🏏steem Bangladesh contest:-sport // 30% beneficiaries goes to @hive-138339 #club5050

in hive-138339 •  3 years ago 

হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
আমি @parvag09 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।Steem Bangladesh Contest : health, fitness, sport, leisure, food, gardening, travel প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি আজকে আমি খেলাধুলা বিষয়ক একটি পোষ্ট আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক।

যে খেলাটির উপর আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সেখানে খেলাটির নাম হলঃ-------------

🏏🏏ক্রিকেট🏏🏏

ক্রিকেট খেলার জন্ম?

image.png
Source
দক্ষিণ-পূর্ব ইংল্যাণ্ডে শুরু হলেও অষ্টাদশ শতাব্দীতে এটি ইংল্যাণ্ডের জাতীয় খেলায় পরিণত হয় এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ১৮৪৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হলেও ইতিহাস স্বীকৃত টেস্ট খেলা ম্যাচ খেলা শুরু হয় ১৮৭৭ সালে।বাংলাদেশ ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তারা টাইগারস্ নামেও পরিচিত।

খেলার মাঠের আকৃতি

image.png
source

ক্রিকেট খেলার মাঠ মূলত ডিম্বাকৃতির হয়ে তাকে। এর ব্যাস ৪৫০ ফুট থেকে ৫০০ ফুট (১৩৭ মিটার - ২০০ মিটার)। মাঠের মধ্যভাগে পিচের আকৃতি হবে চারকোনা, যার দৈর্ঘ্য ২২ গজ (২০ মি) ও প্রস্থ ১০ ফু (৩.০ মি)। এটিই আন্তর্জাতিক নিয়ম। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মাঠের কোন আকার আকৃতি কিছু লাগে না আমরা যেখানে সেখানে ইচ্ছামত খেলতে পারি।

খেলা দেখতে হলে ,তা কিছু নিয়মকানুন জানা একান্ত প্রয়োজন।নাহলে বেশ কিছু ক্ষেত্রে বিষয় গুলো দুর্বোধ্য হয়ে ওঠে।আজকের প্রতিবেদনে এমনই আট নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো।

১. মানকাডি‌ং রুল

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার ভিনু মানকড়ের নাম অনুসারে রাখা এই নিয়ম সবচেয়ে বিতর্কিত একটি নিয়ম।এই নিয়ম অনুযায়ী নন – স্ট্রাইকার ব‍্যাটসম‍্যান ক্রিজ ছাড়লে সেই সময় বোলার ডেলিভারি না করতে এসে স্ট‍্যাম্প উড়িয়ে দিলে তাকে আউট করে দিতে পারে।বিষয়টি “স্পোর্টসম‍্যান স্পিরিট ” এর বাইরে হলেও এখনও জারি রয়েছে এই নিয়ম।

২. থ্রি – মিনিট রুল

উইকেট পড়লে পরবর্তী ব‍্যাটসম‍্যান’কে তিন মিনিটের মধ্যে মাঠে উপস্থিত হবে।এই নিয়ম ক্রিকেট জগতে পরিচিত ” থ্রি – মিনিট রুল ” নামে।যদি এই তিন মিনিট সময়ের মধ্যে ব‍্যাটসম‍্যান মাঠে না উপস্থিত হতে পারে তবে তাকে আউট ঘোষণা করতে পারেন আম্পায়ার।

৩. দ‍্য ক‍্যাপ রুল

এই নিয়মটি ক্রিকেটারদের টুপি নিয়ে।কোনও ক‍্যাচ নিতে গিয়ে বল হাতে আসার আগে যদি সংশ্লিষ্ট ক্রিকেটারের পরিহিত টুপিতে স্পর্শ করে।তাই সেই ব‍্যাটসম‍্যান’কে আউট বলে গন‍্য করা হবে না।

৪. হ‍্যান্ডেলিং দ‍্য বল

ক্রিকেটের এতো বছরের ইতিহাসে বল ব‍্যাটসম‍্যানের ব‍্যাটের ধার ঘেঁষে বেড়িয়ে যায়।এইরকম পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব‍্যাটসম‍্যান কোনও রকম ভাবে সেই বলকে হাত দিয়ে আটকে রাখতে পারবেনা।তবে ব‍্যাট অথবা পা দিয়ে আটকানোর চেষ্টা করতেই পারেন ।

৫. অবজেক্ট হিটিং রুল

image.png
Source
ম‍্যাচ চলাকালীন ম‍্যাচ কভাররত স্প‍্যাইডার ক‍্যামে যদি দুর্ঘটনা বশত বল গিয়ে লাগে, তবে সেই বল কে অবিলম্বে ডেড বল হিসেবে ঘোষণা করা হবে।ফের আরেকবার ডেলিভারি করতে হবে সংশ্লিষ্ট বোলারকে।

৬. দ‍্য নেসেসারি এ্যপিল রুল

ম‍্যাচ পরিচালনারত অন গ্রাউন্ড আম্পায়ারেরা কেউই কোনও সিদ্ধান্ত দিতে পারবেনা যতক্ষন না বোলিং সাইডের তরফে আবেদন করা হচ্ছে।আবেদন না করা অবধি আঙুল তুলতে পারবে না আম্পায়ার।

৭. কল ব‍্যাক

ব‍্যাটসম‍্যান আউট হয়ে গেলেও বিপক্ষ অধিনায়কের অনুরোধে তাকে পুনরায় মাঠে ফিরিয়ে আনা যেতেই পারে।ক্রিকেট মাঠে এই পরিস্থিতি গুলো তখন সৃষ্টি হয় যখন কোনো ব‍্যাটসম‍্যান অনায‍্য ভাবে আউট হয়।

৮. পেনাল্টি রুল

এই নিয়মের দ্বারা সবচেয়ে বেশী উপকৃত হয় ব‍্যাটিং সাইড। এর মাধ্যমে পাওয়া যায় পাঁচ পয়েন্ট।মাঠে রাখা উইকেট কিপারের হেলমেটে যদি বল গিয়ে স্পর্শ করে তাহলে ব‍্যাটিং সাইড’কে অবিলম্বে পাঁচ রান দেওয়া হবে।

আমার প্রিয় খেলা

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81UFYNT11smgGqd9dmhkpAH2JTiET5vZNgRWPxNQgvZbsv3QmRTgdhyuFvdzg1gFoih9WeJp2rCJm7C8AFryZrNHLxW5C2 (1).jpeg

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9Whp3ZMtt1kYzeVHnvwBscmZgd5vURs9GsPb18U3gfMgqSN2byoGbeWtgZL8GyCKNiiJ7dFBHWA1t6WkSRDAx5ULjAE (1).jpeg
Source

একসময় ক্রিকেট খেলা আমার খুবই প্রিয় ছিল। ক্রিকেট খেলা অনেক সামগ্রী আমার বাড়িতে ছিলো। যখন আমি খেলাকে অনেক ভালবাসতাম। পারিবারিক আর্থিক সমস্যার কারণে বা পরিবারে কারণে এই প্রিয় খেলা থেকে পিছুটান নেওয়া হয়েছে। আমি এই ক্রিকেট খেলা কে এখনো অনেক ভালবাসি। এখনো আমাদের এলাকায় বাড়ির সামনে কিংবা রাস্তায় এ খেলা প্রায় সময় খেলে থেকে। এখন আমাদের গ্রাম অঞ্চলে এই খেলা এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। সবাই এখন ফ্রী ফায়ার পাবজি ইত্যাদি অনলাইনের গেমসের আসক্ত হয়ে পড়েছে।

এই ছিল আমার আজকের খেলাধুলা বিষয়ক পোস্ট। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ভিন্ন দেশের দুজন বন্ধুকে@hidayat96 এবং @yeri52 আশা করি আপনারা দুজনেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ধন্যবাদ।

🙏সবাইকে ধন্যবাদ🙏

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

আমাদের দেশে ক্রিকেট খেলার জনপ্রিয়তা আকাশচুম্বী।আর ক্রিকেট খেলতে আমিও অনেক ভালোবাসি। ক্রিকেট সম্পর্কে অনেক তথ্য আপনি শেয়ার করেছেন। ধন্যবাদ

আপনাকেও অনেক ধন্যবাদ বড় ভাই

Nice