আমি @mazharul002
আমি এই কমিউনিটির একজন নিয়মিত সদস্য
আজকে একটি কবিতা শেয়ার করতে চাই আপনাদের সাথে। কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম।
আমি আমার সুরে আমার মতো করে আবৃত্তি করার চেষ্টা করছি।
সকাল বেলার পাখি
কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম-বাগে
উঠবো আমি জাগি।
সূয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে
হয়নি সকাল, ঘুমোও এখন
মা বলবেন রেগে।
বলব আমি আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাকো
হয়নি সকাল, তাই বলে কি
সকাল হবে নাকো?
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে মাগো
রাত পোহাবে তবে।
wawo hear tuching poetry
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit