Steem Bangladesh Contest|| My Aim In Life- My aim is to be a Engineer.|| 17/04/2021

in hive-138339 •  3 years ago  (edited)

সবাই কে আমার সালাম,,আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজকে আমি আমার জীবনে লক্ষ্যে সম্পর্কে লিখতে যাচ্ছি।

FB_IMG_16186554589052773.jpg
(ছবিঃকলেজের বড় ভাই)

আমি ছোটবেলা থেকেই আমার জীবনের লক্ষ্য নিয়ে ভেবেছি।
তখন আমার বয়স ছিল খুবে কম।
চারদিকে তাকিয়ে যা দেখতাম তাতেই মুগ্ধ হতাম।
আকাশে বিমান উড়ে যাওয়া দেখে ভাবতাম আমি পাইলোট হব।
কখনো বা বিজ্ঞান বইতে,নিউটন ও গ্যালিলিওর
সুন্দর সুন্দর আবিষ্কারের কাহিনী পড়ে ভাবতাম,
আমি বিজ্ঞানী হব।এখন বড় হওয়ার সাথে জ্ঞান বেড়েছে, বুঝতে পারছি ইচ্ছা করলে সব কিছু হওয়া যায় না।

FB_IMG_16186554941882931.jpg

আমার লক্ষ্যঃ

প্রত্যেক মানুষের-ই একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে।
তার ও-ই ধারাবাহিকতায় আমি ব্যাতিক্রম নই।
আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি একজন সৎ ইন্জিনিয়ার হবো।
চারদিকে সব রকম দূর্নীতিবাজে ভরে গেছে।
এমতাবস্থায় নিজে সৎ রাখাও একটা বড় চ্যালেন্জ হয়ে দাড়িয়েছে।
আমি নিজেকে একজন সৎ ইন্জিনিয়ার হিসেবে তৈরি করতে চাই।
লেখাপড়া করে শুধু ডাক্তার, ইন্জিনিয়ার,
শিক্ষক হলে জীবন স্বার্থক হয় না।
নিজেকে ভালো মনের মানুষ হতে হয়।মনুষ্যত্ববোধ থাকতে হয়।
আমাদের সমাজে আজকাল ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক এর অভাব নেই।
কিন্তু ক'জন -এর বা সৎ,ভালো উদ্দেশ্য বা মনুষ্যত্ববোধ রয়েছে।
সে জন্য জনগণ কোনো ভালো মনের মানুষ বা সৎ মানুষ খুঁজে পায়না।
আমি তাদের সেই কাঙ্ক্ষিত ব্যাক্তি হতে চাই,তাদের মনের মতো মানুষ হতে চাই।
অনেক ক্ষেত্রে দেখা যায় ইন্জিনিয়াররা ঘুষের বিনিময়ে মারাত্মক রকম খারাপ কাজ করে।
ফলে সাধারণ জনগণ তাদের উপর আস্থা রাখেনা।
আমি একজন সৎ ইন্জিনিয়ার হয়ে তাদের আস্থা ফিরিয়ে আনতে চাই।

FB_IMG_16186552796453435.jpg



একজন মানুষ সফল হলে সে শহরে চলে যায়।সেখানে আরামে জীবন যাপন করে।
কিন্তু গ্রামের মানুষের কথা এক মুহূর্ত ভাবে না।

গ্রামের মানুষ শিক্ষা সম্পর্কে তেমন একটা সচেতন নয়।
ফলে তাদের বাচ্চাদের সু-শিক্ষা দিতে পাড়ে না।আমি তাদের পাশে দাড়াতে চাই।
প্রত্যেকের ঘড়ে শিক্ষার আলো ছড়ায় দিতে চাই। প্রত্যেক কে বুঝাতে চাই যে,
 সুশিক্ষা গ্রহণ করলে ভালো কিছু করা সম্ভব।
গ্রামে কারিগরী শিক্ষা সম্পর্কে মানুষ এতোটা অবগত নয়। 
আমি তাদের কে কারিগরী শিক্ষা গ্রহনের জন্য যথেষ্ট চেষ্টা করবো।
তারা যাতে সহজে শিক্ষা গ্রহন করতে পাড়ে সে জন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করবো।

এছাড়া আমি তাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই।
আপনারা আমার জন্য দোয়া করবেন।


Thanks for all guys



 @mahmudul20
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!