My Village in 10 Pics. 04-02-2021 Goshaidangi Village

in hive-138339 •  4 years ago 

IMG_20210203_103132.jpg

  • ইনি একজন পান বিক্রেতা। ইনি পানের মধ্যে বিভিন্ন রকম মিষ্টি জর্দা দিয়ে পানের স্বাদ আরো বাড়িয়ে তোলে। যারা পান খেতে পছন্দ করে তারা এই দোকানে প্রচুর ভিড় জমায়।আর সেজন্য পানের বিক্রেতা অনেকগুলো মিষ্টি পান সুন্দর করে সাজিয়ে রেখেছে ক্রেতাদের আকর্ষণ পাওয়ার জন্য।
  • What3Words :
    https://w3w.co/loungers.scruffy.clinched

IMG_20210203_103534.jpg

  • ইনি একজন ফেরিওয়ালা।ফেরিওয়ালা তার ভ্যানগাড়ির মধ্যে প্রয়োজনীয় অনেক জিনিস পত্র নিয়ে গ্রামে বের হয়।এই ফেরিওয়ালার কাছ থেকে অনেক ক্রেতারা তাদের প্রয়োজন মতো জিনিস ক্রয় করে ফলে তাদের কষ্ট করে বাজারে যাওয়ার দরকার হয় না।
  • What3Words :
    https://w3w.co/loungers.scruffy.clinched

IMG_20210203_103002.jpg

  • এটি একটি বৃহৎ বট গাছ । এই বটগাছটি পদ্মানদীর তিরে অবস্থিত। এটি অনেক পুরাতন একটি গাছ। এই গাছে প্রচুর বাদুর বাস করে।
  • What3Words :
    https://w3w.co/loungers.scruffy.clinched

IMG_20210203_103511.jpg

  • এটা শিমুল গাছ।এখন শীতকাল সেজন্য গাছের পাতা নাই।পাতাবিহীন শিমুলগাছ দেখতেও অসাধারণ লাগে।গাছে কিছু ফুল আসছে।
  • What3Words :
    https://w3w.co/loungers.scruffy.clinched

IMG_20210203_103456.jpg

  • পদ্মানদীর চরে এমন অনেক ফুলের গাছ আছে।এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই ফুলগুলো কোন প্রকার পরিচর্যা ছারাই বেড়ে উঠেছে।
  • What3Words :
    https://w3w.co/loungers.scruffy.clinched

IMG_20210203_102847.jpg

  • এটি একটি ফাস্টফুডের দোকান।এইসকল খাবার খেতে মানুষ বেশী পছন্দ করে।এই দোকানটি ছোট।দোকানটি ছোট হলেও মুখরোচক খাবার বিক্রি করার জন্য দোকানটিতে প্রচুর ভিড়।
  • What3Words :
    https://w3w.co/loungers.scruffy.clinched

IMG_20210203_102946.jpg

  • এটি একটি ধান ক্ষেত।ধানক্ষেতের পাশে একটি নদী আছে।নদীর পাড়ে কিছু নৌকা আছে।সবুজ ধানক্ষেতের সাথে নদীর তীরে নৌকা এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে।
  • What3Words :
    https://w3w.co/loungers.scruffy.clinched

IMG_20210203_102926.jpg

  • আমাদের জমির আখ থেকে গুড় তৈরি করা হয়েছিলো। সেই আখের গুড় যখন বিক্রি করার জন্য ওজন দেওয়া হচ্ছিলো তখন এই ছবি টি তোলা হয়েছিলো।
  • What3Words :
    https://w3w.co/loungers.scruffy.clinched

IMG_20210203_102807.jpg

  • আমাদের বাড়ির আশেপাশে প্রচুর ফুল গাছ আছে। এই ফুলগুলোর রং বেগুনি। এই ধরনের ফুলের কোন প্রকার পরিচর্যার প্রয়োজন হয়না। এই ফুল গাছটি আমাদের বাড়ির পাশের একটি মাঠ থেকে তুলা হয়েছে।
  • What3Words :
    https://w3w.co/loungers.scruffy.clinched

IMG_20210203_102752.jpg

  • এটি একটি ইলেকট্রনিক বাতি।এই বাতিগুলা বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে।দেখতে খুবই সুন্দর লাগে।ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এই বাতিগুলো অনেক ব্যবহৃত হয়।
  • What3Words :
    https://w3w.co/wondrously.pollinated.sunroof
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.