আসসালামু আলাইকুম
আমি @muradahmed10
কেমন আছেন আপনারা সবাই???
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
Steem Bangladesh এর কন্টেস্ট এর আজকের টপিক হলো বুক রিভিউ। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার পছন্দের লেখকমুহম্মদ জাফর ইকবাল সার এর একটি বই নিয়ে।
বইয়ের নামঃ গ্লীনা
ধরনঃ বৈজ্ঞানিক কল্পকাহিনি
গল্পের প্লট:
পৃথিবীর এমন একটা সময়ের কথা বলা হয়েছে যখন সকলে রোবটদের ওপর অতি নির্ভরশীল হয়ে পড়েছে , একে একে মানুষের কর্মদক্ষতা আর সৃজনশীলতা কমে আসতে থাকছে । বাচ্চারা ভুলে যাচ্ছে অংক করতে, মায়েরা ভুলে যাচ্ছে কীভাবে সন্তান লালন করতে হবে। সমাজ ব্যাবস্থা থেকে শুরু করে কবি সাহিত্যিক সবাই মানব মস্তিষ্ক ব্যাবহার থেকে সরে যাচ্ছে। তৈরী হচ্ছে নতুন জটিলতার।
ওদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটরা মাথা চাড়া দিয়ে উঠছে সামনেই, যাদের বুদ্ধি মানুষের চাইতে অনেক বেশি।মানব সভ্যতার এই ক্রান্তিলগ্নে খুব গোপন স্থানে সদস্যদের নিয়ে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিলেন বিজ্ঞান একাডেমির প্রধান । সিদ্ধান্তটির ফল এলো খুব দ্রুত। রাতারাতি বদলে গেলো পুরো দৃশ্যপট ।
কিন্তু ঝামেলা হয়ে বসে এই পঞ্চম মাত্রার রোবটদের একজন, যার নাম গ্লিনা (মূল চরিত্র) । তার নিজের লক্ষ্য আবার পৃথিবীতে রোবটদের অধিকার ফিরিয়ে আনা। গ্লিনার পৈশাচিক পরিকল্পনা যেকোনোভাবেই হোক ঠেকিয়ে দিতে হবে। এখন তাদের হারাতে যে পন্থাগুলো অবলম্বন করে তাই নিয়ে বাকি গল্প।
যে মেসেজগুলো পাই গল্পটি থেকে:
প্রযুক্তির যে পরিবর্তন আসছে ঐটা মানুষের জন্য আশীর্বাদ আবার অভিশাপও বটে। কোন দিকটা আমরা ব্যাবহার করবো তা নির্ধারন করতে হবে মানব মস্তিষ্ক দিয়েই, কারন মানুষই সৃষ্টির সেরা জীব।
আর মানুষের মস্তিষ্কের মত শক্তিশালী আর কিছুই নেই এই জড় পৃথিবীতে।
'গ্লিনা' মূলত সায়েন্স ফিকশন হলেও আসলে মানবিকতার গল্প। বিজ্ঞানের চরম উৎকর্ষতার সময় মানব সভ্যতা যখন মূল্যহীন হয়ে পরে তখন মানুষের জন্য ভালোবাসা, আবেগ আর মানবিকতাই পারে সেই ধ্বংসের রাশ টেনে ধরতে। মানুষের যন্ত্রের প্রতি অতিনির্ভরশীলতা কতোটা ভয়ানক হতে পারে 'গ্লিনা'য় তাই দেখানো হয়েছে। পুরো গল্পটি ছিলো মূলত রোবট ও মানুষের দ্বন্দের কাহিনী। পুরোনো প্রেক্ষাপট হলেও পড়তে খারাপ লাগেনি। কিছুক্ষণের জন্য অন্য জগতে ডুব দেয়া যায়। আর স্বভাবতই বাংলা সায়েন্স ফিকশনের জগতে জাফর ইকবালের লেখা আলাদা মাত্রা এনে দেয়। এই বইটাও তার ব্যাতিক্রম নয়।
আশা করি বুক রিভিউটির মাধ্যমে বইটির সম্পর্কে আপনার আগ্রহ বাড়িয়ে তুলতে পেরেছি। কোনো ভুলত্রুটি পেলে ধরিয়ে দিবেন এই আশা করছি।
ভালো থাকুন সবাই। বইয়ের আলোয় পৃথিবী আলোকিত হোক।পুরোটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
My personal favorite writer is Muhammad Zafar Iqbal Sir. His science fictions are mind-blowing. I am glad that you have posted a review of his book. Thank you. Keep it up.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit