আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত Steem Bangladesh Contest : Art, photography, music, poetry, creative writing প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি যে কনটেস্টটিতে অংশগ্রহণ করতে যাচ্ছি তা হলোঃ-----------------
Photography
আমি যে বিষয়গুলোর ওপর ফটোগ্রাফি করেছি তা হল ফুল। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফী গুলো জেনে নেয়া যাকঃ-------------
🌷ছবিঃ১🌷
আমি প্রথমত যে ফুলটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সে ফুলটির নাম সবারই অজানা। এই ফলটি ফোটার পর থেকে এই ফুলটিকে নিয়ে অনেকেই ফটোগ্রাফি পোস্ট করেছিলেন কিন্তু কেউ এই ফুলটির নাম সবার কাছে উপস্থাপন করতে পারেননি। আসলে এটি একটি ভাইটের গাছ। এবং এই গাছে ফুটন্ত ফুলের নাম নোরসেন এবং এই ফলটির নাম বেরসেন। এই গাছটি এবং ফুলটি একটি অদ্ভুত ধরনের গন্ধ লেগে থাকে। এই ফুলের গাছ দিয়ে সাধারণত আমাদের গ্রাম অঞ্চলের লোকজন দাঁত মেজে থাকে। আমাদের গৃহপালিত পশুর যখন খুরা রোগ আক্রমণ করে তখন ভাইটের গাছ এবং বিষকাটালির গাছ গোয়াল ঘরে ঝুলানো হয় এই ঝাড় পালার গন্ধে কোন রকমের রোগ এবং ভাইরাস আক্রমণ করতে পারে না। এই ফুলটির হালকা একটু সুভাষ রয়েছে।
🌷ছবিঃ২🌷
Source
এবারে যে ফুলটি দেখতে পারছেন সেটি সবারই সুপরিচিত একটি ফুল। এটি একটি মসলাজাতীয় ফুলের নাম ধনে পাতার ফুল। এ ফুল থেকে মসলার মত সুভাষ পাওয়া যায় যা অনেক সুন্দর একটি সুবাস। এই ফুলের গাছ যখন ছোট থাকে তখন সেটা রান্নার সাথে ব্যবহার করা হয় এবং ফুলের জিনিস গুলো থাকে সেগুলো মসলা হিসেবে এবং পানের সাথে খাওয়া যায়।
🌷ছবিঃ৩🌷
এবারে যে ফুলটি আপনাদের সামনে উপস্থাপন করব সেই ফুলটি আমার নিজের গাছের ফুল এ ফুলের নাম হল গন্ধরাজ এ ফুলের নাম যেমন গন্ধরাজ সেই সেরকম অনেক সুন্দর একটি সুগন্ধ ছড়ায়। আমারে ফুলের গাছটি আমাদের দোকানের সামনে দোকানে যতগুলো লোক আসে কতগুলো লোক এই ফুলটির প্রশংসা করে। সৌন্দর্য বাড়ানোর জন্য এটি অনেক সুন্দর একটি ফুলের গাছ।
🌷ছবিঃ৪🌷
এবার যে ফুলটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি সে ফুলটির নাম হল গোলাপজাম এর ফুল। গোলাপজাম সাধারণত একটি ফল এ দেখতে গোলাকার এবং খেতে অনেক সুস্বাদু। এই গোলাপজাম সবাইকে খেতে ভালো লাগেনা তাই ধীরে ধীরে এই গোলাপ জামের গাছ বিলীন হয়ে যাচ্ছে। এই গোলাপ জাম ফলটি জীবনে প্রথম যে খাবে সে একটা ভুল করবে কারণ সে বুঝতে পারবে না সেই গোলাপ জামের কি খাবে। আমিও প্রথমবার এই ফলটি খেয়েছিলাম এবং এই ফলটিকে ঘৃণার চোখে দেখেছিলাম। তারপর বুঝতে পারলাম এই ফলটি ভিতরের অংশ খাওয়া যায়না শুধু এই ফলটির খোসা খেতে হয়।
🌷ছবিঃ৫🌷
এটি একটি পেঁয়াজের ফুল। পেঁয়াজ একটি মসলা জাতীয় ফসল। পেয়াজ ফুল সুগন্ধ অনেকটা ঝাল লাগে বেশ ভালো একটি সুগন্ধ। পেঁয়াজ ফুলটি দেখতে কিছুটা কদম ফুলের মতো লাগে।
🌷ছবিঃ৬🌷
Source
গাঁদা ফুল সবারই সুপরিচিত একটি ফুল। যেখানে সেখানে বসতবাড়িতে পাওয়া যায়। আসলে অসম্ভব সুন্দর একটি ফুল। এ ফুলের সুবাস টি অনেক সুন্দর এক কথায় মন ভরে যায়।
🌷ছবিঃ৭🌷
Device | realme c15 |
---|---|
Click | @parvag09 |
নাম না জানা একটি ফুল যা আমাদের এলাকায় কবরস্থানের
ঝোপঝাড়ে ফুটেছে। কবর স্থানের পাশ দিয়ে যখন আমি হেটে যাচ্ছিলাম তখন সে ফুলটিকে দেখে কোনোরকম সেই কবর স্থান গুলোর পাশ দিয়ে সেই ফুলটির ছবি তুললাম এবং একটি ফুল ছিঁড়ে নিলাম অসম্ভব সুন্দর একটি সুভাষ মন ছুয়ে গেল সেই সুবাসে যেমন একটি ফুল ফুটে আপনাদের নামটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আশা করি আমার ফুলের ফটোগ্রাফি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সবাই ভাল থাকবেন।
Steem Bangladesh Contest : Art, photography, music, poetry, creative writing প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি@rabbani71 এবং @mki111 আশা করি আপনারা অংশগ্রহণ করবেন।
১ম ফুলটি সম্পর্কে জেনে ভালো লাগল। সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি ফুলের ছবি অসাধারণ হয়েছে। আমার কাছে প্রথম ও ৪নং ছবি দুটো বেশী ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছবিগুলো অনেক ভালো তুলেছেন।গোলাপ জাম অনেক ভাল খেতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সে তো অবশ্যই গোলাপজাম একটি অসাধারণ ফল। আপনাদের এলাকায় কি গোলাপজাম গাছটি এখনো আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাগানেই আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit