আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি।@steem-bangladesh কর্তৃক আয়োজিত mytowin10pics প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। তো আজকে আমি আমার কুমিল্লা শহরের দশটি সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাকঃ---------------------
🕍🕍ফটোগ্রাফিঃ-০১🕍🕍 |
---|
Device | realme c15 |
---|---|
click by | @parvag09 |
এই মসজিদটি কান্দিরপাড় সংলগ্ন জামে মসজিদ। এই মসজিদ এর কাছে তিনটি রাস্তা রয়েছে। প্রথম রাস্তাটি রাজগঞ্জের দ্বিতীয় রাস্তাটি কুমিল্লা বিশ্বরোড এবং তৃতীয় রাস্তাটি পুলিশ লাইনে। আমি এই মসজিদটির ছবি নতুন তৈরিকৃত বিল্ডিংয়ের সাততালা থেকে তুলেছি। এই মসজিদটির নিচে রয়েছে দোকানপাট এবং অজুখানা আর উপরের চার তালা পর্যন্ত মসজিদ। আমাকে সেই জায়গার একটি নিয়ম অনেক ভালো লেগেছে। সেই জামে মসজিদের নিচের দোকানপাট গুলোতে যতগুলো লোক কাজে নিয়োজিত রয়েছে আযানের সময় সবাই দোকানপাট থেকে বেরিয়ে মসজিদের উপরে উঠে যায়। আযানের সময় সেই দোকানপাট গুলো সব ফাকা অথচ দোকানপাট সবগুলো খোলা রয়েছে নেই কোন পাহারাদার নেই কোন সিকিউরিটি। হ্যাঁ শুধু কিছু-কিছু দোকানে সিসি ক্যামেরা রয়েছে।
🛣️🛣️ ফটোগ্রাফিঃ-০২🛣️🛣️ |
---|
আপনারা ফটোগ্রাফি দেখতে পারছেন তিনটি রাস্তা এবং মাঝখানে সুন্দর একটি বেদি। এইটাই হল কুমিল্লার মধ্যবর্তী স্থান অর্থাৎ কান্দিরপাড়। আমি বর্তমানে কান্দিরপাড়ের ঝাউতলার কাছাকাছি রয়েছি।
🕍🕍 ফটোগ্রাফিঃ--০৩🕍🕍 |
---|
আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটি মিনার। এই মিনারটি সাধারণত একটি মসজিদের। এই মসজিদটি সাধারণত ঝাউতলায় অবস্থিত। এই মসজিদটি নাম হল ঝাউ তলা কেন্দ্রীয় জামে মসজিদ-কুমিল্লা ৩৫০০। এই মসজিদটি স্থাপিত করা হয় ১৯৯৮ সালে। এই মসজিদটি সাধারণত চারতলা বিশিষ্ট।
🏙️🏙️ ফটোগ্রাফিঃ-০৪🏙️🏙️ |
---|
উপরোক্ত ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি নগর ভবন, যার ইংরেজি হল সিটি কর্পোরেশন।চিকিৎসা, সাহায্য ও স্বাস্থ্যশিক্ষা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন ও পরিচালনা, ভ্রাম্যমাণ চিকিৎসা সাহায্য ইউনিট স্থাপন ও পরিচালনা, চিকিৎসা বিদ্যার উন্নয়ন, স্কুল ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করাও সিটি কর্পোরেশনের কাজের আওতাধীন। বিভিন্ন জায়গায় পানির ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে জনসাধারণের বিল্ডিং এর কাছে ময়লার স্তুপ এবং ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কর্তব্য সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন এর মাধ্যমে শহর পরিষ্কার এবং ভেজাল মুক্ত এবং বিভিন্ন অবৈধ কাজ থেকে বিরত রাখে।
🏙️🏙️ ফটোগ্রাফিঃ-০৫🏙️🏙️ |
---|
একটি জেলার সকল উন্নয়ন কাজের পর্যালোচনা করে। এই জেলা জেলা পরিষদ টি কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এর উত্তর পাশে অবস্থিত।
🛕🛕ফটোগ্রাফি-০৬🛕🛕 |
---|
ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি এটি চার্চ। এই চার্চটি ধর্মসাগরের কাছে অবস্থিত। এই চার্চটির নাম রিভাইভ্যাল ব্যাপ্টিস্ঠ চার্চ।
👮♂️👮♂️ ফটোগ্রাফিঃ-০৭👮♂️👮♂️ |
---|
ফটোগ্রাফিতে দেখতে পারছে না পুলিশ লাইনস। এই পুলিশ লাইন স্টিক অনেক জায়গা জুড়ে রয়েছে। আমি যখন পুলিশ লাইন্সের প্রবেশ গেটে ফটোগ্রাফি করি। তারপর একটু ভালোভাবে লক্ষ্য করে দেখি সেই গেটের একজন মহিলা পুলিশ রয়েছে। আমি অতটা খেয়াল করিনি তারপর যখন চোখে পড়ল তখন আমি দেখতে পেলাম সেই মহিলা পুলিশকে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি আস্তে আস্তে পিছুপা হয়ে সেখান থেকে দ্রুত সম্ভব চলে গেলাম বলা যায় না কখন কি হয়।
👨🍳👨🍳ফটোগ্রাফিঃ-০৮👨🍳👨🍳 |
---|
জেলা সমাজসেবক কার্যালয়, কুমিল্লা। জেলা সমাজ সেবক এর কাজ হল অবহেলিত মানুষ অতিষ্ঠ শিশু প্রতিবন্ধী এতিম এবং দরিদ্র মানুষের সেবার কাজে নিয়োজিত থাকে। এ সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অনেক বাড়ি হারা মানুষ বাড়িঘর পেয়ে থাকে, এতিম বাচ্চারা একটি আশ্রয় স্থল পেয়ে থাকে।
⛩️⛩️ ফটোগ্রাফিঃ-০৯⛩️⛩️ |
---|
কুমিল্লা শহরে অবস্থিত কেন্দ্রীয় কারাগার। এই কারাগারের সাধারণত সাজাপ্রাপ্ত আসামিরা থাকে। কেন্দ্রীয় কারাগারের চারপাশে রক্ষী দ্বারা সংরক্ষিত করা হয়েছে।
* 🤼♀️🤼♀️ফটোগ্রাফিঃ-১০🤼♀️🤼♀️* |
---|
উপরোক্ত ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন একটি ভিআইপি রেস্ট হাউস ও মিলনায়তন - জেলা পরিষদ কুমিল্লা।
তো বন্ধুরা এই ছিল আমার শহরে দশটি সেরা ছবি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলের ভাল থাকবেন, খোদা হাফেজ।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অন্য কমিউনিটির দুজন বন্ধু @shahin05 এবং@kabir আশা করি আপনারা দুজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ধন্যবাদ।
🙏সবাইকে ধন্যবাদ🙏 |
---|
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করলে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে বর্ননা সহ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুমিল্লা শহরের অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nice
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit