আসসালামুআলাইকুম,
প্রথমেই ধন্যবাদ জানাই @steem-bangladesh কে এমন সুন্দর একটি উদ্যোগ নেয়ার জন্য যেখানে আমরা সবাই নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ করে দেয়ার জন্য । এরপর ধন্যবাদ জানাতে চাই আমাদের তিনজন কান্ট্রি রিপ্রেজেনটেটিভ (@tarpan, @toufiq777 , @rex-sumon) ও মডারেটর (@nahidhasan23) দের, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের @steem-bangladesh কমিউনিটি আজকে এতদূর অগ্রসর হতে পেরেছে।
আজকের টপিক দেয়া হয়েছে দুইটি Art ও Betterlife । যে কোন একটি নিয়ে পোস্ট করতে হবে। সচারাচর আমরা এতদিনে Betterlife ও 10pics নিয়ে অনেক কাজ করেছি। তাই এখন সময় এসেছে নতুন কিছু করার। তাই আমি Art টপিক নিয়ে একটু ভাবলাম যে কি আর্ট করা যায়। পরে আমার মাথায় আসল একটি সহজ কিন্তু স্মৃতি বিজরিত জিনিস এর কথা। এতক্ষণে হয়ত বুঝে গেছেন আমি কি বুঝাতে চাচ্ছি। আজকে আমি আমাদের জাতীয় স্মৃতিসৌধ আর্ট করব।
জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।
Source
স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন ৮৪ একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে ২৪ একর এলাকাব্যাপী বৃক্ষরাজিশোভিত একটি সবুজ বলয়। স্মৃতিসৌধটির উচ্চতা ১৫০ ফুট। সৌধটি সাত জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড়ক্রমে সাজানো হয়েছে। এই সাত জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। ১৯৫২-র ভাষা আন্দোলন, ১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ শিক্ষা আন্দোলন, ১৯৬৬ ছয় দফা আন্দোলন, ১৯৬৯ এর গণ-অভ্যূত্থান, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ - এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসাবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।
Source
অঙ্কনের জন্য প্রয়োজনীয় উপকরণ:
১। একটি A4 কাগজ
২। পেন্সিল দুইটি - HB & 6B
৩। রাবার
৪। শার্পেনার
৫। একটি রুলার স্কেল
অঙ্কনের ধাপ সমূহ:
ধাপ-১
প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে একটি সমতল টেবিলে রেখে অঙ্কনের প্রস্তুতি নেই। তারপর A4 কাগজটি নিয়ে সেটিতে নিচের দিকে একটি সমান্তরাল লাইন আঁকি এই লাইনে সাত জোড়া ত্রিভুজাকৃতি হবে। তাই সেই অনুযায় কিছু বিন্দু বসিয়ে দিই। আমি সাধারণত মেপে করতেই স্বাচ্ছন্দবোধ করি । নাহলে দেখতে ভালো লাগবে না। তাই দাগের মাঝখানে স্কেল বসিয়ে ০ থেকে ২.৫; ৪.৫; ৬.৩; ৭.৮; ৯.০; ১০.১ ও ১০.৯ সে.মি তে ৮টি বিন্দু দেই, তাহলে আমরা সাতটি সাতটি ত্রিভুজাকৃতির দেয়াল তৈরী করতে পারব। এভাবে বাম ও ডান দুই পাশেই দেই।
ধাপ-২
এরপর দাগের মাঝবরাবর উপরে যত উচ্চতার স্মৃতিসৌধ বানাতে চাই সেখানে একটি বিন্দু দেই। এবার মাঝখানের বিন্দুটি বাদে বাকি বিন্দুগুলো একে একে যোগ করে দেই। তাহলেই আমরা একটি আকার পেয়ে যাব।
ধাপ-৩
তৃতীয় ধাপে মাঝখানে যাতে ফাকা না থাকে তাই চিত্রের মত নকশা করে নিই।
ধাপ-৪
নিচে আরও দুইটি দাগ টেনে ইটের মত ডিজাইন করে দেই। তাহলে অনেকটা বাস্তবের মত মনে হবে।
ধাপ-৫
এবার 6B পেন্সিল দিয়ে রং করি এবং সর্বনিচে চিত্রের মত ডিজাইন একে দিই। রং করার ক্ষেত্রে এখানে শুধুমাত্র পেন্সিল ব্যবহার করেছি তাই ভালো ভাবে বুঝানোর জন্য একবার গাঢ় কালো এবং একবার হালকা ব্যবহার করেছি। আপনিও চিত্রের মত তৈরী করে নিতে পারেন।
আকাঁ হয়ে গেল আমাদের জাতীয় স্মৃতিসৌধ। আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ।
@masumrbd
CC:-
@steemcurator01
@steemcurator02
@steemitblog
🅽︎🅸︎🅲︎🅴︎ 🅸︎🅳︎🅴︎🅰︎.....
ğ̈ŏ̈ŏ̈d̆̈ p̆̈ŏ̈s̆̈t̆̈....
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you very much for appreciate me.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Y͜͡o͜͡u͜͡ a͜͡r͜͡e͜͡ w͜͡e͜͡l͜͡c͜͡o͜͡m͜͡e͜͡....
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit