একাত্তরের মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া শিশুকন্যা মধুমিতা মজুমদার।steemCreated with Sketch.

in hive-138339 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা!

কেমন আছেন সবাই। আমি @mamunxxx 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি শিশুকন্যা মধুমিতা মজুমদার সম্পর্কে লিখবো।


FB_IMG_1630736138437.jpg

মাত্র ৯ বছর বয়সে একাত্তরের মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া পণ্ডিত বারীণ মজুমদার ও ইলা মজুমদার দম্পতির শিশুকন্যা মধুমিতা মজুমদার ৷

বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা এবং উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ পণ্ডিত বারীণ মজুমদার এবং তাঁর স্ত্রী সঙ্গীতজ্ঞ-শিক্ষক ইলা মজুমদার দম্পতির প্রথম সন্তান মধুমিতা মজুমদার ৷ মধুমিতা মজুমদারের জন্ম হয়েছিল ১৯৬২ খ্রিস্টাব্দের ৩রা সেপ্টেম্বর । ৯ বছর বয়সে মুক্তিযুদ্ধকালে ৭১’র ২রা এপ্রিল পাক হানাদার বাহিনীর কবল থেকে বাঁচতে শরণার্থী হয়ে দেশ ত্যাগের সময় গানবোটের মুহুর্মুহু গুলিবর্ষণের মধ্যে বিক্রমপুর এলাকায় হারিয়ে যায় মধুমিতা মজুমদার । যাকে আর কখনই ফিরে পাওয়া যায়নি ।

দেশ স্বাধীন হবার পর বিভিন্ন পত্র-পত্রিকায় নিখোঁজ হবার সংবাদ প্রকাশ করে এবং পুরস্কার ঘোষণা করেও পণ্ডিত বারীণ মজুমদার এবং ইলা মজুমদার দম্পতি ফিরে পাননি তাদের সন্তান মধুমিতা মজুমদারকে ৷ আজ হারিয়ে যাওয়া ছোট্ট মধুমিতা মজুমদার’র শুভ জন্মদিবস ৷ হারিয়ে না গেলে ৬০ বছর বয়সে পদার্পণ করতেন আজ ৷ তাদের পরিবার আজও সেই সন্তানের ফেরার অপেক্ষায় প্রহর গোনে ৷

উল্লেখ্য যে, তাদের দম্পতির তিন সন্তান ৷ প্রথম সন্তান একাত্তরে হারিয়ে যাওয়া মধুমিতা মজুমদার, তাঁদের দ্বিতীয় সন্তান সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার এবং কনিষ্ঠ সন্তান খ্যাতিমান সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার । এছাড়াও লব্ধপ্রতিষ্ঠ স্বনামধন্য মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার তাঁদের পালকপুত্র ৷

একাত্তরে হারিয়ে যাওয়া মধুমিতা মজুমদারের আজ জন্মদিবসে জানাই অশেষ শ্রদ্ধা ৷ ফিরে আসুক হারানো সন্তান পরিবারের কোলে, এই কামনা রইল ৷


সকলকে ধন্যবাদ!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টে ব্যবহৃত ছবিটি ফেসবুক থেকে সংগ্রহ করা। দ্বিতীয় বার এই ধরনের কাজ করার জন্য আপনাকে মিউট করা হলো। ধন্যবাদ।

IMG_20210904_222426.jpg