My Village in 10 Pics | Sailady | 05.02.2021| Sailady area Photo Documentary

in hive-138339 •  4 years ago 

Dear friends,
How are you? I hope you are all well.

I am from Bangladesh. Today 05.02.2021, Friday.

Today I share my village natural scenery which is located in Sailady of Dhaka division.


Photo No. 01

1.jpg

  • এই ছবিটি একটি লেবুর। লেবু গাছে সজীব এবং সবুজ লেবু রয়েছে। এই ছবিটি আমি আমার বাড়ির পাশে থেকে তুলেছি।

Photo No. 02

2.jpg

  • Location: https://w3w.co/edicts.honest.converter
  • এই ছবিটি গাছের কচি পাতার। একটি জ্যাম গাছের কচি পাতার ছবি তুলেছি।

Photo No. 03


3.jpg

  • Location: https://w3w.co/edicts.honest.converter
  • এই ছবিটি লেবু গাছের পাতার। আমাদের লেবু গাছের পাতার ছবিটি আমি তুলেছি।

Photo No. 04


4.jpg

  • Location: https://w3w.co/edicts.honest.converter
  • এই ছবিটি কাঁঠাল গাছের পাতার। আমি রাস্তা দিয়ে হাঁটার সময়ে কাঁঠাল গাছের পাতার ছবি তুলেছি।

Photo No. 05

5.jpg

  • Location: https://w3w.co/rags.appealed.erupt
  • এই ছবিটি হলো গোলাপ ফুল গাছের। গাছে এখন কোনো ফুল নাই। আমাদের বাড়ির কোনায় একটি গোলাপ ফুল গাছ রয়েছে।

Photo No. 06

6.jpg

  • Location: https://w3w.co/reforming.nerves.picture
  • একটি পাতার উপর জাম্বুরা গাছের শুকনো ফুল পরে রয়েছে। আমাদের জাম্বুরা গাছের নিচে থেকে আমি এই ছবিটি তুলেছি।

Photo No. 07

7.jpg

  • Location: https://w3w.co/clearing.chainsaw.petrified
  • এই ছবিটি হলো একটি পরিত্যাক্ত কাঠের। রাস্তার পাশে অনেকদিন ধরে একটি কাঠের যুক্ত এইভাবে পরে রয়েছে। আমি দেখার পর ছবিটি তুলেছি।

Photo No. 08

8.jpg

  • Location: https://w3w.co/baked.latitudes.modest
  • এই ছবিটি একটি তাল গাছের। গাছের গোড়ায় তাল গাছের পাতার গোড়ার অংশ পরে রয়েছে। আমাদের বাড়ির একটু দূরে পুকুর পারে এই তাল গাছ রয়েছে।

Photo No. 09

9.jpg

  • Location: https://w3w.co/cringe.count.rezoning
  • এই ছবিটি হলো রডের শেষের অংশ। আমার কাকার বাড়ির ছাদের উপরে পিলারের শেষের অংশে এইভাবেই রড বের হয়ে রয়েছে। কিছুটা মরিচা পড়তেছে। এইভাবে রড বের করে রাখা ঠিক নয়।

Photo No. 10

10.jpg

  • Location: https://w3w.co/punters.acrobats.inclined
  • এই ছবিটি হল ছোট লাউ এর। কয়েকদিন আগেই ফুল থেকে এই লাউ হয়েছে। আমাদের বাড়ির পাশে লাকড়ির ঘরের চালের উপরে এই লাউ গাছ রয়েছে।


The End

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!