রাজা যতক্ষণ রাজত্ব ততক্ষণ।
হ্যালো #steembangladesh community!
আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আজকে আমি একটি খেলার বিষয়ে লিখব।যে খেলাটি বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় এবং আপনাদের বেশ পরিচিত একটি খেলাও বটে।
খেলাটির নাম দাবা। দাবা হলো বুদ্ধিমত্তার খেলা বা ব্রেন গেইম। অনেকেই এই খেলাকে চতুরঙ্গ, কিস্তিমাত খেলাও বলে থাকেন। এই খেলার ইংরেজি নাম চেজ (Chese)।
দাবা খেলার উদ্দেশ্য হলো অপর পক্ষের রাজাকে বন্দি কিংবা নত করা। রাজা সাথে রাজার লড়াই এ এক রাজাকে অন্য রাজার নত স্বীকার করানোই এই খেলার মূল উদ্দেশ্য।
দাবা খেলার প্রথম প্রচলন হয় ভারতবর্ষে, দেশ বিভক্তের পূর্বে। খেলায় দুইজন খেলোয়াড় থাকে। এটি দুই আঙ্গুলের একটি খেলা।
ক্রিকেট খেলোয়াড়দের বলা হয় ক্রিকেটার, ফুটবল খেলোয়াড়দের বলা হয় ফুলটবলার তবে দাবা খেলোয়াড়দের বলা হয় 'দাবাড়ু'। শ্রেষ্ঠ দাবাড়ুদের বলা হয় গ্যান্ডমাস্টার।
দাবা মূলত একটি ফলক খেলা বা বোর্ড গেম। যে খেলাতে শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কৌশলের কিংবা সূক্ষ পরিকল্পনার।
সময়
দাবা খেলায় নির্দিষ্ট কোন সময় নেই। বুদ্ধিমত্তা আর কৌশলের উপর নির্ভর করে কে বিজয়ী হবে এবং সময় কতক্ষণ লাগবে। সাধারণত এই খেলা ১০ মিনিট থেকে ৬-৭ ঘন্টা পর্যন্ত লাগতে পারে। তবে
খেলার সরঞ্জামের পরিচিতি
দাবা খেলায় একটি বোর্ড থাকে যেখানে ৮ টি সারি এবং ৮ কলামের মোট ৬৪ টি বর্গাকৃতির ঘর থাকে এবং সেই ঘরে গুটি বসিয়ে খেলা হয়। ঘরগুলো দুইটা রং এর হয়। সাদা এবং কালো। ৬৪ টি বর্গাকৃতির ঘরে গুটি থাকে ৩২ টি। এর মাধ্যে সাদা গুটি ১৬ টি এবং কালো গুটি ১৬ টি।
দাবার বোর্ড প্লাস্টিকের, কাগজের, কাঠের, কাঁচের এবং ছোট-বড়- মাঝারী সব সাইজের বিভিন্ন দামে বাজারে পাওয়া যায়।
এই খেলা খেলাী জন্য নির্ধারিত কোন বয়স নেই। যেকোন বয়সেই এই খেলায় অংশগ্রহণ করা যায়।
গুটির পরিচয়
সৈন্যঃ
-সৈন্য থাকে ৮ টি করে।
- সৈন্য প্রথম চালে সোজা দুই ঘর চালা যায়।
- দ্বিতীয় চাল থেকে সৈন্য এক ঘর সামনে চলতে পারে।
-সৈন্য পিছনে যেতে পারে না সর্বদা সামনের দিকে চলে। - সৈন্য শুধু তার সোজাসুজি ও কোণ বরাবর গুটি খেতে পারে।
নৌকা
-নৌকা থাকে ২ করে।
-দাবা খেলায় নৌকার বিশেষ গুরুত্ব রয়েছে
-নৌকা তার ঘর থেকে সোজা উপরে, নীচে, ডানে এবং বামে ঘর খালি থাকলে ইচ্ছা মত চলতে পারে।
ঘোড়া
-ঘোড়া থাকে ২ টি করে
- ঘোড়া চলে আড়াই ঘর হিসাবে। নিজ অবস্থান থেকে দুই ঘর গিয়ে ডানে কিংবা বামে চলতে পারে।
- দাবা খেলায় একমাত্র ঘোড়া অপর দলের গুটি ডিঙ্গিয়ে সামনে যেতে পারে।
হাতি
-হাতি থাকে ২টি করে
-হাতি কোণাকুণি বরাবর যত ঘর ইচ্ছা খালি থাকা সাপেক্ষে সামনে- পিছনে যেতে পারে।
মন্ত্রী
-মন্ত্রী থাকে ১টি করে
- খেলার মাঠে মন্ত্রী সবচেয়ে শক্তিশালী।
-মন্ত্রী নৌকা এবং হাতি, উভয়ের মতই চলতে পারে।
রাজা
-রাজা থাকে ১টি করে
- রাজা তার চারপাশের ঘরগুলোতেই একঘর করে আগাতে পারে।
দাবা খেলার নিয়মঃ
বিশ্ব দাবা ফেডারেশন দাবা খেলার কিছু নিয়ম প্রয়োগ করেছেন।যা স্বীকৃত দাবা প্রতিযোগিতায় মানতে হয়। যেমনঃ
*খেলোয়াড় যদি ভুলেও কোনো
গুটি স্পর্শ করলে সেই গুটিই চালতে হবে।
*খেলোয়াড় যদি ভুলে প্রতিপক্ষের কোন গুটি স্পর্শ করে তাহলে সে গুটি খেতে হবে।
*বোর্ডের গুটি সমন্বয়ের জন্যও নিয়ম রয়েছে।
*এছাড়াও সময় নিয়েও নিময় রয়েছে।
সাধারণত আমরা এসব নিয়ম মেনে খেলি না তবে ফিদা এসব নিয়ম মেনেই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
বাংলাদেশের কয়েকজন গ্রান্ডমাস্টারের নাম হলোঃ
ড. কাজী মোতাহার হোসেন
জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, রানী হামিদ।এ ছাড়া বিশ্বের শেষ্ঠ দাবাড়ু হলেন ম্যাগনাস কার্লসেন (২০১৩- বর্তমান পর্যন্ত)
দাবার উপকারী দিকঃ
-দাবা খেলা মানষিক স্বাস্থ্য সুস্থ রাখে
-বুদ্ধির বিকাশ ঘটায় দাবা
-সৃজনশীলতা বাড়ায়
- নতুন নতুন কৌশল শেখা যায়
- ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখে
দাবা খেলার ক্ষতিকর দিকঃ
-দাবা খেলা চরম আসক্তিতপ পরিনত হয় প্রায়শই।
-অন্য কোন ক্ষেত্রে মনোযোগ দেওয়া কষ্টকর হয়ে যায়।
-অল্প বয়সের কেউ দাবায় আসক্ত হলে তাদের পড়াশোনায় মনোযোগ কমে যায়।
-স্মার্টফোনে দাবা খেলার কারনে চোখের সমস্যার সৃষ্টি হয়।
I would like to invite @goodygal and @mahmadjee to participate in this contest.
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাবা খেলা সম্পর্কে বিস্তারিত লিখেছেন। পোস্টটি সুন্দর ছিল, শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit