HELLO
MY DEAR FRIENDS
This is @mahmudul20 from Rangpur Bangladesh
আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রত্যেকটা মানুষ শৈশব পেড়িয়ে বড় হয়।শৈশবে থাকে অনেক মজার মুহূর্ত। যা মনে এখনো মনে পড়লে অনেক হাসি পায়।কিন্তু শৈশবে এমন কিছু মুহূর্ত থাকে যা মনে পড়লে খুবই ভয় লাগে।আমি আমার এমনই একটি স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি।
আমার বাড়ি একদম গ্রাম অঞ্চলে।আমার গ্রামে পাশে একটি ছোট্ট নদী রয়েছে।সে নদীতে ২০১৬ সালের আগে ব্রিজ ছিলো না নৌকায় পাড়াপাড় করতে হতো। ২০১৪ সালে আমি ৫ম শ্রেণিতে পড়তাম। আমাদের গ্রামে ভালো কোনো স্কুল ছিলো না, তাই আমার আব্বু আমাকে শহরের একটি স্কুলে ভর্তি করে দেয়।আমার বাড়ি থেকে স্কুলের দুরত্ব ৬ কিলোমিটার।প্রতিদিন নৌকা পাড় হয়ে সাইকেল চালিয়ে স্কুলে যেতাম।
বর্ষাকালে আমাদের পরিক্ষা হচ্ছিল, আর নদী সে সময় পুরোপুরি পানিতে ভরাট ছিলো।আমি পরিক্ষা দিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরছিলাম। নৌকায় উঠার পর হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয়।নৌকা চালক খুব তাড়াতাড়ি পাড়ে যাওয়ার চেষ্টা করছিলো,ঠিক সে সময় নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নদীতে তখন খুবে স্রোত ছিলো।নৌকাটি যখন কোনো ভাবেই পাড়ে ফিরাতে পারছিলো না, তখন সবার মনে খুবে ভয় কাজ করছিলো।সবাই সৃষ্টিকর্তাকে স্বরণ করছিলো।আর আমি ছোটো বাচ্চা ছিলাম তাই খুবে কান্না করা শুরু করে দেই।সবাই আমাকে শান্তনা দিতে থাকে।তারপর আল্লাহর রহমতে আমাদের নৌকা পাড়ে ফিরে।
তারপর আমি বৃষ্টিতে ভেজা অবস্থায় বাড়িতে ফিরে আসি।এবং আব্বু আম্মু কে কান্না অবস্থায় সব কথা খুলে বলি।
তখন আব্বু আম্মু আমাকে আর ওই স্কুলে পাঠাতো না।গ্রামের একটি স্কুলে ভর্তি করে দেয়।সেখানে আমি ৫ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করি।
২০১৬ সালে আমাদের নদিতে ব্রিজ নির্মান হয়।আমি ২০১৮ সালে আবারও সেই শহরের স্কুলে ভর্তি হই।
এটাই ছিলো আমার শৈশবের একটি অন্যতম স্মৃতি যা আমি ভুলবো না।
২০১৪ সাল(৫ম শ্রেণিতে যখন পড়তাম)
(২০২১ সাল)