The diary Game || 15 December 2021 || 30% to @hive-138339 || Diary by @mmratulahmed.

in hive-138339 •  3 years ago 

বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আমি @mmratulahmed from Bangladesh

আজ বুধবার,
১৫ ডিসেম্বর, ২০২১১।

আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।

262909049_1565954197107441_2102583247877343929_n.jpg

https://w3w.co/distracts.wrong.feasted


•´¯•» 🗒️𝑀𝓎 𝒟𝒾𝒶𝓇𝓎🗒️»•¯´•


সকাল


সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নিলাম। তারপর ঘরটা গুছিয়ে একটু টেবিলে বসলাম পড়ালেখা করতে। অল্প কিছুক্ষণ পড়ালেখা শেষ করার পরে সকালের নাস্তা করলাম। সকালের নাস্তা শেষ করে অল্প কিছুখন কম্পিউটারে বসে গান শুনলাম।



Capture.PNG


দুপুর


দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে উঠে Ertugrul ghazi নামের একটি ওয়েব সিরিজ দেখলাম । এটি একটি তুরকিশ ওয়েব সিরিজ , তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগের ইতিহাস নিয়ে তৈরি এই নাটকে এখন একেবারে মন্ত্রমুগ্ধ - বিশেষ করে সেখানকার তরুণ প্রজন্ম। মুসলিম বিশ্বের নানা দেশে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর এই এপিক তুর্কী ড্রামাটি এখন ভারত সহ বাংলাদেশের মুসলমানদের মধ্যেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। যে ওয়েব সিরিজ আমাদের সবারই প্রিয় একটা ওয়েব সিরিজ। আর ওয়েব সিরিজ যতবারই দেখি ততই ভালো লাগে।


Capture.PNG


বিকাল&সন্ধ্যায়


বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা মারলাম। তারপর এ বন্ধুদের সাথে চা খেলাম। বিকাল এবং সন্ধ্যা বন্ধুদের সাথে টাইম স্পেন্ট করে গতকাল একটা চশমার অর্ডার দেয়া হয়েছিল সেই চশমাটা আনতে গেলাম।


263788625_1054772702040657_414043496200168025_n.jpg

https://w3w.co/distracts.wrong.feasted


আমার চোখে কোন সমস্যা না থাকলেও আজকাল কম্পিউটার বেশি বসা হইতেছে। সেজন্য চশমা দরকার কারণ কম্পিউটার সামনে বেশিক্ষণ থাকলে মাথা ব্যথা করতেছে বেশ কিছুদিন ধরে। চোখ ব্যথা করে কম্পিউটারের সামনে বসে থাকায়। এ জন্য বুলু রেনজ থেকে রক্ষা পাওয়ার জন্য একটা চশমা বানালাম।

আমি আগে কখনো এই ধরনের চশমা ব্যবহার করিনি। এই প্রথম চশমাটা ব্যবহার করে মনে হচ্ছে আসলে কাজে দিচ্ছে।

Capture.PNG


রাত


বাসায় আসার পরে ডেলি ডাইরি লিখতে শুরু করলাম । এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিডাইরি লেখা প্রায় শেষ ।

আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়েব সিরিজ দেখে ভালোই সময় কাটিয়েছেন ভাই।

ধন্যবাদ ভাই।