Movie review:- হুমায়ুন আহমেদ-দেবী(২০১৮)by@nusuranur || steem-bangladesh ||

in hive-138339 •  4 years ago 

হেলোও!হেলোও!হেলোও!আসসালামু আলাইকুম সকল সম্মানিত মডারেটর এবং সদস্যগণকে।সবাই আছেন কেমন?ভালো আছেন তো?


★অবশ্য বর্তমান পরিস্থিতিতে ভালো থাকাটা কতোটা কঠিন তা কারোর ই অজানা নয়।আজকাল আমরা অনেকেই ঘরবন্দী। তাহলে এই ঘরবন্দী সময় কে যেনো আপনারা সবাই একটু ভালোভাবে উপভোগ করতে পারেন।তাই আজ আমি নিয়ে এসেছি একটি থ্রিলিং ফিল্ম রিভিউ।


আজকে আমি ফিল্ম বা চলচ্চিত্র রিভিউটি করবো স্টিম-বাংলাদেশ কমিউনিটির জন্য।



source

চলচ্চিত্রটির নামঃদেবী(২০১৮)

কিছু আলাপচারিতাঃ


★এতো এতো নাটক,মুভি,ফিল্মের ভিড়ে এই ফিল্মটি/চলচ্চিত্রটি বেছে নেওয়ার একমাত্র কারণ হলো আমার প্রিয় কবি,সাহিত্যিক,নাট্যকার,লেখক সব ই হলেন হুমায়ুন আহমেদ।আর দেবী ফিল্মটি বানানো হয়েছে স্যার হুমায়ুন আহমেদের বই "দেবী" থেকে।


চলচ্চিত্রটি প্রকাশনার ইতিহাসকর্মঃ


★যুক্তরাষ্ট্রের সুন্দর একটি শহরে ঘুরছিলেন হুমায়ুন আহমেদ স্যার এর প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদ, ঘুরছিলেন বলতে ভ্রমণ করছিলেন ওই থেকেই হুমায়ুন আহমেদ ধারণা পান দেবী চরিত্রের।তবে লেখক ধারণার অনেকদিন পরেই লেখা শুরু করেন।


দেবীঃ

source


★দেবী ফিল্মটি হলো মিসির আলীর প্রথমবার টেলিভিশনে দর্শন।এটি একটি অতিপ্রাকৃত ভৌতিক চলচিত্র।লিখেছেন 'হুমায়ুন আহমেদ' এবং প্রধান চরিত্রে কাজ করেছেন জয়া আহসান,চঞ্চল চৌধুরী,সাবনাম ফারিয়া সহো আরো অনেকেই।


অভিনেতাদের পরিচয়-অভিনেতাদের চরিত্রঃ

source


১/জয়া আহসান - রানু
২/চঞ্চল চৌধুরী - মিশির আলী
৩/অনিমেষ এইচ - আনিস
৪/ইরেশ জাকের - আহমেদ সাবেত
৫/সাবনাম ফারিয়া - নিলু
৬/লাবণ্য চৌধুরী - যুবতী রানু


রেটিংঃ


             ImDb রেটিংঃ ৭.৯
        পার্সোনাল রেটিংঃ ৮.৫

দর্শকদের গ্রহণযোগ্যতাঃ


★প্রত্যেকটি দর্শকই এই চলচ্চিত্রের মধ্যে পজিটিভ দিক খুজে পেয়েছেন এবং স্যার হুমায়ুন আহমেদ উপন্যাসটি তৈরি করেছেন একেবারেই চিরাচরিত কাহিনীর বাইরে গিয়ে।


চলচ্চিত্রের গুরুত্বসম্পন্ন ইনফরমেশনঃ

source


১/চলচ্চিত্রটির লেখকঃ স্যার হুমায়ুন আহমেদ

২/চলচ্চিত্রটির তৈরীস্থানঃবাংলাদেশ

৩/চলচ্চিত্রটির ধারাবাহিকঃমিসির আলী

৪/চলচ্চিত্রটির ধরণঃঅতিপ্রাকৃত ও রহস্যময়

৫/চলচ্চিত্রটির ভাষাঃবাংলা ভাষা

৬/চলচ্চিত্রটির পটভূমিঃ ঢাকা,বাংলাদেশ

৭/চলচ্চিত্রটির বিষয়াবলীঃশ্রুতিগত বিভ্রম তৈরি,অতিরিক্ত সংবেদনশীল উপলব্ধি

৮/চলচ্চিত্রটির প্রকাশের সময়কালঃ২০১৮ এর ১৯ অক্টোবর

৯/চলচ্চিত্রটির ডিরেক্টরঃ আনাম বিশ্বাস

১০/চলচ্চিত্রটির প্রোডিউসারঃজয়া আহসান

১১/চলচ্চিত্রটির চিত্যনাট্যকারঃঅনম বিশ্বাস

১২/চলচ্চিত্রটির সংগীতকারঃপ্রীতম হাসান ও অনুপম রয়

১৩/চলচচ্চিত্রটির সিনেম্যাটোগ্রাফীঃকামরুল হাসান খসরু

১৪/চলচ্চিত্রটির সম্পাদকঃসজল আলোক

১৫/চলচ্চিত্রটির প্রোডাকশন কোম্পানিঃসি ফর সিনেমা(বাংলাদেশ সরকার স্পন্সরশীপ সহ)

১৭/চলচ্চিত্রটির ডিস্ট্রিবিউটরঃজাজ মাল্টিমিডিয়া

১৮/চলচ্চিত্রটির সময়কালঃএকশত ছয় মিনিট


চলচ্চিত্রটির কাহিনী সংক্ষেপঃ

            (প্রায় সম্পূর্ণ  স্পয়লার)

source


★রানু প্রায় সময়ই অস্বাভাবিক কিছুর টের পায় তবে তার স্বামী আনিস এসবে এতো বিচলিত হয়না তাকে যুক্তিতর্কের মাধ্যমে শান্ত করে সবসময় কারণ আনিস এর আগেও অনেকবার রানুর এই অবস্থা দেখেছে।তার অবশ্য মাঝেমাঝে মাথায় আসে রানু বোধহয় অসুস্থ।কিন্তু তাতেও মন আবার পিছু টানে।রানুদের বাড়ির মালিকের মেয়ে নীলু কিছু কিছু বিষয় উপলব্ধি করে,এতে সে রানুর প্রতি আগ্রহী হতে থাকে কারণ সে মনোবিজ্ঞানের ছাত্রী।সে এসব ব্যাপার তার শিক্ষক মিসির আলীর সাথে কথা বলে সাথে এসব আনিস ও মিসির আলীকে বলে।মিসির আলী রানুর কাছ থেকে জানতে পারে, রানু যখন ছোটো ছিলো তখন তখন একদিন নদীতে গোসল করার সময় একটি লাশ তার পা জড়িয়ে ধরে তারপর থেকেই রানু এমন।মিসির আলী রানুর কেইস স্টাডি করতে রানুর গ্রামে যায় সেখানে তিনি জানতে পারেন,একজন অসৎউদ্দেশ্যী লোক ফুসলিয়ে রানুকে গ্রামের বিষ্ণু মন্দিরে নিয়ে যায় তারপর লোকটি সেখানে কিছু একটাকে ভয় পেয়ে পালায় এরপর থেকে সেখানের ওই মন্দিরের সাদা মূর্তিটা আর খুজে পাওয়া যায়না।

★এইদিকে নিলুর একটি ছেলের সাথে পরিচয় হয়,ছেলেটির সাথে রেস্টুরেন্ট এ দেখাও করে।তার ব্যবহারে নিলু খুব মুগ্ধ হয়ে যায়। এরপরে ছেলেটি প্রস্তাব দেয় নিজের গাড়ি করে তাকে বাড়ি পৌছে দেওয়ার।এতে নিলু রাজি হয়ে যায় কিন্তু তাকে আসলে ছেলেটি নিয়ে যায় হয়তো তার বাড়িতে।

★হঠাৎ দেখা যায় রানু সব জানতে পেরে গেছে।তারপর রানু অসুস্থ হয়ে পড়ে, প্রচন্ড জ্বরে ভোগে, জ্বরের ঘোরেই কার সাথে যেনো কথা বলে,একটা সময় রানু মারা যায় ঠিক সে সময়ই নিলুর ও খোজ পাওয়া যায়।

★নীলুকে জিজ্ঞাসা করা হলে নিলু বলে, কোনো এক অদৃশ্য শক্তি এসে ওই ছেলেটিকে মেরে ফেলেছে।সে তখন পায়ের নুপুরের শব্দ ও শুনেছে।

★মিসির আলী এর ব্যাখ্যা করেন যে,এসব হয়তো উত্তেজিত মনের কল্পনা।

★এরপর চলচ্চিত্রটির কয়েকদিন পরের কাহিনী দেখানো হয় সেখানে এরপর থেকেই মিসির আলী নিলুর মধ্যে পরিবর্তন খুজে পায়।সেদিনের পর থেকে নিলুর সব কিছু যেনো রানুর মতোই লাগে মিসির আলীর।নিলুর মধ্যেই যেনো অলৌকিক ভাবে রানু ঢুকে গেছে। তিনি খুব আশ্চর্য হন এতে কারণ নিলুর চেহারা, চলাফেরা,ভাগভঙ্গী সব হঠাৎ ই যেনো একদম রানুর মতো হয়ে গেছে।

★এভাবেই কাহিনীর সমাপ্তি হয়।


চলচ্চিত্রটি নিয়ে বিতর্কঃ

source


★"ইএসপিঃএকটি রহস্য গল্প" চলচ্চিত্র নির্মাণ করা হয় ২০১৬ সালে, তবে তা করা হয় হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে,শুধুমাত্র এতে চরিত্র গুলোর নাম ও ধর্ম বাদে বাকিসবই একই ছিলো । কিন্তু কাহিনীকার হিসেবে শিবাশীষ রায়ের নাম উল্লেখ্যিত যা ওই সালের আগস্টেই জি বাংলা সিনেমায় দেখানো হয়।যা দেখে বাংলাদেশী গণমাধ্যমে ঝড় উঠে।স্যার হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন দাবী করেন যে এতে অনুমতি নেওয়া হয়নি এবং কোনো কৃতিত্ব ও দেওয়া হয়নি।এতে করে তিনি ক্ষতিপূরণ চান।তবে চলচ্চিত্রটির পরিচালক শেখর দাস বলেন,এই ব্যাপারটি তার অজানা এবং তিনি বিষটি বিষদভাবে আলোচনায় আনবেন এবং নিশ্চিত হলে ক্ষমা চাইবেন,তিনি এমনটি কথা দেন।


চলচ্চিত্রটির প্রাপ্ত এওয়ার্ডসঃ

source


★বাজাজ এওয়ার্ড(বেস্ট এক্টট্রেস,বেস্ট নিউকামার,বেস্ট ডিরেক্টর,বেস্ট এক্টর), মেরিল প্রথম আলো পুরষ্কার,বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম এওয়ার্ডস সহ আরো অনেক।


চলচ্চিত্রটি নিয়ে নিজস্ব বিবেচনাঃ

source


★যেহেতু এই চলচ্চিত্রটি হুমায়ুন আহমেদ স্যার এর লেখা বই থেকে করা রয়েছে সেহেতু এক কথায় অসাধারণ হয়েছে কিন্তু আমার নিজস্ব মতামত দিলে আমি মনে করি বইয়ের সাথে অনেক কিছুর ও অমিল করা হয়েছে এবং দেবী উপন্যাসটির আরেকটি খন্ড "নিশীথিনি" কে একেবারেই বাদ দেওয়া হয়েছে যার ফলে চলচ্চিত্রটি শেষ হয়েও যেনো শেষ হয়নি।

★আর এই চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন তার বাংলাদেশের অনেক পুরনো এবং অত্যন্ত খ্যাতিসম্পন্ন অভিনেতা-অভিনেত্রী।

★আমরা সবাই জানি চঞ্চল চৌধুরীর অভিনয় সম্পর্কে এবং জয়া আহসান ও অত্যন্ত উঁচু মাপের একজন অভিনেত্রী সাথে সবনম ফারিয়াও খুব ভালো অভিনয়ের মাধ্যমে নিলু চরিত্র করে ফুটিয়ে তুলেছেন।


সমাপ্তি।


সবাই জানাবেন রিভিউটি কেমন হয়েছে এবং দেবী চলচ্চিত্রটির ব্যাপারে আপনাদের মতামত।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Very nice post

Thanks

Very good information for movie. Thanks

Thanks

Most welcome

হুমায়ুন আহমেদ❤️

Hmmm

Khub sundor vabe review korecen....

Thanks

Got to see very nice review. Really well-structured and felt good to read. You can try contacting me if you want your blogs to get featured in shout or roarbangla. Dropping my id : https://m.facebook.com/fardeen.bhy.1