My Town in Ten pics || 2% beneficiaries @bd-charity || 04/09/2021

in hive-138339 •  3 years ago 

  • আসসালামু আলাইকুম
    • আপনারা সবাই কেমন আছেন?
      আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
      আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

    • আজ আমি আমার এলাকার আশে পাশের ১০ টি ছবি আপনাদের সাথে শেয়ার করবো।তো চলুন শুরু করা যাক।



  • #1

  • IMG_20210904_141832941_AI-01.jpeg

    https://w3w.co/entertain.scaring.mezzanine


    • এটি একটি প্রায় শত বছরের পুরনো বট গাছ। এটি দেখতে অনেক সুন্দর। প্রায় সময় আমরা এর নিচে এসে সময় কাটাই।



  • #2

  • IMG_20210828_183841571-02.jpeg

    https://w3w.co/inhaled.unladylike.perceives


    • এটি গ্রামের ছোট্ট হাট। প্রতি শনিবার ও বুধবার বিকেল বেলা, এই হাট বসে।



  • #3

  • IMG_20210828_150625659_AI-01.jpeg

    https://w3w.co/variables.flan.genotype


    • নালার মধ্যে ছোট ছেলেদের গোসল করার দৃশ্য।



  • #4

  • IMG_20210903_132409880_AI-01.jpeg

    https://w3w.co/ruled.unload.complying


    • আমাদের গ্রামে দুটি মসজিদ, একটি বড় ও একটি ছোট। এটি ছোট মসজিদ বাইরে থেকে দেখতে সুন্দর লাগে।



  • #5

  • IMG_20210825_173347800-01.jpeg

    https://w3w.co/backhanded.switched.stumps


    • পুকুরের উপরে মাচাং। এখান থেকে মাছের খাদ্য সরবরাহ করে।



  • #6

  • IMG_20210708_160114-01.jpeg

    https://w3w.co/swish.looted.copper


    • এটি একটি ক্যানেল,এটা দিয়ে তিস্তার পানি আসে। বর্তমানে সম্পুর্ন শুকনা, তাই এখানে গরু ঘাস খাচ্ছে।



  • #7

  • IMG_20210828_150212882_AI-01.jpeg

    https://w3w.co/pricked.digs.phosphate


    • জাল দিয়ে মাছ ধরার দৃশ্য। গ্রাম অঞ্চলে প্রায় সময় এরকম দৃশ্য দেখা যায়



  • #8

  • IMG_20210904_142355739_AI-01.jpeg

    https://w3w.co/leveraged.rereading.affairs


    • এটি মাছ ধরার জায়গা। গ্রামের ভাষায় মাছ ধরার এই পদ্ধতি কে "যান" বলে।



  • #9


  • IMG_20210829_182840716_HDR-01.jpeg

    https://w3w.co/decamped.stumbling.fateful



    • সূর্য ডুবার সময়, সুন্দর একটি মুহূর্ত।



  • #10


  • IMG_20210825_172932795-01.jpeg

    https://w3w.co/eruptive.rearranges.jubilation



    • পাট শুকানোর দৃশ্য। বৃষ্টির কারণে পাট উঠায় রাখছিল, এখন রোদ উঠেছে, তাই আবারও পাঠ শুকাতে দিচ্ছে।





    এই ছিলো আমার আজকের My Town in Ten Pics পোস্ট,
    আশা করি আপনাদের ভালো লেগেছে, আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



  • ♥️খোদা হাফেজ♥️


  • Best Regards:—
    @mahmudul20

    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    বাহ!! ছবি গুলো চমৎকার ছিল। প্রথম ছবিটি দেখে মুগ্ধ হলাম। চারিদিকে সবুজ ধান ক্ষেত মাঝখানে বট গাছ। কৃষকরা গ্রীষ্মকালে বট গাছের ছায়ায় নিজেকে একটু জিড়িয়ে নিতে পারবে।

    হুম ভাই,, এই বট গাছ আমাদের অনেক উপকারে আসে।

    সব গুলো ছবি অনেক সুন্দর হয়েছে ভাইয়া

    ধন্যবাদ ভাইয়া 🌹

    ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো।

    ধন্যবাদ 🌹

    প্রাকৃতিক দৃশ্য সুন্দরভাবে ফুেট উঠেছে ভাই আপনার পোস্ট করা ছবি গুলোতে।অসাধারণ ছিল।

    ধন্যবাদ ভাইয়া 🌹

    আপনার প্রতিটি ছবি অনেক সুন্দর হয়েছে

    ধন্যবাদ 🌹