The Diary Game Season 2: 02/08/2020 Eidul adha day 2

in hive-138339 •  5 years ago  (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আশা করি সবাই ভালো আছেন।
আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
আজ ঈদের দ্বিতীয় দিন এবং ডায়েরি গেমে আমার দ্বিতীয় পোস্ট।বিগত পোস্টটি আমার ত্রুটিযুক্ত ছিলো। আপনারা আমার ভুল ধরিয়ে দিয়েছেন যার কারনে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।ধন্যবাদ আপনাদের সবাইকে।তাই আমি ভাবছি আজ বাংলায় পোস্ট করবো।

ঈদের দ্বিতীয় দিন এবং সবার ছুটি তাই আজ সবার ছুটি।তাই সবাই সারাদিন খুব মজার সাথে কাটালাম।

প্রথমত গতকাল সারাদিন পরিশ্রম মানে গরু কুরবানী থেকে শুরু মাংস কাটা পর্যন্ত অনেক পরিশ্রম করার পরে রাতে শরীর পুরো ক্লান্ত অবস্থায় ঘুমানোর পর আজ সকালে ঘুম ভাঙ্গলো সকাল ১১টায় এবং উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার পর ফোনে লক্ষ্য করলাম মাঠের এক বন্ধু ফোন করেছে মাঠে আজ বড় একটা ক্রিকেট আয়োজন করা হয়েছে যা প্রতি ঈদের পরের দিনেই আয়োজন করা হয়ে থাকে।

সবাই মাঠে আসলো এবং ক্রিকেট চালু হলো ১২.৩০এ তারপর সবাই মিলে ১.০০টা পর্যন্ত খেলা হলো।

তারপর সবাই যে যার বাড়ি চলে গেলাম। বাসায় গিয়ে দেখি মাংস কিছু আত্মীয় স্বজনের বাসায় দেওয়া বাকি আছে তাই গোসল করে খাওয়া করে ২.৩০বের হলাম আত্মীয়র বাসার দিকে।সব কাজ শেষ করে আসতে আসতে সন্ধ্যা ৬টা বেজে গেল।
তারপর বাসায় এসে বাইক রেখে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে বাসার সবার সাথে বসে অনেক সময় গল্প আড্ডা করলাম।

তারপর রাতে বের হলাম আবার মাঠের দিকে।এসে দেখি সবাই খেলা শুরু করছে কেউ ক্রামবোর্ড আবার কেউ লুডু খেলছে।মানে ঈদের সময়টা সবার সাথে ভালোই কাটে।যেমন @unicode ভাই ক্র্যামবোর্ড খেলছিল।
20200802_213818.jpg

20200802_213815.jpg

20200802_213804.jpg

আমাদের মাঠের রাতের আকর্ষণ হলো আমাদের ক্লাব যার নাম শহীদ কুদরত স্মৃতি সংসদ। যা একজন শহীদের নামে নামকরণ করা হয়েছে। ক্লাবটা আমাদের প্রচুর সুবিধা দিয়ে থাকে।যার কারনে আমাদের খেলাধুলোর যথেষ্ট সামগ্রিক আয়োজন ও অংশগ্রহন করা সুবিধা হয়।ক্লাব আমাদের যতটুকু সুবিধা দেয় এমন সুবিধা সম্পন্ন ক্লাব হয়তো সৈয়দপুরে খুব কমই আছে।

আমাদের ক্লাবে ক্রিকেট, ভলিবল, ফুটবল,টেবিল টেনিস,লুডু,দাবা,ব্যাটমিন্টন প্রায় সবরকমের খেলারই আয়োজন করা হয়ে থাকে।প্রতি শীতে বার্ষিক খেলার আয়োজন করা হয়ে থাকে।যার দ্বারা সবাইকে পুরস্কৃত করা হয়।এবং তারপর একটি বনভোজনের আয়োজন করা হয়।যা মাঠের সবাই অংশগ্রহন বাধ্যতামুলক। এবং সেটি অনেক বড়সর করে আয়োজন করা হয়।

20200802_213842.jpg

20200802_213836.jpg

এই হলো আমার ঈদের দ্বিতীয় দিন কার্যক্রম/কার্যসুচি। আশা করি আপনাদের সবার ঈদের দ্বিতীয় দিন ও খুব ভালো করে কেটেছে।

আবার দেখা হবে কালকে নতুন পোস্ট নতুন কিছু নিয়ে ততো সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সবার ভালো করুক।সবাই সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন।দোয়া করবেন সবার জন্য।
আজকের জন্য এখানেই শেষ করলাম।আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ❤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You had a good day. Caromboard is a very interesting game for me which does not require any physical work but has to be played using techniques. I haven't played for a long time. Nice to see you playing Caromboard in your post.
Nice post.

Thank you .

Thank you for commenting on this post.

You have won a Lucky 10 upvote.

The Steemit Team

Thanks a lot

Great writing bro.

Brother, you can get 10% votes from @steemcurator01 by commenting every day visit this post for details.
https://steemit.com/the1000daysofsteem/@steemitblog/1000-days-of-steem-day-21-the-diary-game-season-2-has-started
Follow @steemitblog. So, that you can see all their posts. They will give new update every day. You can see them.

ধন্যবাদ @toufiq777

You have been upvoted by @toufiq777 A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game

Also join LUCKY 10S

rsz_20200802_180330.png

Steem Bangladesh

Hi @pial, your post has been upvoted by @steem-bangladesh courtesy of @unicode!

JOIN US ON Discord

ভূল ত্রুটি সবার হয়। ভূল ত্রুটিকে কাটিয়ে উঠায় হচ্ছে বুদ্ধিমানের কাজ।

তোমার স্টিমিটের যাত্রা শুভ হোক। @steem-banglades এর সাথেই থাকো। ইনশাআল্লাহ্ ভালো ফলাফল আসবে।

Thanks for sharing your diary with us,

Here is a little tips, adding a caption in your photo will make it lot more attractive.

For more follow @steemitblog for the latest update on Steem Community such as some early tips!

Also join LUCKY 10S

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team