আসসালামু 'আলাইকুম
সকলে কেমন আছেন?
আমি @mazharul002. আজকে আমি Steem Bangladesh কমিউনিটি কর্তিক আয়োজিত "My town in 10 pics" প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।এটা আমার শহরের একটি বড় শপিং মল। প্রতিনিয়ত এখানে অনেক মানুষ শপিং করতে আসে।
Locationএটা একটা রাস্তা যেখান দিয়ে একটি গাড়ি অতিক্রম করছে। এখন বৃষ্টি হচ্ছে তাই গাড়ি আস্তে আস্তে যাচ্ছে।
এটি একটি মাধ্যমিক বিদ্যালয় যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে অনেক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে।
Locationএই ছবিটিতে দেখানো হচ্ছে বৃষ্টির দিনে পাতায় পানি পড়েছে। এটি একটি লেবু গাছের পাতা।
Locationআমি মনে করি এটি একটি অসাধারণ ছবি। এটি নারিকেল গাছের বাগান। অনেকগুলো নারিকেল গাছের সারি এখানে।
Location
*এটি একটি চলার পথ। মসজিদ এবং স্কুলের পাশ দিয়ে বয়ে গেছে এই রাস্তাটি। প্রতিনিয়ত এখান দিয়ে অনেক গাড়ি এবং মানুষ যাতায়াত করে।
Location
এটি একটি কলা গাছের বাগান। বাগানটির বয়স খুব বেশি নয় তাই কলা গাছ গুলো এখনো ছোট আছে।
Locationএটি একটি সরকারি ভূমি অফিস যেখানে প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ কার্যসম্পাদন হয়ে থাকে। জমিজমা সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজ এখানে করা হয়।
Locationএটি আমার বাড়ির লেবু গাছের একটি লেবু। সেটি বেশ বড় হয়েছে কিন্তু এখনো পুরোপুরি পাকেনি। খেতে খুবই সুস্বাদু লাগে।
Locationএগুলো আমার বাড়ির মুরগি। অনেক জাতের মুরগি আমি বাড়িতে পালন করে থাকি। এগুলো পাকিস্তানি জাতের।
Location
Kichu chobi onek sundor tulechen. All the best
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit