রাতে অনেক তাড়াতাড়ি ঘুমোতে চলে যাই প্রায় 11:30 এ। হঠাৎ চারটার দিকে ঘুমটা ভেঙে যায় ভীষণ শীত করছিল অলসতার কারণে bag থেকে কম্বলটা বের না করে আমি আমার হুদিটা হ্যাঙ্গার থেকে নামিয়ে গায়ে দিয়ে কাথাটা আলতো শরীরে নিয়ে শুয়ে পরলাম। সকাল 7 টা বাজতে না বাজতেই দরজায় নক পড়লো পিয়াস ও তার দুটো বন্ধু এসেছে ঢাকায়, ওদের করোনা টিকা দেওয়ার তারিখ আজকে। আমি দরজা খুলে তাদের ভিতরে আস্তে বলে আবার দরজা লাগিয়ে দিলাম। তাদের একটু ঘুমানোর ব্যবস্থা করে দিলো ছোট ভাই মামুন। এর পর আমি আবাবর শুয়ে পরলাম। সকাল 9 টায় বাঁধনের কাছে থেকে কল আসলো, সে একজন o positive রক্ত দাতা খুঁজছে, আমি তাকে বললাম যে আমি এক মাস আগে রক্ত দিয়েছি আমি এখন যেতে পারবো না তারপর রবিন ভাইয়ের নাম্বারটা ওকে ম্যানেজ করে দিলাম। ওরে বললাম যে রবিন ভাইয়ের ব্লাড গ্রুপ ও পজেটিভ। এরপর আমি উঠে মুখ হাত ধুয়ে নিচে নামলাম। নিচে গিয়ে একটা চা আর একটা কেক নিলাম। এটা ছিল সকালের নাস্তা। এরপর কিছুক্ষন হাটা-হাটি করে বাসায় চলে আসলাম। আর একটা পরীক্ষা আছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স সেটাও আবার শুক্রবার 11 টায়। বাসায় এসে দেখি পিয়াস এখনো ঘুমাচ্ছে। ডিস্টার্ব না করে ছাদে আসলাম ছাদে এসে রোদ পোহাতে শুরু করলাম। সময় ছাদে কেউ আসেনা চারিদিক ফাকা শূন্য কিছু কবুতর উড়ছে পাশের ছাদে। আমাদের ছাদের ক্যাকটাসে কয়েকটা লাল ফুল ফুটেছে।
দুপুরে ডিম আর সবজি রান্না হয়ে ছিল। খাবার খেয়ে কিছুক্ষন পড়তে বসছিলাম। শেষ পরীক্ষা 7 তারিখ শুক্রবার, বিষয় software quality assurance। পড়তে ইচ্ছা করছিলো না তবুও পড়তে বসলাম।
সন্ধায় ছোট ভাইয়ের সাথে নিচে চা খেতে গিয়েছিলাম। এখন বাসায় এসে বসে আছি। রাজিব কল দিয়ে ছিল, ওর সাথে কথা বললাম কিছু সময়।
ফুলের ছবিটি সুন্দর দেখতে হয়েছে ।দিনটিও ভাল ছিল ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফুলের ছবিটি অনেক সুন্দর ছিল। ক্যাকটাস ফুল অনেক সুন্দর একটি ফুল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুলগুলো আমারও পছন্দ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উড়ন্ত কবুতর দেখতে বেশ ভালোই লাগে। ক্যাকটাস গাছের ফুলগুলো দেখতে খুব সুন্দর। বেশ সুন্দর ডায়েরি লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সারা দিন অল্প অল্প করে লেখি। দিন শেষে সন্ধার দিকে ওই লেখা গুলো পোস্ট করি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit