আসসালামুয়ালাইকুম বন্ধুরা।
কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সকলেই সুস্থ এবং ভাল আছেন ।আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত টপ পোস্ট টপিক এ আজকের কন্টেস্টটি হল মুভি রিভিউ। আজকে আমি ভারতের তামিলের মুভির রিভিউ দিতে চলেছি। মুভিটির নাম হল কাঞ্চনা।
ছবির নাম -কাঞ্চনা
এই মুভিটি মূলত একটি ভয়ের কমেডি মুভি। কেউ যদি ভয় পাওয়ার মুভি দেখতে পছন্দ না করে তারপর আমি বলবো সে যেন কাঞ্চনা মুভিটি দেখে। আমি নিজেও ভয় ছবি দেখিনা। কিন্তু এই ছবিটি ভয়ের চেয়ে অনেক কমেডি রয়েছে। যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
তো চলুন শুরু করা যাক কাঞ্চনা মুভি রিভিউ:
কাহিনী
ছবির শুরুতে দেখা যায় নায়ক ক্রিকেট খেলতে অনেক পছন্দ করে। সে একটি খেলার মাঠে তার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে যায়। মাঠ পাওয়া যায় না দেখে তারা একটি বন্ধ বাড়ির ভিতরে খেলতে যায়। কিন্তু সেখানে তারা পীচের মধ্যে স্টাম্প গাড়া শুরু করলে সেখানে অন্যরকম পরিবেশ তৈরী হয়ে যায়।মনে হয় মাঠের ভিতরে কেউ আছে এবং তাদের খেলতে দিতে চায় না। এরপর তারা সেখানে না খেলে বাড়িতে চলে আসে। এবং বাসায় এসে যখন সে স্ট্যাম্পে সিনেমা শুরু করে তখন স্টাম্প থেকে ময়লা বের হওয়ার জায়গায় পানির সাথে রক্ত বের হয়। নায়ক অনেক ভীতু ছিল।
সে ওয়াশরুম গেলেও তার মাকে নিয়ে যেত। ঘরের বিছানার মধ্যে হনুমানের পিকচার আলা বিছানা লাগাতো। যাতে তাকে কোন ভূত ধরতে না পারে। কিছুদিন পর নায়কের উপর ভুত ভর করে। এবং তার স্বভাব মেয়েদের মতো হয়ে যায়। সে মেয়েদের মত শাড়ি পরা শুরু করে এবং গালের মধ্যে হলুদ লাগায়। সে তার মা এবং ভাবিকে মাঝেমধ্যে ভয় দেখাতো। এরপর তার মা এ এরপর তার মা এরপর তার মা বাড়িতে তান্ত্রিক এনে ভুত কে বোতলের মধ্যে ভরায়। বোতলে ভরার আগে ভুতটি তার গল্প তাদের শোনায়। তারপরে এটিকে সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে আসতে বলে। কিন্তু ভুতটির প্রতি নায়ক এর অনেক মায়া হয়। সে তাকে আবার ছেড়ে দেয় এবং ভর্তি তার প্রতিশোধ নিয়ে আবার বোতলের মধ্যে ফেরত চলে আসে। এভাবেই মুভিটির সমাপ্তি ঘটেছিল।
Direct by | raghava Lawrence |
---|---|
Written by | raghava Lawrence |
Produced by | raghava Lawrence |
Starting | raghava Lawrence,r.sarathkumar,kovai sarala,laksmi Rai |
Edit by | Kishore Te. |
Music by | Sai thaman |
Distributed by | sun production |
Release date | 22 July 2011 |
Running time | 170 miniutes |
Country | India |
Language | Tamil |
Budget | 7 crore |
বক্স অফিস থেকে আয়
সাত কোটি বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিস থেকে 20 কোটি রুপি আয় করে। একটি সফল ছবি হিসেবে সমাপ্তি ঘটে।
ছবিটি সম্পর্কে আমার মতামত
ছবিটি আমার অনেক ভালো লেগেছে। এরকম ভয়ের কমেডি ছবি আমার দেখতে অনেক ভালো লাগে। আশাকরি ছবিটি দেখে আপনারাও অনেক উপভোগ করবেন।
আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ এবং ভালো থাকবেন।
সবাইকে ধন্যবাদ
Valo post korechen,sundor movie review
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Zazakallaho khairan 🥰 vai
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর ছিলো মুভি টা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Zazakallaho khairan apu..
Amar vlo lage movie ta
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit