THE DAIRY GAME 12/08/2020

in hive-138339 •  4 years ago 

আসসালামুআলাইকুম

Steemit এর সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা

এটি আমার দি ডায়ারি গেম সিজন 2 এর প্রথম পোষ্ট।

FB_IMG_1596720589951.jpg

ইচ্ছে থাকলেও,কাঁকডাকা ভোরে ঘুম থেকে উঠা হয়না। সকালে পাখির সাথে উথার অনক চেষ্টা করি তবুও হয়ে ওঠে না। জালানা দিয়ে আলো চোখে পরে তবুও এপাশ ওপাশ করে কাটিয়ে দেই আরও একটা ঘন্টা সময়। অবশেসে উঠে চোখটা ঘসতে ঘসতে হাতে ব্রাশ হাতে নিয়ে একটু পেস্ট নিয়ে ঘুম ঘুম ভাব করে ব্রাশ করি ৫ মিনিট ধরে ব্রাশ করে ফ্রেশ হয়ে নাস্তা করি আর টেলিভিশন দেখি। ফোনটা হাতে নিয়ে একটু ফেসবুকে একটু সময় কাটিয়ে শহরের পথে রওনা দেই। বন্ধুদের সাথে আড্ডা না দিলে যেনো দিনটাই কাটেনা। 2 ঘন্টা সময় কাটিয়ে আবারও বাড়ির উদ্দেশে রওনা দেই। বাসায় যায়ে কিছু কাজ থাকলে কাজগুলো সম্পুর্ন করে। গোসল করি দুপুরের খাবার খেয়ে একটু সুয়ে রেস্ট করি।

20200807_142445.jpg

আমার আবার ক্রিকেট খেলার প্রতি অনেক আগ্রহ খেলানিয়ে অনেক কথা সুন্তে হয়।আমি খেলার জন্য অনেক গালি গালাজ সুন্তে হতো। যাইহোক বিকেল হলেই যেনো মনে হয় ক্রিকেট খেলাটা আমাকে ড়াকে। বিকেল হতে না হতে ফোন আসা সুরু হয়ে যায়। খেলা আছে খেলতে যাইতে হবে। ট্যাউজার টি-শার্ট পারে ব্যাট হাতে নিয়ে বেরহলাম সবাই একত্ত্রিত হয়ে ভ্যানে চরে জাই অনেক মজা করতে করতে। আমাদের ভ্যানওয়ালা ভাই অনেক রশিক একজন মানুষ। অনেক ধরনের পশুপাখির ড়াক তিনি ড়কতে পারে। মনে হয় যেন হুবাহুব কেই শুনলে না হেশে থাকতেই পারবে না।

20200810_163200.jpg

আমারতো হাসতে হাসতে পেটে ব্যাথা হয়ে যায়। কখন যে মাঠে চলে যাই বুঝতেই পারিনা। মাঠে গিয়ে টস করে খেলা শুরু হয়। আমি ব্যাটসম্যান ওপেনিং করি।বড় বড় সিক্স মারতে আমার খুবই ভালো লাগে। আমাদের টিমটা অনেক হার্ট তাই আমরা বেশিরভাগ ম্যাস এ জিতে থাকি। সন্ধার আগে বাসায় গিয়ে হাতমুখ ধুয়ে পোশাক চেন্স করে। বাজারে আসি নাস্তা করি বন্ধুদের সাথে আড্ডায় মজে যাই।

20200812_204031_copy_1305x979.jpg

গল্পে গল্পে কিছু সময় কাটিয়ে যে জার মতো বাসায় ফিরে যাই। আমি বাসায় গিয়ে হাতমুখ ধুয়ে পোশাক চেন্স করে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে কিছু সময় কাটিয়ে ইউটিউব এ গান সুনি নাটক দেখে রাতের ডিনার করি। আমরা বেশিরভাগ একসঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করি। কারন সবার সাথে খাওয়ার মজাই আলাদা। টিভি চ্যানেল একটু খবর সুনে যদি ভালো কোন ও মুভি হয় তাহলে দেখি নয়তো রুমে গিয়ে সুয়ে সুয়ে ফোনটা হাতে নিয়ে গেমস খেলি। ঘুম ঘুম ভাব চলে আসলে ফোনটা চার্জ এ দিয়ে ঘুমায় যাই।
এভাবেই কেটে যায় আমার নিত্য দিন। সবাইকে ধন্যবাদ আমার কথা গুলো একটু সময় দিয়ে পড়ার জন্য আর steemit friends যারা আছ সবাইকে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You create such a beautiful blog today keep it up.
#onepercent
#bangladesh

How many six did you score?

#onepercent

#bangladesh