Dear friends,
How are you? I hope you are all well.
- I am from Bangladesh
- Today is Tuesday
- Dated: 09.02.2021
আজ আমি আপনাদের সাথে ঢাকা শহরের কিছু ছবি শেয়ার করবো।
- রাস্তায় তিন চাকার ভ্যান দাঁড়িয়ে আছে। ভ্যান এ করে দোকানে দোকানে মালামাল পৌঁছে দেয়।
- খেজুরের গুড়। অনলাইনে অর্ডার করে নাটোর থেকে ক্রয় করে এনেছি।
- রাস্তার পাশে একজন ফল বিক্রেতা ফল বিক্রি করছে। বিভিন্ন ধরণের ফল পাওয়া যায় এই ভ্রাম্যমান ফল বিক্রেতার কাছে।
- রাস্তার পাশে ছোট বাজার। এই বাজারের একজন তরকারি বিক্রেতা। অনেক ধরণের তরকারি পাওয়া যায় তার কাছে।
- খোলা রাস্তা।
- এই লোক প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করেন। ভ্যান এ করে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করেন।
- শাক বিক্রেতা। ভ্যান এ করে রাস্তার পাশে দাঁড়িয়ে শাক বিক্রি করে থাকেন।
- এই দোকানে ছাগলের মাংস পাওয়া যায়। কয়েকটা ছাগল রেখেছে। হয়তু পরের দিন বিক্রি করবে।
- রাস্তার পাশে বসে মাছ বিক্রি করে থাকেন।
- এই লোক রাস্তায় বস এ ফল বিক্রি করে থাকেন।