সাভার বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি রাজধানী শহর ঢাকা হতে প্রায় ২৪ কিলোমিটার উত্তরে (গুলিস্তান জিরো পয়েন্ট থেকে সড়ক পথের দূরত্ব) অবস্থিত বাংলাদেশের অন্যতম বড় শহর এবং ঢাকা মেগাসিটির অন্তর্ভুক্ত এলাকা। সাভার বাংলাদেশের অন্যতম ঘনবসতিপূর্ন উপজেলাগুলোর মধ্যে একটি। সাভারে জনসংখ্যা ১৫ লক্ষাধিক। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত উপজিলা সাভার ।
সাভার-২৮০ বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশের এক বিশাল উপজেলা।
সাভার সর্বদিক দিয়েই সমৃদ্ধ একটি উপজেলা।
সাভারের বিখ্যাত অনেক কিছুই রয়েছে।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্বত্যাগকারী শহীদদের সম্মানার্থে এবং তাদের স্বরণে তৈরি করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। যা সাভারে অবস্থিত।
বাংলাদেশের একমাএ শতভাগ আবাসিক সুবিধা সম্বলিত বিশ্ববিদ্যালয় হলো-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।তাছাড়া প্রাকৃতিক দিক থেকেও সৌন্দর্যে পরিপূর্ণ এই বিশ্ববিদ্যালয় টি।ভেতরের লাল মাটি সম্বলিত উচু নিচু রাস্তা,লেক,গাছের সমারোহ একমাএ এই জাবিতেই রয়েছে। শীতকালে সুদুর সাইবেরিয়া হতে অতিথি পাখির আগমন ঘটে এই বিশ্ববিদ্যালয়ে।যা সাভারে অবস্থিত।
সাভারে রয়েছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বারাকা। এটি এ সেক্টরে এ পাইওনিয়ার প্রতিষ্ঠান, যার কাজের রয়েছে অনেক সুনাম।
আপনি যত বড় বিসিএস ক্যাডার হন না কেন ট্রেনিং এর জন্য কিন্তু আপনাকে সাভারেই আসতে হবে।কারন বিসিএস ক্যাডারদের ট্রেনিং এর একমাএ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র(বিপিএটিসি)। যা সাভারে অবস্থিত।
দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ রিহ্যাবিলিটেশন সেন্টার Centre For The Rehabilitation Of The Paralysed(CRP) কিন্তু সাভারেই অবস্থিত।
সাভারে রয়েছে Dhaka Export Processing Zone(DEPZ)
সাভারের হেমায়েতপুরে রয়েছে বাংলাদেশের একমাএ চামড়া প্রক্রিয়াজাত করন কেন্দ্র -সাভার ট্যানারি।
এই সাভারেই রয়েছে Bangladesh Krira Shiksha Pratisthan (BKSP)
আণবিক শক্তি প্রেরন কেন্দ্রটি কিন্তু সাভারেই অবস্থিত।যেখানে বিভিন্ন পারমাণবিক বিষয় নিয়ে গবেষনা করা হয়। বাংলাদেশের একমাএ এখানেই মানবদেহের কৃত্তিম হাড় তৈরি করা হয়।
শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রটি কিন্তু সাভারেই অবস্থিত।এছাড়াও সাভারে রয়েছে কেন্দ্রিয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র।
বাংলাদেশ আর্মির বিশেষ Squad হল Dog Squad.
আর সাভার ক্যান্টনমেন্ট এ রয়েছে কুকুরের খামার।বাংলাদেশ আর্মির Dog Squad এর ট্রেনিং কিন্তু সাভার ক্যান্টনমেন্টেই দেওয়া হয়।
সাভারের রাজাশনে রয়েছে রাজা হরিশচন্দ্রের রাজপ্রাসাদ।
Bangladesh Livestock Research Institute (BLRI) সাভারে অবস্থিত।
দক্ষিণারঞ্জণ মিএ,যিনি ঠাকুরমার ঝুলির লেখক তার পৈএিক নিবাস সাভারের উলাইল(কর্ণপাড়া)
সাভারের বলিয়াপুরের চাকুলিয়াতে বিদেশী ড্রাগন ফলের চাষ হয়।
এই সাভারেই কিন্তু রয়েছে ফুল চাষের এক অন্যান্য স্থান-গোলাপগ্রাম।
সাভারে ভাকুর্তা এলাকায় রয়েছে সুপেয় মিষ্টি পানির খনি।
সাভারের নামাবাজার খুবই পুরাতন, প্রাচীন এবং বিখ্যাত একটি বাজার।দৈনন্দিন জীবনের চাহিদার সকল জিনিসই আপনি এখানে পাবেন।
সাভারের পাশদিয়ে বয়ে চলেছে বংশি নদী।
সাভারের নামাবাজারের পাশের পোড়াবাড়িতে রয়েছে বেদে পল্লি।যেখানে প্রতি সপ্তাহে সাপের হাট বসে।
সাভারের হেমায়েতপুর,রাজফুলবাড়িয়া,আশুলিয়াতে যে পরিমান গার্মেন্টস আছে বাংলাদেশে একটা ইপিজেডের বাহিরে মনে হয় এত গার্মেন্টস আর কোথাও নেই।
সাভারে রয়েছে রেডিও তথ্য প্রেরন ও সম্প্রচার কেন্দ্র।
Atlas Bangladesh এর মোটরসাইকেল পার্টস তৈরির কারখানা সাভারের কাঠগড়ায় অবস্থিত।
এছাড়াও কাঠগড়াতে বিভিন্ন ফার্মাসিটিক্যালসের ফ্যাক্টরি রয়েছে।
সাভারে রয়েছে বাংলাদেশ কেন্দ্রিয় গো-প্রজনন ও দুগ্ধ খামার (Dairy Farm)
সাভারে রয়েছে এনাম মেডিকেল কলেজ,ডেল্টা মেডিকেল কলেজ(রাজফুলবাড়িয়াতে নির্মানাধীন)
সাভারে রয়েছে শত বছরের প্রাচীন স্কুল সাভার অধর চন্দ্র উচ্চবিদ্যালয়।
বিখ্যাত খাবার
সাভারের লাল মাটির কাঠাল খুবই সুস্বাদু।
সাভারে বিখ্যাত আরেকটি খাবার হলো কালিসাহা,যোগেশ, গোবিন্দ এর মিষ্টি।
সাভারের টিউবওয়েলের পানি অনেক মিষ্টি এবং সুপেয়।যা বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষার দ্বারা প্রমানিত।
এছাড়াও সাভারে আরো রয়েছে-গন বিশ্ববিদ্যালয়,মৃৎশিল্প পল্লি,নির্মানাধীন সাভার DOHS,মাশরুম গবেষনা কেন্দ্র,মৎস উন্নয়ন কেন্দ্র,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস,সেভেন রিং সিমেন্ট এর কারখানা(বিরুলিয়াতে),সাভার গলফ ক্লাব,
বিনোদন কেন্দ্র-ফ্যান্টাসি কিংডম,মিনি চিড়িয়াখানা, সাভার পল্লীবিদ্যুৎ ঈদগাহ মাঠের স্ট্রিট ফুড, রাজফুলবাড়িয়াতে রয়েছে প্রাচিন মৎস আড়ত,ট্রলার তৈরির সীপইয়ার্ড সহ আরো নানান জিনিস ও স্থান।
এসব কিছুই সাভারকে করেছে বিখ্যাত,করেছে সমৃদ্ধ।
ঢাকা যদি বাংলাদেশের প্রাণকেন্দ্র হয় তাহলে সাভার হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র।
অরজিনাল কনটেন্ট শেয়ার করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit