My Village In Ten Pics || Jugirgofa,Gangni || February 13, 2021

in hive-138339 •  4 years ago  (edited)

Hello..!!

My Dear steemians,

How are you Everyone ?

Hope you all are fine and having a good day.

I am @mdsamad from Bangladesh




MY VILLAGE IN TEN PICTURES




Picture : 1

A beautiful mosque

Location:https://w3w.co/blows.newsmaker.bathers

এটি হলো ছোট একটি মসজিদ । আর এটি হলো আমাদের ইস্কুলের মসজিদ। আর এটি প্রতিষ্ঠিত হয়েছে 2018 সালে। মসজিদে খুব সুন্দর এবং এর চারিধারে পরিপূর্ণভাবে টাইচ যুক্ত। ভিতরের দৃশ্য হয়তো আমি দেখাতে পারছি না তবে আসলেই বলার মত খুবই সুন্দর মসজিদ। সাধারণত গ্রাম অঞ্চলের মসজিদগুলো এমন হয় না । গ্রামের মসজিদ গুলোর সাধারণত হয়। এই মসজিদ তৈরী করতে গ্রামের মানুষের সহযোগিতা এবং সরকারি অনুদানে মাধ্যমে এটি তৈরি হয়েছে । আমি মাঝেমধ্যে এই মসজিদে নামাজ পড়ি। তবে বেশিরভাগ সময় আমি আমার বাড়ির পাশের বড় মসজিদে নামাজ পড়ি । তারপর এটা বেশ সুন্দর।



Picture : 2

A truck driver

Location: https://w3w.co/raider.irresponsible.cubs

এটি হচ্ছে একটি ট্রাক এবং ড্রাইভার এর ছবি । এই গড়ি গুলো বেশিরভাগ ইটের ভাটার কাজে ব্যবহার কারা হয়। এই গাড়িগুলো তারা ব্যবহার করে মাটি বহন করার জন্য । এগুলো নিয়ে তারা এখান থেকে ওখানে মাটি বয়ে নিয়ে আনে। পুকুর কাটার পর যে মাটি পাওয়া যায় সে মাটি ইটের ভাটার মালিক কিনে নেয়া। তারপর এভাবেই ভাটা মালিকরা তাদের নিজস্ব গাড়ি করে সেগুলো তাদের ভাটায় আনে এবং এই মাটি দিয়ে তারা তৈরী করে ইট। আর এই ছবিটি হলো সেই মাটি নিয়ে যাওয়ার সময় তোলা একটি দৃশ্য।



Picture : 3

A few workers are working

Location: https://w3w.co/quilted.outlive.handlebars

এটি হচ্ছে কয়েক জন শ্রমিকের গাছ কাটার একটি দৃশ্য । সাধারণত এসব শ্রমিক দের বলা হয় গাছিয়া। আমাদের অঞ্চলে এই গাছিয়া সাধারণত গাছ কাটে। সাধারণত এরা বিভিন্ন কাঠের গাছ কেটে থাকে । তবে আজ তারা যে গছটি কাটছে এটি হচ্ছে একটি আম গাছ। গাছটি অনেক পুরনো তাই গাছের মালিক নতুন গাছ রোপন করবে বলে এই পুরাতন গাছটি কেটে এখান থেকে সরিয়ে দিচ্ছে। যাতে করে নতুন গাছ রোপন করা যায়।



Picture : 4

Village playground

Location : https://w3w.co/emailing.fasteners.lucky

এটি হচ্ছে আমাদের গ্রামের একটি খেলার মাঠ । যেখানে অনেক মানুষ একসাথে খেলা করে । ঠিক আজ বিকেলে খেলা হচ্ছিল, ভলিবল খেলা। মাঠের একপাশে ভলিবল এর কোট কেটে অনেক জন মানুষ খেলা খেলছিল । আর তার সাথে কিছু মানুষ বসে দেখছিল। আর এটি হচ্ছে সেই সময় তোলা ছবি । যখন তারা ভলিবল খেলছিল আর মানুষ পাশে বসেই খেলা দেখা উপভোগ করছিল।



Picture : 5

Union Department of Agriculture

Location: https://w3w.co/blows.newsmaker.bathers

এটি হলো ইউনিয়ন পর্যায়ের একটি কৃষি দপ্তর অফিস। এখানে সাধারণত ইউনিয়ন পর্যায়ে কৃষকের ফসল আবাদের সম্পর্কে এ কোন বিষয় জানার থাকলে বিশেষ করে কোন রোগ ব্যাধি সম্পর্কে জানার জন্য মানুষ এই অফিসে আসি এবং এসে তাদের কাছ থেকে বিভিন্ন রকমের পরামর্শ নিয়ে থাকে। আজ আমি গিয়েছিলাম আমাদের ইউনিয়ন অফিসে। সেখানে গিয়ে নতুন ধান এর রোগ ব্যাধি ও বিভিন্ন বিষয় সম্পর্কে কিছু কথাবার্তা উপদেশ তাদের কাছ থেকে জেনে এসেছি।



Picture : 6

Government Primary School

Location: https://w3w.co/parenting.knowhow.saltiness

এটি হলো একটি প্রাইমারি স্কুল । আর প্রাইমারি স্কুলটি হচ্ছে আমাদের গ্রামের। আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের নাম জুগিরগোফা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় সাধারণত ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করা হয় । তবে সাম্প্রতিক সময়ে কর্নার জন্য অনেকদিন যাবত ক্লাস হয়নি। তবে আমাদের এখানকার স্কুল গুলো বেশ ভালো এবং শিক্ষকরাও খুব ভালো তারা বেশ ভালো মতো তাদের এর ছাত্র ছাএি দের খোঁজখবর নিয়ে থাকে।



Picture : 7

A van driver

Location:https://w3w.co/legislative.ruthlessly.bathhouses

এই ছবিটি হচ্ছে একজন ভ্যান চালকের। চালক যখন তার ভ্যানে করে কিছু প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল ঠিক সেইসময় তোলা এই ছবিটি। একজন সাধারন ভ্যান চালক ও সাধারণত এভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান চালিয়ে থাকে। সকল মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবেই তার যানবাহনের মাধ্যমে নিয়ে আসে এবং মানুষকে সাহায্য করে থাকে।



Picture : 8

Chicken and some kids

Location:https://w3w.co/mafias.motorcade.sophisticated

এই ছবিটি হচ্ছে একটি মুরগি ও কিছু বাচ্চা। মুরগী তার কিছু বাচ্চার সাথে করে নিয়ে যখন ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছিল ঠিক তখন তোলা হয়েছে এই ছবিটি । আসলে গ্রামের মানুষ সাধারণত সনাতন পদ্ধতিতে মুরগির বাচ্চা তুলে থাকে । মুরগি এর মাধ্যমে তারা বিভিন্ন রকমের মুরগি এবং হাস, চই, এর বাচ্চা উৎপাদন করে থাকে । এটি হচ্ছে মুরগি প্রধান প্রধান হয়ে তার সাথে কিছু বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। যখন বাচ্চা বড় হয়ে যাবে ঠিক তখনই তারা আলাদা হয়ে যায় । আর এই ছবিটিতে একটি মুরগির সাথে কিছু হাঁসের বাচ্চা।



Picture : 9

Round table of the restaurant

Location:https://w3w.co/proposed.flag.geographer

এটি হচ্ছে গ্রামের একটা সাধারণ রেস্টুরেন্টে বসার জায়গা। সাধারণত গ্রামের রেষ্টুরেন্টগুলো এমন খোলা জায়গায় হয়ে থাকে। সাধারণত পাশেই একটি রেস্টুরেন্টের দোকান আছে সেখান থেকে জিনিসপত্র নিয়ে এখানে এসে এই টেবিলে বসে খাওয়া-দাওয়া করা হয়। আর এই টেবিলে সাধারণত চারজন মানুষ বসতে পারে এবং টেবিলের মাঝখান দিয়ে থাকে একটা বড় ছাতা । আর এমন দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে।



Picture : 10

Mango tree flowers

Location:https://w3w.co/raider.irresponsible.cubs

এই ছবিটি হচ্ছে আম গাছের মৌল বা ফুল । এখন শীতের শেষ সময় আর এই সময়ে প্রায় গাছে বিশেষ করে আম গাছগুলোতে মৌলা আসা শুরু করেছে। আর ঠিক তেমনি ভাবে আমার কাছেও মৌল এসেছে । আর এটি হচ্ছে সেই আম গাছের মৌল। আজ দশ থেকে পনেরো দিন হলো আমরা আম গাছে মৌল এসেছে । মৌলগুলো কিছু দিন এর মধ্যে ফুল ফুটে উঠবে এবং এর ফুল ফোটার পর তার কিছুদিন পরে সেগুলো আস্তে আস্তে আমের গুটিতে পরিণত হবে।





Cc.@steemcurator01 ,
@steemitblog





CONNECT ME ON :

Facebook  Twitter

Discord



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates