The plants in the Roof are Growing so Well.🌹

in hive-138339 •  3 years ago 

A few days ago my family and I planted some plants or trees on the roof of the house; they are now growing quite well. The trees are watered twice a day, for which they look very beautiful and nutritious. There are many carats on the roof and many trees could be planted in them. So many plants have been planted there. There is also pepper, cucumber, potato, spinach and some flower plants. The two flower trees were kept out of the carat, and the two trees still held two roses, but sadly, some naughty kids tore off their petals before I took pictures of them, so they weren't shared anymore. But I will share the pictures of the rest of the trees.

কিছুদিন আগে আমি এবং আমার পরিবার মিলে বাড়ির ছাদে কিছু উদ্ভিদ বা গাছ লাগিয়েছিলাম, সেগুলো এখন বেশ ভালো ভাবে বড় হচ্ছে। প্রতিদিন দুইবার পানি দেওয়া হয় গাছগুলোতে, তার জন্যে সেগুলো অনেক সুন্দর এবং পুষ্টিকর দেখাচ্ছে। ছাদে অনেকগুলো ক্যারেট আছে এবং সেগুলোতে অনেক গুলো গাছ লাগানো যেত। তাই অনেক গুলোই উদ্ভিদ লাগানো হয়েছে সেখানে। সেখানে আছে মরিচ, শসা, ঢেঁড়স, শাক এবং কিছু ফুল গাছ ও রয়েছে। ফুল গাছ দুইটি অবশ্য ক্যারেট এর বাইরেই রাখা হয়েছে এবং তার পরেও দুইটি গাছে দুইটি গোলাপ ফুল ধরেছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি সেগুলোর ছবি উঠানোর আগেই কিছু দুষ্টু ছেলেপেলে সেগুলোর পাঁপড়ি ছিরে ফেলেছিল, তাই সেগুলো আর শেয়ার করা হলও না। কিন্তু বাদ বাকি গাছ গুলোর ছবি আমি শেয়ার করব।

6VvuHGsoU2QCK7149M4zNv8KC8FhsVqFm4tbhqzkjU5E4U3rhwFphBMJ1AYNoMBRhMMjnziGLuH3J7tgXmnL3Fq7QPxo4ZsCkqCDJsxXJaqZWgtxToHbQWB6yx7UJa.jpeg

6VvuHGsoU2QCK7149M4zNv8KC8FhsVqFm4tbhqzkjU5E4U3rhwFphBMJ1AYNoMBRhMQ5hox2h6UKcEJz5hFgHMMKxh7T4mkQTu5SbwYEwjNtuXFs8q3ycBAgkgWJ54.jpeg

6VvuHGsoU2QCK7149M4zNv8KC8FhsVqFm4tbhqzkjU5E4U3rhwFphBMJ1AYNoMBRhMNib7uEoNyNRduv4R6PE9hyrZtBL12NpiQZVANcS5ZS6J5ByWPn3iaax48H4J.jpeg

6VvuHGsoU2QCK7149M4zNv8KC8FhsVqFm4tbhqzkjU5E4U3rhwFphBMJ1AYNoMBRhMNPVmZJQuf9MmxDUD8CBk7NsRx4MFmJSRHUJsh3DpmznRjNGZVGDQwVWEfWGE.jpeg
I like it a lot when I go to the roof. In fact, who doesn’t like to be in the middle of the green ceremony? This is the environment of the village. Today after many days I went to Kushtia town for some work, the condition of the road was very bad, so broken and so dusty, the environment was inconvenient. Such is the condition of the main road so I thought I came with the road inside village and field and the miserable condition of the roads there too. Now the fast is going on, if you travel on this road while fasting, you can no longer look at your face. And here is the environment of our village, where it goes green and green, even though the roads are made of soil, it refreshes our mind when we walk along the road. I am thinking of planting some more flower plants on the roof of the house, for which I have to keep some separate space. For some trees, it is necessary to make arrangements to shed on it, so that the core will bear more fruit in it. It feels good when I eat vegetables which are grown by me and us.

আমার অনেক ভালো লাগে যখন আমি ছাদে যায়। আসলে সবুজ এর সমারহের মাঝে থাকতে কারই না ভালও লাগে। গ্রামের পরিবেশটাই এরকম। আজকে আমি অনেক দিন পর কুষ্টিয়া শহরে গিয়েছিলাম কিছু কাজে, রাস্তার অবস্থা খুবি খারাপ, এতো যে ভাঙ্গা এবং এতো ধুলোবালি, অসয্যকর পরিবেশ ছিল। মেইন রোডের এমন অবস্থা তাই ভাবলাম ভিতর দিয়ে আসলাম এবং সেখানেও রাস্তাগুলোর করুণ অবস্থা। এখন তো রোযা চলতেছে, রোযা রেখে এই রাস্তা দিয়ে চলাফেরা করলে চোখ মুখ এর দিকে আর তাকানো যায় না। আর কোথায় আমাদের গ্রামের পরিবেশ, যেখানে যায় সবুজ আর সবুজ, যদিও রাস্তাগুলো মাটির রাস্তা তবুও মন ভরে যায় রাস্তা দিয়ে চলাফেরা করলে। ভাবতেছি বাড়ির ছাদে আরও কিছু ভিন্য ধরনের ফুলের গাছ লাগাবো, তার জন্য কিছু আলাদা জায়গা রাখতে হবে। কিছু কিছু গাছের জন্য তার ওপরে চালার ব্যবস্থা করতে হবে, এতে কোরে তাতে ফল বেশি ধরবে। অনেক ভালো লাগে যখন নিজের বাড়ির শাকসবজি খাই।
pBMyo3B2Sao2EbuHAFTX1CNWMbam25xJGPs4sKmLS6XL7jzuUkSCy9HdFnLZjuCqbN3skUUNA7rjT6VpWjgKPTVWnt8amj3qty8xjfD51yHCx69WhJRJf7op9YVLBGbwS8oe2pNEKEQH2b6H6bdDXbDaekyfmtNUT3N9saosivBKyvh3.gif
Thanks to support upvote
Special mentions
@greece-lover👈
@voidsoul @R2cornell.
@successgr.with @zzan.admin
Thanks for stopping by @dsc-r2cornell
Regards @nafisislam Love you sir support me❣️💖🖤 @stefano.massari

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveNO
#club5050NO
#club75NO
#club100NO
Verified userNO
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

Oky boss thanks to you plz give me support upvote love it boss🌹