🏅Steem Bangladesh contest : photography 🏅20% beneficiaries goes to @steemit-bd #club5050

in hive-138339 •  3 years ago 


হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি @parvag09 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। Steem-bangladesh contest :-Photography এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। তাহলে চলুন দেরী না করে আমার ফটোগ্রাফি গুলো নিয়ে আলোচনা করা যাকঃ------------------

📸📸ফটোগ্রাফিঃ-০১📸📸

IMG_20220510_215208.jpg
Source

Devicerealme c15
Click by@parvag09

আপনারা দেখতে পারছেন একটি গিরগিটি। এই গিরগিটি বিভিন্ন আক্রমন কারী প্রানী বা বড় বড় পাখির হাত থেকে বাচার জন্য নিজের রং বদলায়। গিরগিটি একটি শীতল রক্তযুক্ত প্রাণী। এদের অনেক বৈশিষ্ট্য ও ক্ষমতা রয়েছে। এটি সরীসৃপ পরিবারে অন্তর্ভুক্ত একটি প্রাণী। যেমন টিকটিকি, কুমির ইত্যাদি।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

📸📸ফটোগ্রাফিঃ-০২📸📸

IMG_20220510_215113.jpg
Source

মনোলেপ্টা পোকাটি দেখতে অনেক সুন্দর। এই পোকাটি সাধারনত চাষাবাদ কৃত জমিতে দেখা যায়। পোকাটির গায়ের রং সাধারণত সাদা-কালো এবং লাল হওয়ার কারনে দেখতে অনেক সুন্দর লাগে।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

📸📸ফটোগ্রাফিঃ-০৩📸📸

IMG_20220510_230124.jpg
Source

এটি হলো ছোট একটি মাকড়সা। অনেক রকম মাকড়সা হয়, কেউ জাল বোনে, কেউ লাফিয়ে শিকার ধরে। সব মাকড়শার একজোড়া বিষগ্রন্থি আছে। এদের অনেকের কামড় খুব বিষাক্ত। তবে সবাই প্রাণঘাতী নয়। মাকড়সা সাধারনত আর্থোপ্রোডা পর্বের প্রানী। আর্থ্রোপোডা পর্বের এই প্রাণীটিকে অনেকেই ভয় পায়, বিশেষ করে মেয়েরা।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

📸📸ফটোগ্রাফিঃ-০৪📸📸

IMG_20220511_004023.jpg
Source

আরশোলা হলো ব্লাটোডা পর্বের পোকা,
এমন তেলাপোকার প্রজাতি রয়েছে প্রায় ৩০টি। যার মোধ্যে তিন থেকে চারটির মানুষের বসত বাড়ির সম্পর্ক রয়েছে। আর বাকি তেলাপোকা বড় বড় বনেজঙ্গলে পাওয়া যায়।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

📸📸ফটোগ্রাফিঃ-০৫📸📸

IMG_20220511_003947.jpg
Source

চিত্র আমরা সাধারনত একটি বিছা দেখতে পাচ্ছি।বিছের শরীর উপরনিচে চ্যাপ্টা এবং গোল। দ্রতগামী বিছের প্রতিটি দেহভাগে একজোড়া বিষাক্ত পা আছে। বিছা পোকার অনেক ক্ষতিকারক দিক রয়েছে। পাতার খুব ক্ষতি করে, পোকার কীড়া পাতার সবুজ অংশ রাক্ষসের মত চিবিয়ে চিবিয়ে খেতে খেতে শিরা ছাড়া আর কোন সবুজ আংশ রাখে না, এতে গাছের স্বাভাবিক খাদ্য তৈরি ব্যহত হয়, গাছ দুর্বল হয়ে পড়ে। এই বিছার কারণে আমরা তেমন ভালো ফসল উৎপাদন করতে পারিনা।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

📸📸ফটোগ্রাফিঃ-০৬📸📸

IMG_20220511_000412.jpg
Source

এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পারছেন মাছি। মাছির জ্বালায় বিরক্ত হয়নি এমন কোন মানুষ হয়তো পাওয়া যাবেনা। মাছি সাধারনত অনেক ব্যাক্টেরিয়া ছড়ায়। মাছি সাধারনত ময়লা আর্বজনা এবং নোংরা পানিতে জন্মায়।

এইছিলো আমার আজকের ফটোগ্রাফি পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।

steem bangladesh contest : photography এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষ ভাবে অনুরোধ করছি @prince4icon এবং @monirulmonon আশাকরি আপনারা দুইজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

oFhopCnVsFrGtMDi8FAe1h1c7ZBBXCHkMoE1Ntj54H77X8LydomuTDnXZgGT6yxu8a7AvgLuxo2mUFPx5zhMq98BpXpELpaBjKAziJVshFg2UaXbNtpqTXrxHyUJAFD1yV5RwDAPwddyUjWMMHW3m9AFEfUp4bPjJ3jmrCVgN63jaoue7QwpMR9FaiPD1g1UEz4FghTVLJa.png

🙏সবাইকে ধন্যবাদ🙏

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই আপনি সুন্দর লিখেছেন।


Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার কাছে দ্বিতীয় ছবিটি এই পোস্টের মধ্যে সেরা

ধন্যবাদ