Steem Bangladesh Contest | Poetry Recitation-(আদর্শ ছেলে ‍~ কুসুমকুমারী দাশ)covered by @limon88-2% beneficiaries @bd-charity

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম



আপনার সবাই কেমন আছেন?
আশাকরি আপনার সবাই ভালো আছেন। আমি @limon88 বাংলাদেশ 🇧🇩 থেকে।

@steem-bangladesh কর্তিক আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি আজকে একটি কবিতা আবৃত্তি করবো-

  • কবিতা-আদর্শ ছেলে
  • কবি-কুসুমকুমারী দাশ


কবিতা আবৃত্তি




MvwLKy3SfvJwXFKCRMDAFrt961JnKbKs2u3aeTo7L.png


কবিতা লিরিক্স:-


আদর্শ ছেলে
কুসুমকুমারী দাশ

আমাদের দেশে হবে সেই ছেলে
কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন
‘মানুষ হইতে হবে’ –এই যার পণ।
বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীরে তব রক্ত, মাংশ,
প্রাণ?
হাত পা সবারই আছে, মিছে কেন
ভয়?
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?
সে ছেলে কে চাই বল কথায় কথায়
আসে যার চোখে জল, মাথা ঘুরে
যায়?
মনে প্রাণে খাটে সবে, শক্তি কর
দান,
তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ।

MvwLKy3SfvJwXFKCRMDAFrt961JnKbKs2u3aeTo7L.png

আশাকরি আপনাদের সবার কবিতা আবৃত্তি ভালো লাগে

MvwLKy3SfvJwXFKCRMDAFrt961JnKbKs2u3aeTo7L.png


Cc:-


MvwLKy3SfvJwXFKCRMDAFrt961JnKbKs2u3aeTo7L.png


Thanks for visiting.Love From:@limon88


5s4dzRwnVbzGM3JdycGKFQo7ALS3GhuMGL8qbG8zfSd9jRndrYp3x2jMhsyU9GRNBhSN54SssEfn9o51tW7f2mResewAYYbRRAVaWCvMusu2AD9noofnuG3D4bY61UcVFZJ4wUaj5AjMbfjvYgAGVyHtqBJ2LnNpcHK3YwY.jpeg


MvwLKy3SfvJwXFKCRMDAFrt961JnKbKs2u3aeTo7L.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চমৎকার ছিল কবিতাটি।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Nice recitation

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

চমৎকার ছিলো আপনার কবিতা আবৃত্তি

ধন্যবাদ আপু তবে আপনার কবিতা আবৃত্তি অসাধারণ হয় ধন্যবাদ আপনাকে