THE DIARY GAME : 05/09/2020 ---Remember my collage life

in hive-138339 •  5 years ago  (edited)

সকল স্টীম মেম্বারগন ,আশা করি সবাই ভালো আছেন । এটা আমার স্টীম ডাইরি গেইম এ ৩য় পোস্ট । এই পোস্ট এ আজ আমি আপনাদের সাথে আমার কলেজ লাইফ সম্পর্কে আলোচনা করবো।

আমি ২০১৫ তে এস এস সি দেই এবং কুষ্টিয়া পলিটেকনিক এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়।

১৭-০৯-২০১৫ এই দিন টা আমি কোনো দিনই ভুলতে পারবো না।কেনোনা এই দিনটিই ছিল আমার কলেজ লাইফের ১ম দিন। এই দিনে আমি খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নি।তারপর অল্প কিছু খেয়ে ৮ টার মধ্যে ই কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজের সময় দেওয়া ছিল ১০ টা । যদিও আমার বাসা থেকে কলেজে যেতে ২০ মিনিট সময় লাগে তারপর ও কলেজের ১ম দিন।

সবার আগে গিয়ে সামনের একটা চেয়ার নিয়ে চুপচাপ বসে আছি। যেহেতু আমি অনেক আগেই গেছি তাই অনেক সময় একা একা বসে থাকা লেগেছে। তারপর একে একে সবাই আসা শুরু করলো। আমি একে একে সবার সাথে পরিচিত হতে শুরু করলাম। ঠিক ১০ টাই আমার প্রিয় শিক্ষকগন আসলেন ।

১ম এ আমাদের সবাই কে ১টা করে রজনিগন্ধা ফুলের স্টিক + ১ট করে কলম দিল এবং আমাদের পরিচয় পর্ব শুরু হল। এরপর একে একে সবার নাম ,বাসা ,কোন বিদ্যালয় থেকে আসেছে তা জানলো।শিক্ষকগন তাদের পরিচয় দিলেন এবং প্রয়োজনীয় সকল কথা বার্তা সেরে ১ম দিনের মত চলে গেলেন।

এরপর আমার সকল বড় ভাই এসে আমাদের বরন করে নিলেন। এভাবে কেটে গেল আমার কলেজ লাইফের ১ম দিন।

এরপর শুরু হল আমাদের রেগুলার ক্লাস ।সবার সাথে আড্ডা,খেলাধুলা ,মজা মাস্তি,এক্সাম।কলেজ লাইফে এসেই বুঝতে পারলাম বন্ধুত্বের আসল মানে। আমার কলেজের ১ম বন্ধু হল রাকিব। আস্তে আস্তে আরো বন্ধু হল। কিছু দিনের মধ্যে ই বন্ধুত্ব হল সুমনের সাথে ।এক সাথে অনেক মজা করতাম আমরা সবাই। এভাবে কেটে গেল ৩ টা বছর ।

  • ক্লাসের একাংশ প্রিয় স্যার-রজব আলী।

SAM_9392.JPG

  • সবার প্রিয় বিশ্বজিৎ স্যার সাথে প্রিয় বন্ধু ইমন ও অরেঞ্জ ।

SAM_9410.JPG

  • প্রিয় সাইদুর রহমান স্যার ও @rex-sumon

SAM_9426.JPG

  • ক্লাসের শেষ দিন ।

SAM_9390.JPG

  • সুপারস্টার @rex-sumon যখন ক্যামেরায় পোজ দেয়-প্রিয় বন্ধু ,প্রিয় মুখ ।

SAM_9458.JPG

  • প্রিয় বান্ধবী ( ভাই-বোন) খুবই জালায়ছি তোরে।

SAM_9442.JPG

০১-০১২০১৮ তে আমি কলেজ হোস্টেলেতে উঠলাম। হোস্টেলের আমার রুম মেট ছিল আশরাফুল ভাই এবং আলামিন।কিছুদিন পর আমি চলে আসি পাশের রুম এ। সেখানে আমার নতুন রুম মেট পেলাম আলমগীর। সে ছিল খুব ই হেল্পফুল এবং সকল কাজে পারদর্শী ।তার সাথেই একই রুম এ ১ বছর কাটাই। এখনে আমার অনেক অনেক স্মৃতি জরিয়ে আসে। এখানে কাটানো এক এক টা দিন যেন ইতিহাস ।এমন কোনো কাজ নাই যেগুলা করি নাই আমরা। কলেজের বাগান থেকে নাড়িকেল পাড়া ,পুকুরে মাছ ধরা,আম চুরি করা আরও অনেক অনেক কাজ। আর মারা মারি করা যেন প্রতিদিনের কাজ ।এরই মাঝে অনেক বন্ধু ,ছোট ভাই পেয়েছি যাদের ভুলবার নয়।বন্ধু হিসাবে পেয়েছি ফাহাদ,তিতাস,লালন ভাই,সিপন,আতিক। ছোট ভাই দের মধ্যে রয়েছে শুভ,আকিব,রহিম,সবুজ, আরো অনেকে.....

  • আমার ক্রিকেট টিম ( হোস্টেলে)

SAM_9607.JPG

  • বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠান -২০১৮. (লালন শাহ ছাত্রাবাস)

SAM_9485.JPG

কলেজের শেষ বছরটা যেন তুলে রাখার মত।কি পাইনি এই বছরে।পেয়েছি সালাউদ্দিন,ইমন,আবির আর সুমন তো আছেই ।এরা যেন বন্ধু না এক একটা ভাই,কলিজার টুকরা ।আর কিছু বান্ধবি ছিল তারা আমাদের ভাই বলে ডাক তো।

কলেজের শেষ বছর টা ছিল আনন্দময়। মাঠের মধ্যে বসে রাত্র ১০ টা পর্যন্ত আড্ডা দেওয়া। সারা রাত জেগে তাস খেলা ।এই সোনালি দিন গুলো ভুল বার নয়।

এরই মাঝে সবাই ট্রেনিং জন্য চলে গেলাম গাজিপুর। অন্যরা অন্য জাইগায়। ৩ মাস বাদে আবারও এক জাইগায় হলাম।

এখুন যে যার মত ,কেউ জব,কেউ পড়ালেখা। বাট এরা সবাই যেন কত কাছের ।বুকের এক একটা পার্ট যেন এরা।

এখুন মনে হয় সেই দিন গুল যদি ফিরে পেতাম। এরা কত দূরে বাট কত কাছের সেটাই শুধু মনে পরে। তোরা যেখানে ছিলি সেখানেই থাকবি সবসময়। ভুলবার নই তোদের ,ভুলবার নয় সেই দিন গুলো।

Love U steemit and @rex-sumon.

GifCapture-200904091235.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Those days were really awesome when I was reminded of the old days I miss my friends and some teachers I will never forget them.
#onepercent #bangladesh