Steem Bangladesh daily topic sports || cricket sports review || 26/07/2021|| @2% beneficial to @bd-charity

in hive-138339 •  4 years ago 

Hello

My Dear friends ❤️❤️

আসসালামু-আলাইকুম

বন্ধুরা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালোই আছি। @steem-bangladesh আয়োজিত @sports-topic এ অংশগ্রহণ নিতে যাচ্ছি, তো চলুন বন্ধুরা শুরু করা যাক।


আজকে আমি আমার খুবই পছন্দের একজন খেলোয়াড় সম্পর্কে লিখতে যাচ্ছি


  • বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান
  • 1614102776_1606617524_5fc309b4f2a13_mustafizur-rahman-1.jpg
    Source


    মোস্তাফিজুর রহমান একজন আন্তর্জাতিক বাংলাদেশি ক্রিকেটার।ফিজ একজন বোলার হিসাবে গন্য।মোস্তাফিজ একজন বাহাতি বোলার। মোস্তাফিজ অভিষেক ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক উইকেট শিকার করেছেন। বন্ধুরা শুধু তাই না মোস্তাফিজ টেস্ট ম্যাচেও পর পর ম্যান অব দা ম্যাচ হয়েছেন।এবং ফিজ এ একমাত্র খেলোয়াড় যিনি এই রেকর্ড এর মালিক।


    মোস্তাফিজুর রহমান এর কিছু তথ্য

    NameMustafizur Rahman
    BornSeptember- 06-1995,Shatkhira
    Age25 years 324 days
    TeamBangladesh 🇧🇩
    NicknameMustafizur
    Bowl styleLeft-arm-fast-medium
    Bat StyleLeft hand bat

    মোস্তাফিজ জাতিয় দল বাদেও বাহিরের অনেক লীগ খেলেছেন।বিগ ব্যাস, আইপিএল বিপিএল,পিএসএল আরো অনেক লীগ খেলেছেন ফিজ


    Untitled-1-10.gif
    Source

  • মোস্তাফিজ এর বোলিং ক্যারিয়ার
  • TitleTestODIT20IPL
    Match14684331
    Innings23674331
    Balls20133347949709
    Runs110229001270909
    Wickets301276132
    BBI37/443/622/516/5
    BBM66/543/622/516/5
    Eco3.285.28.037.69
    Avg36.7322.8320.8228.41
    5 Wkt0510
    10 wkt0000

    মোস্তাফিজ ২০১৫ সালের আইসিসি ঘোষিত বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন।এতেই থেমে থাকেনি ফিজ।আবারো ২০১৮ সালে বর্ষসেরা দলে জায়গা পায়।
    মোস্তাফিজ প্রথম কোনো বাংলাদেশি হিসেবে গৌরবটি অর্জন করে। এটি আমাদের একটি গৌরবের বিষয়।


    image-157621-1553153543.jpg

    Source

  • মোস্তাফিজ এর ব্যাটিং ক্যারিয়ার
  • TitleTestODIT20IPL
    Match14684331
    Innings2031154
    Runs5979431
    Avg4.547.184.31.0
    S.R‌39.655.6378.1814.29
    HS1618151
    NO72053
    100 S0000
    50 S0000
    4 s3930
    6s4030

    বর্তমান বাংলাদেশ জাতিয় দলের অন্যতম একজন বাহাতি বোলার এই ফিজ।বিশ্বের প্রথম কোনো বোলার তার প্রথম দুই ম্যাচে ১১টি উইকেট নিয়ে ইতিহাস গড়ে আমাদের মোস্তাফিজ।বর্তমান বাংলাদেশ দলে অন্যতম ভূমিকা রাখে।অনেক ম্যাচ বাংলাদেশে দলকে জিতিয়েছেন। এবং নিজেও অনেক কৃতিত্ব অর্জন করেছেন


    mustafizur-rahman.jpg
    Source
    তো বন্ধুরা এই ছিল আমার আজকের অংশগ্রহণ। আশা করি সকলেরই ভালো লাগবে এবং সকলের সমর্থন আশা করছি

  • ধন্যবাদ সবাইকে
  • Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    আমার অনেক পছন্দের একজন ক্রিকেটার হলো মুস্তাফিজুর রহমান। যখন তার বল দেখি তখন খুবই ভালো লাগে। খুবই তথ্যবহুল পোস্ট করেছেন আপনি।

    ধন্যবাদ ভাইয়া। আপনার সুন্দর মতামত দেয়ার জন্য

    মোস্তাফিজ এর বোলিং অনেক ভালো লাগে

    হ্যা ভাই।বর্তমান বাংলাদেশের ইতিহাসে সেরা একজন বোলার মোস্তাফিজ।