Contest #2 : Tell us about "A Freedom Fighter of Your Country." || নূর মোহাম্মদ শেখ ||by @nur000||13-06-2021

in hive-138339 •  4 years ago 

Hello

My❤️❤️ dear💗💗 friends

This is @nur000 from🇧🇩 Bangladesh 🇧🇩

  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ
  • বীরশ্রেষ্ঠ_ল্যান্সনায়ক_নূর_মোহাম্মদ_শেখ.jpg
    Source

    বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাহসী সৈনিক বা মুক্তিযোদ্ধা।

    নূর মোহাম্মদ শেখ ফেব্রুয়ারি(২৬, ১৯৩৫) সেপ্টেম্বর (৫, ১৯৭১) অংশগ্রহনকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা । বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসীকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের মধ্যে অন্যতম।

    জন্ম২৬ ফেব্রুয়ারী ১৯৩৬ মহিষখালী
    মৃত্যু৫ সেপ্টেম্বর ১৯৭১,গোয়ালহাটি, যশোর
    জাতীয়তা🇧🇩বাংলাদেশি
    পেশাসৈনিক
    পরিচিতির কারনবীরশ্রেষ্ঠ
    দাম্পত্য সঙ্গীবেগম ফজিলাতুন্নেছা (তোতাল বিবি)

    ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখালি গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা মোঃ আমানত শেখ মাতা জেন্নাতুন্নেসা। অল্প বয়সেই বাবা মা দুজনেই মারা যায়।

    স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা শেষ করে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন।তিনি নাটক থিয়েটর খুব পছন্দ করতেন।১৯৫২ সালে নিজ গ্রামেই সম্পন্ন কৃষক ঘরের মেয়ে তোতাল বিবিকে বিয়ে করেন।তখন তাার বয়স মাএ ১৬ বছর।তিনি ২সন্তানের বাবা ছিলেন।

    Specially thanks,
    @boss75

  • Thank you everyone
  • please support me @boss75

    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!