আমার সারাদিন কাজ হচ্ছে দোকানে বসে থাকা৷ আমার পার্বতীপুর বাস টার্মিনালে কনফেকশনারি আছে৷ আমি রাত 2 টা পর্যন্ত দোকান করি৷ রাতে বাড়িতে আসতে তিনটা বেজে যায়৷ বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ঘুমাই৷ আমার রাতে খাওয়া বাইরেই খাই৷
আমি সকাল ১০ টায় ঘুম থেকে উঠি৷ আমার বাবা সকালে দোকান খুলে৷ তিনি দোকান ঝাড়ু দেন৷ মাল বাহিরে বের করেন৷ আমার দোকান ছোট তবে মালামাল অনেক৷ আমি সকাল ১০ টায় দোকান এসে বাকি মালামাল বাইরে বের করি।
সারাদিন দোকানে নিয়ে ব্যস্ত থাকি৷ আমি পান চা সিগারেট বিক্রি করি৷ আমার মেয়ের সাথে সকালে কিছু মুহুর্ত অতিবাহিত করে দোকানে আসি৷
দুপুর ৩ টা বাড়িতে যাই৷ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই৷ ঘুম থেকে উঠে বিকালে আবার দোকানে আসি৷ দোকানে এসে দোকান সামলাই। আমার দোকানে একটি ছেলে বসে৷ ওকে দিন বা মাস ভিত্তিক টাকা দেই৷ ছেলেটা অনেক ভালো ও বিশ্বস্ত। বিশ্বস্ত ছেলে পাওয়াই এখন ভাগ্যের বিষয়।
এটাই আমার সারাদিনের রুটিন।