আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা!
কেমন আছেন সবাই। আমি @mamunxxx 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠিবাড়ি সম্পর্কে লিখবো।
কবিগুরু রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠিবাড়ি
অসীম কুমার দাস: কুষ্টিয়া শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর পূর্বে কুমারখালি উপজেলার অন্তর্গত একটি গ্রাম শিলাইদহ। এই শিলাইদহ গ্রামে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি।
১৮০৭ সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এ অঞ্চলের জমিদারি পান। পরবর্তীতে ১৮৮৯ সালে জমিদারি দেখাশোনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহের এই কুঠিবাড়ি থেকেই ১৯০১ সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থানকালে জগদীশচন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, মোহিতলাল মজুমদারসহ তৎকালীন বঙ্গের খ্যাতনামা বিজ্ঞানী ও কবি-সাহিত্যিক এখানে এসেছেন। কবি তার অবস্থানকালে এই কুঠিবাড়িতে সাহিত্যচর্চা করতেন। কবি এখানে রচনা করেছেন ‘সোনার তরী’, ‘চৈতালী’, ‘চিত্রা’ সহ অন্যান্য কাব্যগ্রন্থ। এছাড়া কবি শিলাইদহের এই কুঠিবাড়িতেই অসংখ্য গান লিখেছেন।
কবি এখানেই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন। শিলাইদহ ও পদ্মার প্রতি যে রবীন্দ্রনাথের গভীর অনুরাগ ছিল তা ছিন্নপত্রাবলীতে এর পরিচয় পাওয়া যায়।
শিলাইদহ কুঠিবাড়ি ৩০ বিঘা এলাকাজুড়ে বিস্তৃত। এখানে রয়েছে চিরসবুজ বৃক্ষের বাগান, একটি পুষ্পদ্যোন ও দুটি পুকুর। ভবনটির প্রবেশমুখে যে তোরণ রয়েছে তা সাধারণ হলেও বেশ আকর্ষণীয়।
ভবনটির নির্মাণশৈলী যে কারো নজরকাড়ে। ভবনটিতে রয়েছে বিভিন্ন আকারের ১৬টি কক্ষ। দোতলার ওপরের পিরামিড আকৃতির ছাদ ভবনটির সৌন্দর্য বহুগুণে বাড়িয়েছে।
১৯৫৮ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদফতর রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি সংরক্ষণ করছে। এখানে ‘ঠাকুর স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা করা হয়েছে। ভবনটি এখন জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। জাদুঘরে সংরক্ষিত রয়েছে কবি রবীন্দ্রনাথের নানা বয়সের ছবি।
তাছাড়াও এখানে রয়েছে তার ব্যবহার্য আসবাবপত্র এবং বিভিন্ন শিল্পকর্ম। তার ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে রয়েছে পালকি, কাঠের চেয়ার, টি-টেবিল, সোফাসেট, আরাম চেয়ার, পালংক, স্পিডবোটসহ আরো অন্যান্য আসবাবপত্র।
শিক্ষানুরাগী রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন সময়ে শিলাইদহে প্রতিষ্ঠা করেছিলেন পুত্রবধূ প্রতিমা দেবীর নামে একটি প্রাথমিক বিদ্যালয়। যা ওই সময়ে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ছবি ১ শিলাইদহে সপরিবারে রবীন্দ্রনাথ ছবি ২ রবীন্দ্রনাথ ছবি ৩ শিলাইদহ কুঠিবাড়ি ছবি ৪ রবীন্দ্রনাথের খাট ছবি ৫ রবীন্দ্রনাথের পালকি ছবি ৬ রবীন্দ্রনাথের পদ্মা বোট ছবি ৭ বিভিন্ন বয়সে রবীন্দ্রনাথ ছবি ৮ রবীন্দ্রনাথের সিন্দুক ছবি ৯ গোবরে ভরা শিলাইদহে রবীন্দ্রনাথ’র কাচারি ভবন, ছবি ১০ রবীন্দ্রনাথের টেবিল।
You have been upvoted by @tarpan A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
For general information about what is happening on Steem follow @steemitblog.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit