Imaginary Writing Contest: What If I Become President? By @nishatoishi

in hive-138339 •  4 years ago  (edited)

আসসালামুআলাইকুম

আমি @nishatoishi বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।আজকে আমি "আমি যদি রাষ্ট্রপতি হতাম" কনটেস্ট-এ অংশগ্রহণ করতে যাচ্ছি।


president.jpg
source

চারিদিকে নানাবিধি সমস্যায় আক্রান্ত আমাদের দেশ "বাংলাদেশ"। কোন সমস্যার সমাধান খুঁজে পাই না। একের পর এক সমস্যা লেগেই থাকে। এ অন্তহীন সমস্যার সমাধান হবে না কোনদিন?

আমি যদি রাষ্ট্রপতি হতাম,,


প্রথমত,

শিক্ষাখাতে উন্নয়নে গুরুত্ব দিতাম। আমাদের দেশে শিক্ষাখাতের বেহাল দশায় কোটি কোটি মানুষ আজো বেকারত্ব জীবন পার করে। বিশেষ করে লেখাপড়ার মান কমতে শুরু করেছে ২০০০ সাল থেকে করোনা মহামারীতে। তবে এ মহামারী যুগ যুগ থাকবে না, তবে ভবিষ্যতে ব্যাপক মহামারীর সমূখীন হতে হবে। তাতে দেশের শিক্ষাব্যবস্থা দিন দিন মূলহীন হয়ে যাবে। এক্ষেত্রে যেকোন মহামারীতে শিক্ষাব্যবস্থা গুরুত্ব দিবো সবার আগে এবং যেকোন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করবো। এছাড়া জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে টেকনিক্যাল শিক্ষা ব্যবস্থা বেশি গুরুত্ব দিবো। কারণ আমাদের সমাজে মুখস্থ বিদ্যা প্রচলন বেশি। তা দূর করে হাতে কলমে কারিগরি শিক্ষা দিবো। অপরদিকে প্রাইমারী স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রতিটা শিক্ষককে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবো। উন্নত শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন ঘটানো অসম্ভব।

দ্বিতীয়ত,

চিকিৎসাখাত ধরবো। এইখাতের অবস্থা হয়ে গেছে কংকালসার । দেশের মানুষ খাদ্য, শিক্ষা আর সুচিকিৎসা যদি না পাই তাহলে তারা মাথা উঁচু করে দাঁড়াবে কি ভাবে? এমনকি দেশের কোনো মন্ত্রী, এমপি, সচিব কেউ বিদেশে চিকিৎসা নিতে যেতে দেওয়া হবে না। তার জন্য নিজ দেশের চিকিৎসাখাত উন্নত করতে হবে সবাই মিলে।যেন দেশের প্রতিটা মানুষ ভালভাবে সুচিকিৎসা পেতে পারে।এছাড়া ডাক্তারের গাফিলতির জন্য অনেক নিরহ মা, শিশু মারা যাচ্ছে। সেই দিকে খেয়াল রেখে এসব ডাক্তারকে বরখাস্ত করবো। আর বিশেষ করে গ্রামের চিকিৎসা ব্যবস্থা উন্নত করবো।চিকিৎসার অভাবে কেউ যেন মারা না যায় সেদিকে খেয়াল রাখবো।

তৃতীয়ত,

দেশে যে খাতে দূর্নীতি হয়, তাদেরকে শাস্তির আওতায় আনবো। সাধারণত সরকারী চাকরিজিবীরা দূর্নীতিবাজ। তাদের বিরোধে আইনত ব্যবস্থা নিবো। এমন নিয়ম করবো যেন কেউ টাকা ঘুষ খেতে না পারে। এছাড়া চাকরী ইন্টারভিও তে দূর্নীতি করে মেধাহীন ছাত্র-ছাত্রীরা বা বড়লোকের ছেলেরা চাকরি পেয়ে যায়, সেক্ষেএে মেথাহীন, গরীব ছাত্র-ছাত্রীরা বেকার জীবন পার করে। তাদের বিরোধে কটুর পদক্ষেপ নিবো। যাতে তারা কোনদিন দুর্নীতি করতে না পারে।

চতুর্থত,

দরিদ্রদের নিয়ে কাজ করবো।তাদের জন্য স্কুল-কলেজ, বাসস্থান তৈরি করে দিবো এবং সকল ধরনের সুযোগ সুবিধা দিবো।এরাই দেশকে এগিয়ে নিবে।বাংলাদেশ বিশ্বে অন্যতম দরিদ্রতম দেশ। এ দেশের মোট জনসংখ্যা প্রায় ১৬ কোটি। প্রায় ছয় কোটি মানুষ বাস করছে দারিদ্র্যসীমার নিচে। আমি বিশ্বাস করি- তরুণেরাই মানবসভ্যতার আদিলগ্ন থেকে নবজীবনের গান শুনিয়ে এসেছেন। যেকোনো ক্রান্তিকালে তরুণেরাই বুক পেতে দিয়েছেন, এনেছেন নতুন দিন। একটি উন্নয়নশীল দেশে উন্নয়নের প্রধান হাতিয়ার এই শক্তিশালী তরুণ সমাজ।

পঞ্চমত,

অপরাধীদের কোন ক্ষমা করবো না, সে হোক কোন কোটিপতির সন্তান। যে অপরাধ করবে এবং অপরাধ করতে সাহায্য করবে সাবাইকে শাস্তি পেতে হবে। যারা ধর্ষন করবে।তাদের কোনো বিচার, আইন দরকার নাই। তাদের ধরে সোজা ক্রস ফায়ার। আর অপরাধীদের বিচারকার্য সুষ্ঠুভাবে সমাধান করবো, সেটা হোক বড় কিনবা ছোট অবরাধ।

রাষ্ট্রপতি কার্য সম্পর্কে সবার নিজস্ব চিন্তাধারা আছে। তেমনি আমার কিছু চিন্তাধারা আছে, যা আজকে তুলে ধরলাম। যদি ভাগ্য সুপ্রসন্ন হয়, তবে আমি পরিস্থিতি অনুসারে নিজের চিন্তাকে বাস্তবায়িত করে দেখাবো।

অবশেষে একটা কথাই বলবো,,

"সপ্ন দেখতে কার না ভালো লাগে!!"


ধন্যবাদ সবাইকে

ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
আল্লাহহাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Please 🙏 subscribe to this Steemit channel, বাংলাদেশের নতুন একটি কমিউনিটি খোলা হয়েছে সবাই সাবক্রাইব করুন।
https://steemit.com/hive-138274/@steemart0/golden-or-or-golden-bangladesh-community-journey-begins-or-or

ভালো লিখছেন আপু😇

ধন্যবাদ আপনাকে🥰

You've written nicely. Thanks for sharing your ideas & participating in the contest.

Steem On.