The diary game . 25-08-2020.My activities.

in hive-138339 •  4 years ago  (edited)

IMG_20200825_200401.jpg

Thumbnail image

আসসালামু আলাইকুম,

স্টিমের সকল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। আমি আজ আমার সারাদিন এর কর্মকাণ্ড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

আমার আজকের ডেইরি গেইম :

সকালবেলা :

সকালবেলা বেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওজু করে ফজরের নামাজ আদায় করলাম। তারপর বিছানায় গিয়ে শুয়ে ফোন হাতে নিলাম।এবং স্টিমিটে গিয়ে গতকালের কমেন্টের রিপ্লাই করলাম।তারপর একটু ফেসবুক চালাচ্ছিলাম। তারপর যখন ৭ টা বেজে গেল তখন ফোন রেখে ডাইনিং রুমে গিয়ে টেবিল পরিষ্কার করলাম। থালা বাসন পরিষ্কার করলাম। এবং মায়ের কাছে শুনলাম কি রান্না করবো।তারপর মা আমাকে ডাল ও শাক ভর্তা করে ভাত ধুয়ে দিতে বললো।

পুঁইশাক :

IMG_20200825_200232.jpg

আমি চাল ধুয়ে দিলাম। এবং ডাল গুলো ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য।তারপর রাইসকুকারে ভাত হওয়ার জন্য সুইস অন করলাম।তারপর ঘর ঝাড়ু দিলাম। ভাত হওয়ার পর শাক ও ডাল ভর্তা করলাম। ডিম ভাজি করলাম। তারপর রুমে এসে বিছানা গোছালাম। তারপর আমার স্বামী কে বললাম ফ্রেশ হয়ে নিতে। সে ফ্রেশ হতে লাগলো। বাবা মা ডাইনিং টেবিলে খাচ্ছিলো তাদের খাওয়া শেষ হলে আমি, আমার স্বামী ও দেবর খেতে গেলাম।

খাওয়ার পর রুমে এসে একটু বিশ্রাম নিলাম। তারপর @jerin Tasnim আসলো আমাদের বাড়িতে। আমি তখন আমার জামা কাটিং করলাম।

তারপর আমার দুপুরের রান্নার সময় হয়ে গেলো আমি রান্না করতে চলে গেলাম।দুপুরে রান্না মেনু ছিলো পেঁপে রান্না,ও মাছ ভুনা। মা আমাকে এসব রান্নায় সাহায্য করলো।তারপর মা রুটি তৈরি করলো।

দুপুরবেলা :

আমি রুমে বিশ্রাম নিচ্ছিলাম।জোহরের আজান দিলো। তারপর গোসল করলাম। গোসল শেষ করে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম। আমার স্বামীর সাথে গল্প করছিলাম। তারপর আমরা খেতে গেলাম। খাওয়া শেষ করে শুয়ে ছিলাম। খুব ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুম দিলাম না।আব্বু ফোন দিলো, কিছুক্ষন কথা বললাম। তারপর আম্মুর সাথে কথা বললাম।

বিকালবেলা :

আছরের আজান দিলো। ওজু করে নামাজ আদায় করলাম। তারপর বাইরের রোদে কাপড় শুকাতে দেয়া ছিল সেগুলো রুমে আনলাম এবং গোছালাম। তারপর @Jerin tasnim দের বাড়িতে গেলাম।
তারপর আমারা আমাদের বাড়ির পাশে মাঠের দিকে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে।
সেখান থেকে আমি কিছু ছবি উঠালাম।

চারা সুপারিগাছ

IMG_20200825_200324.jpg

পাতার উপর মাছি

IMG_20200825_200256.jpg

পশ্চিম আকাশের সূর্য

IMG_20200825_200101.jpg

তারপর রুমে এসে আমরা সবাই গল্প করছিলাম। হঠাৎ করে আকাশ খুব মেঘলা হয়ে গেলো। চারদিক অন্ধকার হয়ে গেলো।

সন্ধ্যাবেলা:

মাগরিবের আজান দিলো। নামাজ পড়লাম। বাইরে খুব জোরে বৃষ্টি নামলো। আমি রুমে শুয়ে ছিলাম। বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে কোরআন apps ব্যাবহার করে কিছুক্ষণ কোরআন তেলওয়াত করলাম।

মনটা একটু খারাপ লাগছিল। তখন আবার আম্মু ফোন দিলো। আম্মুর সাথে কথা শেষ করে খালাদের সাথে কথা বললাম।
তারপর দেখি মা বারান্দায় হাঁটছে আমিও কিছুক্ষণ হাঁটলাম।

তারপর সেমাই রান্না করলাম। সেমাই খেতে আমার তেমন ভালো লাগে না। আমার দেবর খেতে চেয়েছে তাই রান্না করলাম।

সেমাই রান্না:

IMG_20200825_200022.jpg

রান্না শেষ করে দেবরকে খেতে দিলাম। তারপর নিজের রুমে এসে ফোনে ছবি দেখছিলাম। তখন এশার আজান দিলো। অজু করে নামাজ আদায় করলাম। রাতে খাবার খেতে ইচ্ছে করছিল না।তাই না খেয়েই শুয়ে পড়ছিলাম। আর আজ সারাদিন আমার খুব ঘুম পাচ্ছিলো তাই আমি আজ সকাল সকাল ঘুম দিবো।তাই আমি আমার আজকের ডেইরি গেইম এখানেই শেষ করছি।

খোদা হাফেজ।

STAY SAFE -STAY HOME


From #bangladesh

Good Bye Everyone.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর।

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team


It is amazing how similar, or even identical, the layout, format, style, wording is in your posts to those of your husband @rex-sumon...

Hello @steemcurator01
I'm really happy to see your comment.
Actually i learned the rules of posting from my husband.
And I follow his posts. That's why my post is like that.
Thanks for nice comment ☺️