♥🌹|| My Town 10 pics ||♥🌹18.05.2021||♥🌹

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম,
আমি @nahid44. অনেক দিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাজে। ঈদের শুভেচ্ছা সকলকে, ঈদ মোবারক।সকলেই কেমন আছেন। আমি আপনাদের সকলের ভাল আছি, আলহামদুলিল্লাহ।

আজ আমি আপনাদের সাথে আমার গ্রামের কিছু প্রাকৃতিক ছবি এবং আমার অফিসের কিছু ছবি শেয়ার করব।

ছবি # ০১

IMG_20210319_112612.jpg

এটা আমাদের উপজেলায় মিশনারিজ হাসপাতালের সীমানার ভিতরে। ভিতরের পরিবেশটা এমন অনেক গাছ, ফুলের চারা দিয়ে সাজিয়ে রেখেছে। পরিবেশটা খুবই সুন্দর। https://w3w.co/husky.shuttling.suppers

ছবি # ০২

IMG_20210313_161447_1.jpg

কোন এক পরন্ত বিকেলে বৃষ্টি আসার পূর্ব মূহুর্তের ছবি। ছবিটি আমার অফিসের প্রধান ফটকের সামনে থেকে নেয়া। প্রস্তুতি দেখেই বুঝা যাচ্ছে বৃষ্টি খুব ভালই হবে।
https://w3w.co/undergrads.miles.towering

ছবি # ০৩

IMG_20210312_181205_1.jpg

আমার অফিসের সামনের প্রধান রাস্তা, যা অফিসের একদম নাকের ডগার সামনে দিয়ে চলে গেছে টাঙ্গাইল মহাসরকে। ব্যস্ত রাস্তা লকডাউনে বেশ ফাকা ই মনে হচ্ছে।https://w3w.co/undergrads.miles.towering

ছবি # ০৪

GEIdzcxwIAkALnvqFklTAzvBMDC.jpg

গৃহপালিত শিকারি বিড়াল। তার দাপটে ইদুর আশে পাশে আসার সাহস ই পায় না। ভাব দেখে বুজাই যাচ্ছে শিকারের জন্য অপেক্ষায় আছে।https://w3w.co/assurance.mourner.went

ছবি # ০৫

IMG_20210507_131441_1.jpg

আমার বাসার বারান্দায় মরিচের গাছ লাগালাম। বেশ কিছু ফুল ও হইছে। মরিচ হবে মনে হচ্ছে।https://w3w.co/undergrads.miles.towering

ছবি # ০৬

IMG_20210509_170518.jpg

এই ত দেখা যাচ্ছে ফুল। ফুল বেশ বড় হইছে, মরিচ ধরতে খুব দেরি হবে না। দোয়া করবেন সবাই। https://w3w.co/undergrads.miles.towering

ছবি # ০৭

received_467798484350744.jpeg

গাছের কচি পাতা প্রকৃতির সৌন্দর্যকে দ্বিগুন করে দিল।
https://w3w.co/broads.slime.immediate

ছবি # ০৮

IMG_20210331_063621.jpg

সবুজ মাঠ, সবুজ প্রকৃতি গ্রমের আসল সৌন্দর্য।https://w3w.co/array.firm.voltages

ছবি # ০৯

G9adOOiAFSODxUvvGOmCKHWvugR.jpg

ঘরের সামনে গোলাপ ফুলের গাছ, লাল গোলাপ, ফুল ধরেছে এখনও ছোট তেমন বড় হয় নি।
https://w3w.co/assurance.mourner.went

ছবি # ১০

G8HwouJhxfpywJDjAQzJxgQfOmE.jpg

নাম তার কচু। এটা সবার পছন্দ না হলেও উপকারি জিনিস বটে। কারো কারো গলা চুলকায় তাই অনেকে দূরে থাকতেই পছন্দ করে।https://w3w.co/assurance.mourner.went

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@nahid44

Nice photography. But It would look better if you formatted the photos to similar dimensions.

Ok, try to next time