||---------- শেষ পরিনাম ----------||
পর্ব -২
- কিরে সাবিহা কাজ কতটুকু শেষ হলো।(মামি)
- এতো মামি প্রায় শেষ রাজু মাম আসুক রুটি বানিয়ে দিচ্ছি।
কিচ্ছুক্ষণ পর মামা আর রাজু এসে হাজির। সাবিহা রুটি বানাচ্ছে আর মামি খেতে দিচ্ছে।
সাবিহার এতো মন মরা অবস্তা দেখে মামা বলে উঠলো - কিরে সাবিহা মন খারাপ?(মামা)
- না মামা।(সাবিহা)
- আচ্ছা মা শুন তুই কি খুশি না এই বিয়েতে? (মামা)
মামার মুখের দিকে তাকিয়ে না বলতে পারলো না সাবিহা
- হুম মামা খুশি হবো নাহ কেন?(সাবিহা)
- এই শুনো আজকে একটু মার্কেটিং করতে হবে বিয়ের সময় ও বেশি নেই।(মামি)
- আচ্ছা যাও আমি টাকা রেখে দিয়ে যাবোনে।কখন যাবে তোমরা?(মামা)
- এখন সকাল সকাল গেলেই ভালো হয় এতো মানুষ থাকবে নাহ।(মামি)
-আচ্ছা যাও তাহলে।(মামা) - ওই তুই খাওয়া শেষ কইরা আমার সাথে যাবি(মামি)
- আচ্ছা মামি।(সাবিহা)
এটা প্রথমবার যে মামির সাথে সাবিহা মার্কেটে যাবে। সাবিহা আর মামি বাসা থেকে বের হলো মার্কেট এর উদ্দেশ্যে.....
সাবিহা আর তার মামি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলো হঠাৎ একটা সাইকেল এসে ধাক্কা মারলো সাবিহাকে। সাবিহা ধাক্কায় পরে গেলো সাবিহার হাতে ব্যথা পায়ছে সাইকেলে থাকা ছেলেটি সাবিহার দিকে ছুটে এলো আর বলতে লাগলো
- আপনি ব্যথা পেয়েছেন আসলে আমি ইচ্ছা করে কাজটা করিনি ব্রেক কাজ করছিলো না।
সাবিহা ছেলেটির মুখের দিকে তাকিয়ে আছে নিঃশব্দ তার মনে হচ্ছে ছেলেটাকে অনেক চেনা ছেলেটা নীল রংয়ের পাঞ্জাবি পরা।কিছু বলতে যাবে ওই সময় মামি চেঁচিয়ে উঠলো
- কি দেখে চালাতে পারো না মানুষ কে ধাক্কা দিয়ে মেরে ফেলার ধান্দা নাকি?বদজাত ছেলে, অসভ্য ছেলে।এই চল তো সাবিহা....
এই বলে সাবিহাকে হাত ধরে মামি টেনে নিয়ে যাচ্ছে ছেলে টা এক মনে সাবিহার দিকে তাকিয়ে আছে। সাবিহাকে মামি নিয়ে গেলো শাড়ির দোকানে.....
- দেখ তো সাবিহা তোর কোনটা ভালো লাগে? কিরে?কোন টা পছন্দ হয় নাকি অন্য দোকান দেখবি।(মামি)
মামির একটা কথাও সাবিহা শুনে নাই সে এক মনে ভাবতে থাকে সে ছেলেটির কথা।মামি সাবিহাকে ধাক্কা দিয়ে বললো,
- কিরে কোথায় হারিয়ে গেলি?(মামি)
- না মামি কিছু না তুমি যেটা পছন্দ করবে সেটাই আমার পছন্দ।(সাবিহা)
- আজকে শাড়ি কিনে যাই বাসায় কালকে অন্য কিছু কিনা কাটা করতে আসবো নে।
- কিরে কি এটা?(সাবিহা)
- না কিছু না (রাজু)
এই বলে রাজু চলে গেল।
কাগজ খুলে দেখে কাগজে লেখা,
দেখেন আমি সত্যি ইচ্ছা করে ধাক্কা দিতে চাইনি আপনি যদি ব্যথা পেয়ে থাকেন আমি খুব ই দুঃখিত। ভালো থাকবেন।"
কাগজ টা বার বার পড়তে থাকে সে পড়েই যেন এক অজানা শান্তি খুঁজে পাচ্ছিলো। হঠাৎ মামি পিছন থেকে এসে বলল,
- কিরে সাবিহা কি করিস সাথে সাথে সাবিহা কাগজটি লুকিয়ে ফেলে।
- না মামি কিছু না। (সাবিহা)
- শুন তোর মামা তোকে ডাকছে।(মামি)
- আচ্ছা আসতেছি।(সাবিহা)
আজকের দিনটা কিভাবে কেটে গেলো সে বুঝতে পারেনি।রাতে বার বার কাগজটা পড়ছিলো। একে একে তার হলুদের দিন এসে উপস্থিত হলো সবাই খুশি বাড়িতে কত মানুষ সবাই সাবিহাকে হলুদ দিচ্ছে
সাবিহাকে আবিদ কল দিলো
- ভালো আছেন?(আবিদ)
- হুম কেন ভালো থাকবো না আপনি কেমনে আছেন?(সাবিহা)
- আলহামদুলিল্লাহ ভালো।আপনাকে এতো দিন এতো ফোন দিলাম ফোন ধরলেন নাহ যে?(আবিদ)
- না একটু ব্যস্ত ছিলাম। (সাবিহা)
- কালকে আপনাকে বিয়ে করতে আসবো। (আবিদ)
- হুম(সাবিহা)
- আচ্ছা আমি যাই মামি ডাকচ্ছে।
সাবিহার হলুদের দিন সবাই খুব আনন্দ করলো
চলবে.......
আশা করি আপনাদের ভালো লাগবে। খুব একটা বেশি লেখা হয় না তাই হইতো ভুল অনেক হতে পারে।আমার ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।