The Diary Game: 30 August, 2021 - Simple day

in hive-138339 •  3 years ago 

আসসালামু আলাইকুম!

  • আজ সোমবার,
  • ৩০ আগস্ট, ২০২১ইং


সকাল

আজ একটু ভিন্ন ভাবে সকাল টা শুরু হলো। যেহেতু আজ ছুটির দিন তাই আজ ঘুম থেকে উঠলাম দেরি করে, প্রায় দশটার সময়। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। পরোটা ডিম ভাজি দিয়ে আজকের নাস্তা করলাম।

যেহেতু আজকে ছুটির দিন তাই কোন কাজ নেই তাছাড়া আজকে কোন প্রোগ্রাম ও নেই তাই অলস সময় পার করা। তাই বারান্দায় বসে কিছুক্ষন সময় কাটালাম। বারান্দায় বসে চা খেলাম। মোবাইল ইউজ করলাম। মেসেঞ্জার, ইস্টিমিট চেক করলাম। ফেইসবুকে একটু ঘুরাঘুরি করলাম। বারান্দায় অনেক ধরনের ফুল গাছ আছে তার মাঝে ফুল ফুটেছে সেই ফুলের পিকচার তুললাম।

IMG-20210707-WA0000.jpg



দুপুর

আজ যেহেতু কোন পোগ্রাম নেই তাই মোটামুটি অলস সময় পার করছি। আমার প্রিয়তমার ও আজ ছুটির দিন তাই সে কাচ্চির রান্না করছে। যার ঘ্রাণ আমার ক্ষুধা বাড়িয়ে দিচ্ছে৷ তাই তাড়াতাড়ি গোসল করে নিলাম। নামাজ পড়লাম। এর পর আমার দুজন দুপুরের খাবার খেলাম।

IMG-20210726-WA0003.jpg

আজকের আয়োজন কাচ্চি বিরিয়ানি। আর এই খাবার আমার অনেক পছন্দের। তার উপর প্রিয়তমার রান্না আহ অসাধারণ। অনেক খাওয়াদাওয়া করলাম।

এর পর কিছুক্ষন মোবাইল ইউজ করলাম। ফেইসবুক মেসেঞ্জারে সময় কাটালাম। এর পর ঘুমিয়ে পড়লাম।



বিকেল

ঘুম থেকে যথারীতি ৫ টার সময় উঠলাম। ফ্রেশ হলাম, নামাজ পড়লাম। এর পর বারান্দায় বসে গোধুলির আলো-আঁধারের অপরুপ সৌন্দর্য উপভোগ করলাম অনেক ক্ষন। বারান্দায় কিছু গাছ আছে সেই গুলোতে পানি দিলাম।

IMG_20210830_181155.jpg



সন্ধ্যা

এর মঝে মাগরিবের আজান দিয়ে দিয়েছে তাই ফ্রেশ হলাম অযু করে নামাজ পড়লাম।

নামাজ শেষ করে কিছুক্ষণ মোবাইল ইউজ করলাম এরি মধ্যে আমার প্রিয়তমা চা বানিয়ে দিলো চা খেলাম।

চা শেষ হতে না হতে প্রিয়তমা আমার নুডলস রান্না করে নিয়ে এসেছে, দুজন নুডলস খেলাম।

এর পর আমি কিছুক্ষন বই পড়লাম। হুমায়ুন আহমেদ এর অসাধারণ একটা বই। মধ্যাহ্ন! যা আমার অনেক পছন্দের একটা বই। যা আমি আগেও একবার পড়েছি। যতবার পড়ি ততই ভালো লাগে। অনেক টা সময় নিয়ে পড়লাম।



রাত

যথারীতি ফ্রেশ হয়ে আবার এশার নামাজ পড়লাম। রাতের খাবার খেলাম প্রায় রাত দশটার সময়। আজকের রাতের খাবারের মেনু টা ছিলো ভাত, কুমড়োর শাক, আর মুরগীর মাংস। শাক খেতে আমার খুব ভালো লাগে। দুইজনে খাওয়াদাওয়া করলাম। এর পর ঘুমানোর প্রস্তুতি, যেহেতু আমরা দু'জনেই চাকুরিজীবী তাই তাড়াতাড়ি ঘুমাতে যেতে হয়।



এই ভাবেই কেটে গেলো আজকের ছুটির দিনটি।



পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
নিরাপদ থাকুন. সুস্থ থাকুন!!
সবার জন্য শুভ কামনা!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!