The diary Game || 02 January 2022 || 30% to @hive-138339 || Diary by @mmratulahmed.

in hive-138339 •  3 years ago  (edited)

বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আমি @mmratulahmed from Bangladesh

আজ রবিবার,
০২ জানুয়ারি, ২০২২।

আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।


•´¯•» 🗒️𝑀𝓎 𝒟𝒾𝒶𝓇𝓎🗒️»•¯´•


সকাল


সকালবেলা ঘুম ভাঙার পর দেখি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আমার গলা নাক বন্ধ হয়ে আছে। গতকাল রাত্রে প্রচুর ঠান্ডার মধ্যে কম্বল বিতরণ করছি সেজন্য এই অবস্থা হয়েছে। প্রচুর পরিমাণ বাতাস ছিল গতকাল রাত্রে। ঠান্ডা লাগার কারণে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিলাম পাটিসাপটা পিঠা।


268505839_619120756054273_113271734772576476_n.jpg

https://w3w.co/sisters.dearest.contemplate


তারপর একটা চা খেলাম। খারাপ লাগতেছে সেজন্য চা খাওয়ার পর আবার বিছানায় শুয়ে পড়লাম।


Capture.PNG


দুপুর


শরীরটা খারাপের জন্য কিছুই ভালো লাগতেছে না সকালে খাওয়ার পরে শুয়ে পড়েছিলাম। দুপুরে উঠে গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করলাম ওষুধ খাওয়ার পর শুয়ে পড়লাম।


Capture.PNG


বিকাল&সন্ধ্যায়


বিকালে বের হওয়ার জন্য প্লাবন ফোন দিছিল। কিন্তু শরীর খারাপ সেজন্য বিকালে বের হলাম না ওদের কে জানিয়ে দিলাম বের হবো না।

সন্ধ্যার দিকে প্লাবন আবার ফোন দিলো, বললো যে আমার বাসার সামনে দাড়ায়ে রয়েছে বের হতে পারব কিনা। শরীরটা খারাপ লাগতে ছিল তারপরও যেহেতু বাসার সামনে পর্যন্ত আসছে সে জন্য কষ্ট করে হলেও বের হইলাম। বের হয়ে দেখি প্লাবনের সাথে @razuahmed ও শাকিল ছিল।


270144252_499200884853126_7807689380203453322_n (1).jpg

https://w3w.co/listening.adopting.sloping


পরে আমরা অল্প কিছুক্ষণ হাটাহাটি করলাম । সারাদিন ঘর থেকে বের হয় নাই। অল্প একটু বের হয়ে ভালই লাগতেছিলো তারপর আবার শরিরও খারাপ লাগতেছিল। অল্প কিছুক্ষণ বাইরে থাকার পরে বাসায় চলে আসলাম।


Capture.PNG


রাত


বাসায় এসে শুয়ে পরেছিলাম। তারপরও রাতের খাওয়ার সময় হলে খাবার খেয়ে, ওষুধ খেলাম তারপর ডেলিভারি লেখা শুরু করলাম। এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিডাইরি লেখা প্রায় শেষ ।

আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কমিউনিটি থেকে সাপোর্ট পেতে হলে আপনার একাউন্টে ৫০ এসপি এবং কমিউনিটি একাউন্টে ৪০ এসপি ডেলিগেশন থাকতে হবে৷


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @boss75

JOIN WITH US ON DISCORD SERVER:

thank you for your support.

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

সুন্দর দিন কাটিয়েছেন ভাই। ছবিগুলো সুন্দর ছিল।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

শীতের সময় পাটিসাপটা পিঠা খেতে অনেক ভালো লাগে। সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

সুন্দর একটা দিন কাটিয়েছেন ভাই। পাটিসাপটা পিঠা খেতে অনেক মজা।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Via pati sapta pitha khete asbo naki??

চলে আসেন ভাই।

Bolar jonno Dhonno bad prio vi

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

বন্ধুদের সাথে হাঁটা হাঁটি করতে অনেক ভালো লাগে। সুন্দর একটি দিন কাটিয়েছেন।

আমার চমৎকার লাগে পাটিসাপটা পিঠা ।দিনটি অসাধারন কাটিয়েছেন।

হ্যাঁ ভাই সারাদিন পরে বের হয়েছিলাম তো খুব ভালোই লাগছে।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।