Sttem bangladesh contest (sports) || kanamachi || 16-07-2021

in hive-138339 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম


*আশা করি সবাই মহান আল্লাহর দোয়ায় ভালো আছেন।আজকে শুক্রবার,১৬ জুলাই ২০২১।@steem-bangladesh একটি কন্টেস্ট দিয়েছে।সেটি হলো স্পোর্টস।আমি আজকে সেই কন্টেস্টে অংশগ্রহণ করছি।আজকে আমি ছোট বেলার একটি খেলা নিয়ে বিস্তারিত ভাবে বলবো।সেই খেলাটি হলো কানামাছি।আশা করি আপনাদের সবার আমার পোস্টটি ভালো লাগবে ইনশাল্লাহ।

কানামাছি ভোঁ ভোঁ


IMG_20210716_120516.jpg

(ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া)

আপনারা উপরের ছবিতে কানামাছি খেলার একটি দৃশ্য দেখতে পারছেন।কানামাছি খেলাটি খেলতে হলে দরকার হয় একটি কাপড় যা দিয়ে চোখ ঢেকে বাধা হয়।কানামাছি খেলাটি গ্রাম বাংলায় অনেক জনপ্রিয়।শহরেও এই খেলাটি অনেক ছেলে মেয়েরা খেলা থাকে।এই খেলাতে অনেক আনন্দ উল্লাস হয়।অনেক মজার খেলা।খেলাটি উপভোগ করার মতো একটি খেলা।


কানামাছি খেলাটি কিভাবে খেলা হয়?


IMG_20210716_121444.jpg

(ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া)

কানামাছি খেলার নিয়ম-কানুন অতোটাও কঠিন নয়।অনেক সহজ একটি খেলা।আপনি একবার খেললে কানামাছি খেলার সব নিয়ম-কানুন জেনে যাবেন।কানামাছি খেলায় একজনের চোখ কাপড় দিয়ে বেধে দেয়া হয়।তারপর যার চোখ বাধা থাকে তাকে চোখ বাধা থাকা অবস্থায় যারা যারা তার সাথে খেলায় অংশগ্রহণ করে তাদেরকে ছোয়া দিয়ে হয়।সে যাকে ছুবে তাকে আবার সেই কাপড় দিয়ে চোখ বেধে অন্যদেরকে ধরতে হয়।কানামাছি খেলায় যার চোখ বেধে দেয়া হয় তাকে বলা হয় কানা।আর বাকি সবাইকে বলা হয় মাছি।আমার লেখাগুলো দেখেই হয়তো আপনি কানামাছি খেলা সম্পর্কে সামান্য কিছু হলেও ধারণা পেয়েছেন।আপনি একবার খেললে আরো ভালো ভাবে বুঝবেন।


কানামাছি খেলার নিয়ম-কানুন


IMG_20210716_121849.jpg

(ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া)

খেলার সময় যা যা করতে হয় তাই সম্পর্কে সামান্য ধারনা।খেলাতে যে কানা থাকে,তার একটিই লক্ষ থাকে।সেটি হলো অন্য একজনকে ছুয়ে তাকে কানা বানানো।কারন কানা যে হয় তার উপরে অনেক ধকল থাকে।কারন বাকিরা কানার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেরায়।আর কানা যে থাকে তার শরীর স্পর্শ করে বা তার কাছে গিয়ে কথা বলে পালিয়ে যায় সবাই।তাই কানা যে থাকে তাকে অনেক কষ্টে আর একজনকে ছুতে হয়।খেলাটিতে যার চোখ বাধা থাকে সে হলো কানা।আর তার আশেপাশে যারা থাকে তারা হলো মাছি।কানার আশেপাশে অনেকগুলো মাছি ঘুরাঘুরি করে।তাই খেলার সময় মাছিরা বলে কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ।


কানামাছি খেলাতে চোখ বাধার কৌশল


IMG_20210716_122330.jpg

(ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া)

এই খেলার আসল জিনিস হলো চোখ বাধা।কারণ ভালো ভাবে চোখ বাধতে না পারলে সে দেখতে পাবে।আর যখন সে দেখতে পাবে তখন সে সহজেই অন্য কাউকে ছোয়া দিতে ও পারবে।তাই এই খেলায় চোখ ভালো ভাবে বাধতে হয় যেন সে দেখতে না পারে।চোখে বেশি জোরেও বাধা যাবে না।এমনভাবে বাধতে হবে যেন সে আঘাত না পায়।বাধা হলে আপনি তার সামনে হাতের কয়েকটি আংগুল দেখিয়ে তাকে বলতে বলবেন যে কয়টি আংগুল রয়েছে।যদি সে সঠিকভাবে বলতে পারে তাহলে আপনি তো বুঝেই যাবেন যে সে দেখতে পারছে।আর যদি আপনার মনে হয় সে দেখতে পারছে তাহলে আপনি সেটিও বুঝে ফেলবেন যে সে দেখতে পারছে।তাই এই খেলায় ভালো ভাবে চোখ বাধতে হয় এবং উপরের কৌশলগুলো অবলম্বন করতে হয়।


কানামাছি খেলার জনপ্রিয়তা


IMG_20210716_122637.jpg

(ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া)


কানামাছি খেলাটি বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় খেলা।অন্য সকল দেশে কানামাছি খেলাটি সম্পর্কে খুব কম জানলেও বাংলাদেশে কানামাছি খেলার জনপ্রিয়তা অনেক বেশি।কারন এটি একটি বাংলাদেশি খেলা।বাংলাদেশি কয়েকটি জনপ্রিয় খেলার মধ্যে কানামাছি ভোঁ ভোঁ খেলাটি অন্যতম।বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেক শিশু ছেলেমেয়েরা এই খেলাটি খেলে থাকে।এই খেলাটি খেলতে অনেক আনন্দ উল্লাস হয়।এই খেলাটি ক্রিকেট/ফুটবল এর মতো সম্পুর্ন পৃথিবীতে জনপ্রিয় না হলেও বাংলাদেশে এই খেলা অনেক জনপ্রিয়।আমি নিজেও এই খেলাটি খেলতে অনেক পছন্দ করি।কারন এটি একটি বাংলাদেশি খেলা।তাই এই খেলাটি অন্য সকল দেশে জনপ্রিয় না হলেও বাংলাদেশে কানামাছি ভোঁ ভোঁ খেলাটি অনেক জনপ্রিয়।


কানামাছি খেলা সম্পর্কে আমার মতামত


IMG_20210716_123121.jpg

(আমার ফোন থেকে স্ক্রিনশট নেয়া)

কানামাছি খেলাটি একটি অনেক জনপ্রিয় খেলা।এই খেলা আমি অনেক বার খেলেছি।এই খেলা খেলতে অনেক আনন্দ উল্লাস হয়।অনেক হাসি ঠাট্টা হয়।এই খেলা খেলালে মনের ক্লান্তি দূর হয়।কানামাছি খেলাটি আসলেই অনেক চমৎকার একটি খেলা।কারণ আমার ছোটবেলার একটি প্রিয় খেলা কানামাছি।এখন এই খেলাটি আর আগের মতো কেউ বেশি খেলে না।এখনও অনেকি এই খেলাটি খেলে থাকেন,তবে আগে এখনকার থেকে অনেক বেশি কানামাছি খেলা হতো।সব কথার শেষ কথা হলো যে,কানামাছি খেলাটি অনেক আনন্দদায়ক খেলার মধ্যে একটি খেলা।এবং খেলার যে কথাটি সেটি হলো: কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ।


এতক্ষণ ধরে থাকার জন্য ধন্যবাদ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রাম-বাংলার প্রিয় একটি খেলা কানামাছি। খুব সুন্দর ভাবে সবকিছু তুলে ধরেছেন। ধন্যবাদ।

ধন্যবাদ💛

অসাধারণ লিখেছ.!

ছোট বেলার কথা মনে পড়ে গেলো🥰

ধন্যবাদ💛

কানামাছি অনেক আগে থেকেই আমাদের দেশের জনপ্রিয় একটি খেলা। এটি সম্পর্কে বিস্তারিত লিখার জন্য ধন্যবাদ।

একটা ব্যাপার, আপনার ছবিগুলো যেখান থেকে নিয়েছেন সেগুলোর সোর্স উল্লেখ করতে হবে। কেবল "স্ক্রিনশট" নিয়েছেন এরকম লিখলে হবে না

আমি তো ইউটিউব ভিডিও থেকে স্ক্রীনশট দিছি। তাহলে আমাকে এখন কি করতে হবে? @mahirabdullah ভাই। গুগলে কপি রাইট ফ্রি ছবি পাইনি আমি। তাই ইউটিউব ভিডিও থেকে স্ক্রীনশট দিছি।

ইউটিউব ভিডিও থেকে স্ক্রিনশট নিতে অসুবিধা নেই। কিন্তু যেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছেন সেটার লিংক দিতে হবে আরকি

কিন্তু আমি ২/৩ ভিডিও থেকে স্ক্রীনশট নিয়েছি। তাই ভিডিও লিংক দিই নি। পরবর্তীতে আমি অবশ্যই চেষ্টা করবো। উপদেশ দেয়ার জন্য ধন্যবাদ ভাই।

ছোটবেলায় এই খেলাটি অনেক খেলেছি, আপনার পোষ্টটি পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল এবং আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে।

ধন্যবাদ💛

অনেক সুন্দর হয়েছে।
ছোটবেলায় অনেক বেশি খেলতাম। 👍

ধন্যবাদ💛

ভালো লিখেছেন অনেক। প্রিয় একটি খেলা।

ধন্যবাদ💛

খুব ভালো লিখেছেন

ধন্যবাদ💛

ভালো লিখেছেন

ধন্যবাদ

Good Effort 💜💜💜💜

ধন্যবাদ💛

আসলেই খুব মজাদার খেলা। খেলায় হার-জিত থেকে হাসি-ঠাট্টাই মুখ্য হয়ে উঠে।

হ্যাঁ ভাই......খেলায় অনেক আনন্দ উল্লাস হয়

অসাধারণ লিখেছ.!

ধন্যবাদ💛

সবার মাঝে একটি ভিন্নধর্মী গেম তুলে ধরেছেন।
অসাধারণ হয়েছে।

আপনার জন্য শুভকামনা 💝

ধন্যবাদ💛

সুন্দর লিখেছেন ভাই। ছোট বেলায় এই খেলাটি অনেক খেলেছি।

ধন্যবাদ ভাই💛