The Diary Game: 1st September, 2021 || The Story Of a Busy Day ||

in hive-138339 •  3 years ago 

আসসালামু আলাইকুম!

  • আজ মঙ্গলবার,
  • ১ম সেপ্টেম্বর, ২০২১ইং.


সকাল

সকালের ঘুম ভাঙ্গলো এলার্ম-ঘড়ির শব্দে। আজ যেহেতু ওয়ার্কিং ডে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে, অফিস যেতে হবে। বিছানা ছেড়ে গোসল করলাম, ব্রেকফাস্ট করলাম। আজকের আয়োজন ডিম ভাজি এবং পরোটা। এই সব করতে প্রায় ৮ঃ ৩০ বেজে গেলো। এর পর রেডি হলাম। যেহেতু আমাদের ২ জনেরই অফিস আছে সেই জন্য দু'জনেরই তাড়াহুড়ো, রেডি হলাম আমরা।

দু'জনেই একটা পিকচার তুললাম রুমে। এর পর বের হলাম অফিসের উদ্দেশ্যে প্রায় ৯ টার দিকে।

IMG_20210901_203958.jpg
Location - https://w3w.co/lifted.impressed.curl

দুইজনের অফিস ২ জায়গায় হওয়ায় দু'জন দুইদিকে চলে গেলাম।

আমি অফিসে পৌছে গেলাম প্রায় ৯ঃ৩০ মিনিট এর দিকে। ফ্রেশ হলাম। চা খেলাম। এর পর ব্যস্ততা শুরু।



দুপুর

অফিসের নানান ব্যস্ততার মাঝে সময় গুলোকে অতিবাহিত করলাম সকাল থেকে দুপুর পযন্ত। এর পর লাঞ্চের সময়। ব্রেক নিলাম লাঞ্চের উদ্দেশ্যে। বউ আমার সকালে আসার সময় লাঞ্চবস্ক দিয়ে দিয়েছেন যা ফ্রিজে রাখা ছিলো। সাপোর্ট স্টাফ আপা কে বললাম খাবার গরম করে দেওয়ার জন্য উনি খাবার গরম করে দিলেন। লাঞ্চ করলাম প্রায় ২ঃ৩০ মিনিট এর দিকে। আজকের আয়োজন সিম্পল মুরগির মাংস আর ভাত। লাঞ্চ শেষ করে চা খেলাম। এর পর আবার ব্যস্ততা শুরু হয়ে গেলো। অফিসের নানান কাজের ভীড়ে আবার হারিয়ে গেলাম।

IMG_20210606_060005_1.jpg
Location - https://w3w.co/grabs.handbags.universal

অফিসের ব্যালকনি থেকে শহরের মেঘলা ওয়েদার এর চিত্র।



বিকেল

অফিসে সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাসায় ফেরা। ৬ টার দিকে বের হলাম অফিস থেকে। সারাদিনের ক্লান্তির অবসান ঘটিয়ে চলে আসলাম বাসায়। এর মাঝে প্রিয়তমা ও বাসায় ফিরে আসলো। কিছু সময়ের মধ্যেই গোধুলির আলো-আঁধারের খেলা শেষ করে সন্ধ্যা নেমে আসলো।

IMG_20210901_203221.jpg
Location - https://w3w.co/lifted.impressed.curl

গোধুলির আলো-আঁধারের অপরুপ সৌন্দর্য উপভোগ করছি বারান্দা থেকে।



সন্ধ্যা

মাগরিবের নামাজ শেষ করার কিছুক্ষনের মধ্যেই বউ আমার চা বানিয়ে দিলো চা খেলাম। সারাদিন ব্যস্ততার মাঝে মোবাইল ইউজ করার তেমন সুযোগ হয়নি তাই মোবাইল নিয়ে বসলাম। ফেইসবুক, মেসেঞ্জার, ইস্টিমিট এই সব চেক করলাম। এর মাঝে বউ আমার অনেক পছন্দের একটা আইটেম বানিয়ে নিয়ে আসলো। ক্যশুনাট সালাদ। যা আমার খুবি পছন্দের। দু'জনে খুব মজা করে খেলাম। যা অনেক টেস্টি ছিলো।

SAVE_20210901_235006.jpg
Location - https://w3w.co/lifted.impressed.চুরল

বউয়ের হাতের বানানো ক্যশুনাট সালাদ! অসাধারণ টেস্টি!



রাত

এশার নামাজ শেষ করে কিছুক্ষণ মোবাইল ইউজ করলাম। এর পর ডিনার করলাম দু'জনেই। প্রায় ১০ঃ৩০ এর দিকে আমাদের আমাদের ডিনার কমপ্লিট হলো। আজকের আয়োজন সিম্পল, মুরগির মাংস, ভাত আর শাকভাজি। খাওয়াদাওয়া করে ঘুমানোর প্রস্তুতি। আর মোবাইল ইউজ করা। যেহেতু সকালে অফিস থাকে তাই আমাদের তাড়াতাড়ি ঘুমাতে যেতে হয় প্রতিনিয়ত।



আলহামদুলিল্লাহ! এই ভাবে আজকের সুন্দর সময় গুলোকে অতিবাহিত করলাম।



পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
নিরাপদ থাকুন. সুস্থ থাকুন!!
সবার জন্য শুভ কামনা!



ধন্যবাদান্তে
@msi-shishir

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর হয়েছে ভাই।

থ্যাঙ্কিউ সো মাস ব্রাদার।।

অনেক সুন্দর হয়েছে আপনার পোস্টি ভাইয়া

থ্যাঙ্কিউ সো মাস ডিয়ার।।