Steem Bangladesh Contest | Poetry | 02.05.2021

in hive-138339 •  4 years ago  (edited)

আসসালামু আলাইকুম

6pu4ZRycQdDVScudzd6MCPSXks2Yb5eBsm266mkDh4Ym6FwZ6VmtEJTjwq2krNaMJv9xfxXzhjXVq288o4ehtU2jPbwkGapfkjgo72QDk8MABUsSWBmcZ96UfedXX3eC7T3k7oRaVYKjqYgZnKfdf7m1ywzPCddDWZoNK1aUuHTdnfwuy6jv88kVAUfB5SFytCXrn.jpeg

Source

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমি @mubdi-technology 🇧🇩বাংলাদেশ থেকে। আজ আমি কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমাদের গ্রাম


বন্দে আলী মিয়া

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
এক সাথে খেলি আর পাঠশালে যাই।
আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পুব দিকে উঠে,
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফুটে।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুন্দর

সুন্দর হয়েছে,আরো ভালো করার চেষ্টা করবেন।।

ধন্যবাদ

ছোটকালে এটা আমার পছন্দের একটা কবিতা ছিল।

Valo hoyeche onek.. Keep it up

Thanks

Welcome..

The scene behind your standing is very beautiful with the poem.

Thanks

ভাল হয়েছে। তবে আবৃত্তির দিকে খেয়াল রাখতে হবে।