Poetry by @mazharul002//7 May 2021.

in hive-138339 •  4 years ago 

আসসালামুয়ালাইকুম
আমি @mazharul002
আমি এই কমিউনিটির একজন নিয়মিত সদস্য

আজকে একটি কবিতা শেয়ার করতে চাই আপনাদের সাথে। কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম।
আমি আমার সুরে আমার মতো করে আবৃত্তি করার চেষ্টা করছি।

সকাল বেলার পাখি

কাজী নজরুল ইসলাম


আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম-বাগে
উঠবো আমি জাগি।
সূয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে
হয়নি সকাল, ঘুমোও এখন
মা বলবেন রেগে।

বলব আমি আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাকো
হয়নি সকাল, তাই বলে কি
সকাল হবে নাকো?
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে মাগো
রাত পোহাবে তবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

wawo hear tuching poetry