আসসালামু আলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন?
আমি আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন।
আজ আমি Steem Bangladesh এর লোগো কনটেস্টে দ্বিতীয় বারের মতো Steem রঙিন লোগোটির কোন পরিবর্তন না করে আঁকার চেষ্টা করছি। যদিও আমি তেমন ভালো আঁকতে পারিনা তবুও আমি বহু বার চেষ্টা করার পরে আমি লোগোটি আঁকতে সফল হয়েছি। আমি আমার সর্বচ্চা চেষ্টা করেছি লোগোটি ঠিক ভাবে আঁকার জন্য। আমার আমার মনের মাধুরির ও তুলির সব রং মিলিয়ে আঁকতে চেষ্টা করেছি।
এই কনটেস্ট আমি অনেকের শিল্পীগুন দেখে সত্তি অবাক হয়েছি।খুব নিক্ষুধ ভাবেই সবার আঁকতে চেষ্টা করেছে। আমি সবার লোগো গুলো দেখেছি বেশ রঙিন দেখতে চমৎকার হয়েছে।
আমাদের জন্য এত সুন্দর একটি প্রতিযোগিতার জন্য অনেক ধন্যবাদ জানাই। এ ধরনের প্রতিযোগিতা আমাদের নতুন কিছু শিক্ষা দান করবে।
আমার আঁকা রঙিন Steemit লোগো
আমি লোগোটি তৈরি করতে পেন্সিল রঙ ব্যবহার করেছি। নীল, লাল ও সবুজ রঙে সাজিয়েছি স্টিম লোগোটি। আমি প্রথমে একটি পেন্সিল দিয়ে হালকা করে লোগোটির স্কেচ তৈরি করেছি। আমি হালকা দাগ দিয়েছি কারন রং করার পরে যেন পেন্সিলের দাগ না দেখা যায়। তারপর আমি ভাগ ভাগ করে লাল,নীল ও সবুজ রঙ দিয়েছি। সবার শেষে আমি মাঝখনে নাম লিখেছি।
আমি তেমন ভালো চিত্র আঁকতে পারিনা তাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে।