আসসালামু আলাইকুম!!
- আজ সোমবার,
- ৬ই সেপ্টেম্বর, ২০২১ইং.
হ্যালো বন্ধুরা! আশা করছি সবাই ভালো আছেন। সবার সাথে আজ আমি আমার দিনলিপি শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
সকাল
আজ সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। আজ আমার প্রিয়তমার ভ্যাকসিন দেওয়ার ডেইট। তার সাথে যেতে হবে। যদিও আমি আগের দিন ভ্যাকসিন দিয়ে এসেছি। ২ জনের অফিস আছে। তাই আমরা তাড়াতাড়ি গেলাম যাতে তাড়াতাড়ি ভ্যাকসিন দিয়ে আসতে পারি। তাই তাড়াতাড়ি নাস্তা করে দু'জনেই বের হলাম।
আমরা প্রায় সকাল ৮ টার মধ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রে পৌছে গেলাম। সিরিয়ালের জন্য নাম লেখাতে হয় সো নাম লিখে অপেক্ষা করতে থাকলে কাংখিত ভ্যাকসিন এর জন্য।
ভ্যাকসিন দিতে এসে যা বিশেষ ভাবে লক্ষনীয় হলো তা হলো অব্যবস্থাপনা। প্রথমত বলা হলো নাম লিখতে সেই সিরিয়াল অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হবে। পরবর্তী সব কিছু বাদ দিয়ে লাইন করে ভ্যাকসিন দেওয়া শুরু হলো। এতে প্রায় সবাই রেগে গেলো। যাই হোক অনেক ঝামেলা করে আমার প্রিয়তমার ভ্যাকসিন দেওয়ার সুযোগ হয়েছে।
ভ্যাকসিন দিয়ে বাসায় আসতে প্রায় ১১ টা বেজে গেছে। আমার যেহেতু অফিস আছে সো আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিস এর উদ্যেশে বের হলাম। প্রিয়তমাতে অফিস থেকে ছুটি দিয়েছে ভ্যাকসিন দেওয়ার উপলক্ষে।
দুপুর
ওয়ার্কিং ডের দুপুর মানে কর্মব্যস্ততার দুপুর। ভীষণ ব্যস্ততার মাঝে সময় অতিবাহিত হচ্ছে। তবুও এই ব্যস্ততার মাঝে লাঞ্চের উদ্দেশ্যে বের হলাম প্রায় দুপুর ৩ টায়। আজ বাসা থেকে লাঞ্চবক্স আনা হয়নি। কারণ আজ অফিসে হাল্কা খাবারের আয়োজন আছে। আমাদের একজন কলিগ প্রমোশন পেয়েছেন তাই তিনি সবাইকে লাঞ্চ করাবেন। যা সবাইকে আগেই ইনফর্ম করে দিয়েছেন।
আজকের আয়োজন কাচ্চি বিরিয়ানির, মুরগীর রোস্ট, ডিম, আর পেপসি। লাঞ্চ টা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। লাঞ্চ শেষে আবার ব্যস্ততা শুরু।
বিকেল
ওয়ার্কিং ডের বিকেল টা সাধারণত উপভোগ করার সুযোগ হয় না। অফিস থেকে বের হতে হতে প্রায় ৬ঃ২০/৩০ বেজে যায় ঠিক তখন মাগরিবের আজান দিয়ে দেয়। আর তখন শহর জুড়ে সন্ধ্যা নেমে আসে।
সন্ধ্যা
অফিস থেকে বাসায় ফিরে আসলাম প্রায় ৭ টার সময়। বাসায় এসে ফ্রেশ হলাম। নামাজ পড়লাম। প্রিয়তমা নুডলস রান্না করলো, নুডলস খেলাম। চা খেলাম। এর পর আব্বু আম্মুর সাথে কথা বললাম। ছোট বোনের সাথে মোবাইলে কথা বললাম। এর পর কিছুক্ষণ মোবাইল ইউজ করলাম। এর মাঝে এশার আজান দিয়ে দিয়েছে সো নামাজ পড়ে নিলাম।
রাত
সারাদিনের ব্যস্ততা শেষে নেমে এলো রাত। যা বিশ্রামের সময়। রাতের খাবার খেয়ে নিলাম প্রায় ১০ টার দিকে। খাওয়াদাওয়া শেষ করে মোবাইল ইউজ করলাম কিছুক্ষণ। স্টিমইট, ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব জায়গায় কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম। এর পর আজকের ডায়েরি লেখা। ডায়েরি লেখা শেষ করে ঘুমিয়ে পড়লাম।
এই ভাবে আমার কর্মব্যস্ত আরেকটি দিন অতিবাহিত হলো। আলহামদুলিল্লাহ।।
নিরাপদ থাকুন!! সুস্থ থাকুন!!
সবার জন্য শুভ কামনা!!
ধন্যবাদান্তে
@msi-shishir
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই 🌹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Wonderful presentation
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much dear
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আলহামদুলিল্লাহ ভাই।। থ্যাংকস ভাই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit