আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। Steem Bangladesh Contest : Mytownin10pics এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি এখন বর্তমান কুমিল্লা শহরে কনস্ট্রাকশনের কাজে এসেছি, কুমিল্লা শহরের দশটি সুন্দর জায়গা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাকঃ--------------------------------
📸📸ফটোগ্রাফিঃ-০১📸📸
Device | realme c15 |
---|---|
Click by | @parveg09 |
কুমিল্লা শহরের ঝাউতলায় একজন মুক্তিযোদ্ধা ছিল। সেই মুক্তিযোদ্ধা টার নাম ছিল হাজী আজম বাহার উদ্দিন বাহার। দীর্ঘ নয় মাস যুদ্ধ করার সময় শত্রুপক্ষের গুলির আঘাতে তাহার একটি পা বিকল হয়ে গিয়েছে। আনুমানিক ২০০২ সালের দিকে তিনি মারা যায়। তারপর কুমিল্লার ৬ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম ছাক্কু সিটি মেয়র, সেই মহান ব্যক্তির স্মরণে একটি ভাস্কর্য তৈরি করেন। এ ভাস্কর্যটির নাম দেওয়া হয়েছে যুদ্ধাহত বীর। স্থান কুমিল্লা ঝাউতলাপুলিশ লাইন।
📸📸ফটোগ্রাফিঃ-০২📸📸
এই ধর্মসাগর নগর উদ্যানে অনেক লোক তাদের ক্লান্তি এবং গ্লানি দূর করতে এখানে আসেন। এখানে বিশাল বড় দীঘির সাইডে বসার জন্য বেদি রয়েছে। কিছুসংখ্যক দোকানপাটও রয়েছে এক কথায় মনমুগ্ধকর দৃশ্য। স্থান কুমিল্লা, ঝাউতলা পুলিশ লাইন।
📸📸ফটোগ্রাফিঃ-০৩📸📸
রাস্তার পাশে বসে ছোট্ট একটি কিশোর ছেলে এই অসাধারণ লাইটিং বেলুনগুলো বিক্রি করছে। আমি ছবি তোলা মাত্রই ছেলেটি মুখে হাত দেয় এবং বলরে ভাই ছবি তুলেন না, যাই হোক তারপর আমি সেই বেলুনটি ফটোগ্রাফি করি। যে স্থানে আমি বেলুন ফটোগ্রাফি করেছি সেই স্থানের নাম হল কান্দিরপাড়।
📸📸ফটোগ্রাফিঃ-০৪📸📸
কুমিল্লার রাজ বাজারের একটি অসাধারণ দৃশ্য, রাজবাজারের পাশে একটি দীঘি রয়েছে। আমি যে ফটোগ্রাফি করেছি সেটি হল কুমিল্লা স্টেডিয়াম এর মাথার উপর চাঁদ এরকম একটি। স্থান কুমিল্লা ঝাউতলা পুলিশ লাইন।
📸📸ফটোগ্রাফিঃ-০৫📸📸
কুমিল্লা শিশু পার্কে বাচ্চাদের জন্য এটি তৈরি করা হয়েছে। এই ঘোড়া চক্রটি নাম কি সেটা আমি জানিনা কিন্তু আমি একদিন ইউটিউবে ভিডিও দেখেছিলাম, আগে যখন ডাকাতরা কোন গাড়ির উপর আক্রমন করত তখন তারা সেই গাড়িটিকে ঘিরে তাদের পাশ দিয়ে এইভাবে ঘোড়াকে দৌড় করাতো। সেই দৃশ্যটি এখন এভাবে প্রকাশ করে বাচ্চাদের আনন্দ দেওয়া হচ্ছে। স্থান কুমিল্লা শিশু পার্ক।
📸📸ফটোগ্রাফিঃ-০৬📸📸
কুমিল্লা শিশু পার্কে ছোট্ট একটি রেলওয়ে স্টেশন। সেখানে শুধু ছোট বাচ্চারা না প্রায় সব ধরনের লোক উঠা যায়। সেখানে ওঠা মাত্র ২০ টাকা। আমি দেখছিলাম কে জানে ছোট বাচ্চাগুলো অনেক ইনজয় করতেছে।
📸📸ফটোগ্রাফিঃ-০৭📸📸
আমি যেখানে আছি সেখান থেকে মাত্র ২০ মিনিট সময় লাগে সেই পার্ক যেতে, সেই পার্কে একটি নৌকা আছে। নৌকাটি সাধারণত দোলনার মত সিস্টেম। পার্কের সবচেয়ে বেশি লোকজন থাকে এই দোলনার কাছে। দোলনায় ওঠা ৩০ টাকা করে টিকিট তবুও দোলনা ভর্তি থাকে সবসময়।
📸📸ফটোগ্রাফিঃ-০ ৮📸📸
এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পারছেন সেটি হল রোলার কোস্টার। রোলার কোস্টার টির একটু গতির জন্য লাইট ছাড়া কিছু দেখা যাচ্ছে না। সেখানে শুধু চিতকার চিৎকার রোলার কোস্টারে মেয়েরা উঠলে একটু চিল্লাচিল্লি করে। স্থান ঝাওতলা পুলিশ লাইন কুমিল্লা।
📸📸ফটোগ্রাফিঃ-০৯📸📸
এটি হলো পুলিশ সুপারের বাসা অনেক সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এই বাড়িটি। এখানে অসংখ্য ফুলের বাগান এবং সুইমিংপুল রয়েছে। পুরো বাড়িটি সিসি ক্যামেরা দিয়ে আবৃত। স্থান ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম রোড।
📸📸ফটোগ্রাফিঃ-১০📸📸
পরিবেশ অধিদপ্তর সিটি কর্পোরেশনের পরিবেশ রক্ষার্থে নিয়োজিত। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই অধিদপ্তর থেকে রাস্তার সাইডে কিংবা বসত বাড়ির কাছে একটি করে ডাসবিন দেওয়া আছে। এখানে যাবতীয় ময়লা ফেলা হয়, সেগুলো সিটি কর্পোরেশনের গাড়ি এসে ময়লা তুলে নিয়ে যায়।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি ভালো থাকবেন ধন্যবাদ।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি@shahin05 এবং @kabir আশা করি আপনারা দুইজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
🙏সবাইকে ধন্যবাদ🙏 |
---|
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের সহর কে তুলে ধরেছেন ভাইয়া নাইস ছবি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেলা হইছে নাকি...???
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না ব্রো এটা পার্ক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল তুলেছেন ভাইয়া 🔥
লেগে থাকো, আরো ভালো ফটোগ্রাফার হতে পারবে.!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর করে ছবির মাধ্যমে কুমিল্লা শহরটিকে তুলে ধরেছেন।ছবির সাথে সুন্দরভাবে বর্ণনাও দিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
✨✨খুব ভালো লাগলো ছবিগুলো, শূভ কামনা রইল তোমার জন্য।✨✨
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit