আমাদের চারপাশে অনেক গরীব মানুষ থাকে । যাদের হয়ত নিজে চলার মত যোগ্যতা নেই এবং কারো কাছে চাইতেও লজ্জা করে। এমন মানুষদের গোপনে হলেও দান করতে হবে। আমরা যদি সবই তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে সমাজটা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না।
আমি ছাত্র মানুষ, ইনকাম সোর্স বলতে টিউশনি ও পাশাপাশি টুকটাক ফ্রিল্যান্সিং তবুও কোথাও দান করার সুযোগ হাতে পেলে হাতছাড়া করি না। শোঅফ করে দান করা আমি পছন্দ করি না। গত কয়েকদিন আগে টার্মিনালে আমার এক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম দুপুর বেলা। আমাদের একটি দাওয়াতের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। হটাৎ দেখলাম একজন পাগলকে। সে টার্মিনালের লোকজনদের কাছে কিছু সাহায্য চাচ্ছিল। কেউ বা দিচ্ছিল কেউ কেউ তাড়িয়ে দিচ্ছিল। একটি বরই এর দোকানেও তাকে সাহায্য চাইতে দেখলাম।
এগিয়ে গেলাম তার দিকে দেখলাম বেশ কিছু টাকা হয়েছে তার। আমি যাবার সাথে সাথে বলল কয়টা টাকা দেন দুপুরে খাব। আমি বললাম কত টাকা হলে তোমার দুপুরের খাবার হয়ে যাবে। সে ১০ টাকা চাইল । তাকে ১০ টাকা দিয়ে দিলাম। সে তো খুশিতে টগবগ হয়ে উঠল। কি যেন মনে করে তার সে হাসিটা ক্যামেরাবন্দি করে নিলাম। এখন আপনাদের তা শেয়ার করব। আশা করি আপনারাও এমন ছোটখাট দান করতে উদ্বুদ্ধ হবেন।
দান মানেই যে হাজার টাকা হতে হবে এমন না। আপনার সামর্থ অনুযায়ী দান করলাম। কিন্তু বর্তমানে এটি একটি শোঅফ টাইপের হয়ে গেছে । কিছুদিন আগে একটি গা শিউরে উঠা নিউজ দেখেছিলাম। সেখানে নাকি চেয়ারম্যান দান করে ছবে তুলে আবার তা ফেরত নিয়ে নিয়েছিল। আমার মাথায় আসে না এরা কি মানুষ। এজন্য আমাদের রাসুল গোপনে দান করতে বলেছেন।
দান গোপনে করা উচিৎ এবং এর ফজিলতও অনেক। গোপনে দানের ফজিলত সম্পর্কিত দুটি হাদিস তুলে ধরছি-
০১. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন আল্লাহর ছায়া ব্যতিত কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা সাত শ্রেণির লোককে তাঁর (আরশের) ছায়া দান করবেন। (তাদের মধ্যে একজন হলো) যে ব্যক্তি এতো গোপনে সাদকাহ বা দান করে যে, ডান হাত যা দান করে, বাম হাত তা টের পায় না।’ (বুখারি, মুসলিম, তিরমিজি, মুসনাদে আহমদ)
০২. হজরত বাহয ইবনে হাকিম হতে বর্ণিত তিনি তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘গোপন দান বরকতময় আল্লাহ তাআলার ক্রোধ নিপতিত করে।’ (তাবরানি, তারগিব)
Source
(এই পোস্টটি থেকে যে টাকা পাবো ৫০% দান করে দিব ইনশাআল্লাহ্)
50%donations korben valo initiative
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks. Keep supporting me.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই মহতী উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপাকেও ধন্যবাদ ভাই। আশা করি সবাই এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Valo idia
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কোথায় ভাই। আপনাকেও সেলফি দিতে হইতো৷ পরবর্তীতে এমন কোন কিছু করলে অবশ্যই তার অনুমতি নিয়ে সেলফি তুলবেন৷ বা কন মসজিদ, মাদ্রাসা, কোন সংস্থা বা এতিম খানায় দিতে পারেন। সেখানে সিলিপ দিবে। তাহলে আর সেলফি লাগবে না।
নিজে লেখার চেষ্টা করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ ভাই। নেস্কট টাইমে সেল্ফি সহ দিব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো উদ্যোগ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো কাজ করেছেন আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
good bro
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit