The diary game//21-04-2022//30% beneficiary to @hive-138339

in hive-138339 •  3 years ago 

আসসালামুআলাইকুম বন্ধুরা।
কেমন আছেন আপনারা সবাই ?আশাকরি সকলেই সুস্থ এবং ভাল আছেন ।আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ডাইরি গেম প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে চলেছি। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে তো চলুন শুরু করা যাক:


সকাল

প্রতিদিনের মত রোজা মাসের কারণে আজকে আমি ঘুম থেকে অনেক দেরি করে উঠেছিলাম। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হওয়ার পরে কম্পিউটার ক্লাসে গিয়েছিলাম। গতকাল বৃষ্টি হওয়ার কারণে কম্পিউটার ক্লাসে গিয়ে দেখি কেউ নেই। একটা ছেলে আর আমি আছি। কম্পিউটার চালু করে শিখেছিলাম। এরপর আমি বই নিয়ে এসে ইংলিশ টাইপিং করেছিলাম।

2022-04-22-11-03-06-199.jpg

টাইপিং করা শেষ করে আমাকে কিছু কাজ দিয়েছিল আমি সেগুলো করেছিলাম। এরপর আমি আমার বন্ধুর সাথে ভবানীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। ভবানীপুর গিয়ে আমি ফুলের গাছ কিনে নিয়ে এসেছিলাম। আমি চারটি গোলাপ ফুলের গাছ কিনে ছিলাম এবং দুটি কাজ ফুলের গাছ এবং একটি দোপাটি ফুলের গাছ কিনেছিলাম। সবগুলো গাছ আমার অনেক পছন্দ হয়েছিল। সবগুলো গাছ আমি ২৫০ টাকা দিয়ে কিনেছিলাম।

দুপুর

এরপর ফুলগাছ কিনে নিয়ে আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমি ফুল গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম। এরপর আমাদের বাসায় আমার বোন এসেছিল এবং দুলাভাই এসেছিল। কিছুক্ষণ পর ভাই আর বাবা এসেছিল। এরপর আমি বাজারে গিয়ে কিছু ইফতারি কিনে নিয়ে এসেছিলাম। ৫ টা বাজলে আমি আমাদের সংগঠনের ইফতারি দেওয়ার প্রোগ্রাম এ গিয়েছিলাম। আমরা আজকে টার্মিনালে ইফতারি দিয়েছিলাম। এখানে আমরা তিন দিন থেকে ইফতারি দিচ্ছি। যারা ইফতারি কিনতে পারে না আমরা এরকম লোকদের ইফতারি দিয়ে থাকি। আজকে আমরা ৭০ টি প্যাকেট অসহায় ও রোজাদার মানুষের মাঝে বিতরণ করেছিলাম।

IMG_20220420_144100_984.jpg
Location

IMG_20220420_142145_039.jpg
Location

IMG_20220420_140258_669.jpg
Location
ইফতারি দেওয়া শেষ করে আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমরা সবাই মিলে ইফতারি করার জন্য প্রস্তুতি নিয়ে ছিলাম। আমি হাত পা মুখ ধুয়ে ইফতারি করার জন্য বসে পড়েছিলাম। আজকে আমি আমাদের বাসায় @sohanurrahman ভাইকে ইফতারি করার জন্য দাওয়াত দিয়েছিলাম। এরপর ভাইকে আমি ফোন দিলাম আবার যে ভাই কত দূরে আছে খোঁজ নেওয়ার জন্য।

IMG_20220420_144028_136.jpg

ভাই ইফতারির মাত্র 2 মিনিট আগে আমাদের বাসায় এসেছিলেন। এরপর আমরা দুজন মিলে একসাথে ইফতারি করেছিলাম। ইফতারি করা শেষ করে সোহানুর ভাই চলে গিয়েছিল।

IMG_20220420_181931_386.jpg
Location

IMG_20220420_181913_124.jpg
Location

রাত

এরপর বাসায় আমরা সকলে মিলে গল্প করছিলাম। গল্প করা শেষ করে আমরা রাতের খাবার খেয়েছিলাম। রাতের খাবার খাওয়া শেষ করে আবার আমরা সকলে মিলে গল্প করছিলাম। এরপর আমরা রাতের খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর আমরা কিছুক্ষণ পর সেহেরিতে উঠে ছিলাম।

FB_IMG_1650579924569.jpg
Location
সকল মিলে সেহেরী খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। সেহরি খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এভাবেই আমার আজকের দিনটি অতিবাহিত হয়েছিল। আমার ডায়েরি টি পড়ার জন্য সকলকে অনেক
ধন্যবাদ।

আমি এই কনটেস্টে দুজনকে ইনভাইট করলাম @eliany and @nsisong99
@nadimmahmud

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@nadimmahmud I'm going to give this a try tomorrow. Thanks for sharing

Thank you 😊

Getting started on steem can be super hard on these social platforms 😪 but luckily there is some communities that help support the little guy 😊, you might like school of minnows, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://som-landing.glitch.me/