভাব আছে। সাউন্ড, গ্রাফিক্স কিছু টা মুভি ফিল পাবেন। গেমটি আমার কাছে এডভেঞ্চার টাইপের মনে হয়েছে। আমার করা একটা গেমপ্লে আছে আপনারা চাইলে দেখতে পারেন দেখে ট্রাই করতে পারেন। আপনি একটু খুঁজাখুঁজি করলে গেম টি ফ্রি তেও পেতে পারেন।
খারাপ দিক -
আমার কাছে খারাপ দিক তেমন কিছুই মনে হয় নাই। গেম টি ফ্রি হলে হইতো আরো ভালো হতো। যদি এডভেঞ্চার আর ভূতুড়ে টাইপ পছন্দ না করেন তবে আমি আপনাকে বলবো ট্রাই করতে পারেন বিরক্ত হবেন না আশা করি।
গেমপ্লে -
রেটিং -
গ্রাফিক্স - ৫/৫(2D হিসাবে অনেক ভালো)
সাউন্ড - ৪.৬/৫
পুরো গেমটি -৪.৯/৫
অনেক সুন্দর হয়েছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক মজাদার একটি game
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম অনেক ভালো লাগছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গেমটা শেষ করছেন?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
😑 না অনেক টা আগাইছি শেষ হয় নাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit