• আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আমি পিয়াল বাংলাদেশ থেকে। আজ আপনাদের কাছে আবারো হাজির।আমি আমার নিত্য দিনের সকল কার্যসূচী নিয়ে। যেহুতু ব্লগ এর নিয়মেই হলো নিয়মিত পোস্ট করা তাই আমিও হাজির আপনাদের সবার সামনে আমার নিত্য দিনের কাজগুলো নিয়ে।
• আজ ১১ই আগস্ট ২০২০রোজ মঙ্গলবার।
• আজ সকালে বাসাটা বেশ ফাঁকা ফাঁকা বোন ভাগিনী চলে গেছে তাদের নিজ বাসায়। বড় ভাই চলে গেছ ঢাকা।তাই বসায় এখন একা প্রায়।
সকাল বেলা
• রোজকার মতো আজ সকালে ঘুম ভাঙ্গলো ৬টায় উঠে রুমের দরজা খুলে দিয়ে চলে গেলাম আবার ঘুমাতে। ঘুম থেকে উঠে দেখি ৯.৩০বাজে।উঠার সঙ্গে সঙ্গে মোবাইল হাতে নিয়ে দেখি একজনের মেসেজ এসে আছে।তার সঙ্গে কিছু সময় কথা বলালম ফোন চালালাম এভাবেই ১ঘন্টা কাটিয়ে দিলাম। সময় তখন ১০.৩০
সকাল জুড়ে বৃষ্টি
• সকাল বেলা রুম থেকে বের হয়েই দেখি বৃষ্টি। সে যে বৃষ্টি চালু হলো সম্পুর্ন সকাল জুড়ে বৃষ্টি চললো।আমার আর কি করার আজ আমার কাজ বলতে তেমন কিছুই নেই। তাই সকালে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে বসে বসে আজকার সকালটা কাটিয়ে দিলাম। বৃষ্টি বাদলের দিন বাইরে আর কই যেতাম তাই একটা বিষাদময় সকাল কাটলো।বৃষ্টি সবার জন্য মোটেই সুখকর নয় এবং এবার যে পরিমানে বৃষ্টি ও বন্যায় মানুষ ক্ষতিগ্রস্থ হলো সেটার পরিমান মোটোও কম না। বাংলাদেশে প্রতিবার বৃষ্টিকালে বন্যার এরকম একটা পরিস্থিতি তৈরি হয়।যেটা কাটিয়ে না উঠার কারনে মানুষ অনেক মানবেতর জীবনযাপন করে।
ভরদুপুর -বিকেল
• দুপুর শুরু হয় ১২টার পর থেকে তাই আমিও অপেক্ষা করছিলাম জোহরের আযানের। দুপুর ১টার সময় আযান দিলো। আমিও চলে গেলাম গোসল করতে গোসল করে চলে গেলাম নামাজের উদ্দেশ্যে। নামাজ পরে এসে দুপুরের খাওয়া করে আবার ঘুম উঠে দেখি বিকালপ্রায়। এখন নাকি আবার মেহমানরা আসবে তাই তাদের নাস্তার জন্য চলে গেলাম বাজার। নাস্তা নিয়ে এসেই আমি রওনা দিলাম মাঠের দিকে। মাঠে গিয়ে ছোট ছেলেরা নিজের দুরন্ত শৈশবের দারুন একটা সময় পার করছে।
• শৈশব
• শৈশবের সময়টুকু আসলে কী পরিমান যে ভালো সময় কাটানো যায় তা এদের না দেখলে বুঝা যাবে না। আর আমরা সবাই এই বয়সটা পর করে এসেছি। আমাদের সময় না এরকম মোবাইল ছিলো না ইন্টারনেট আমরা আসলে যতটুকু উপভোগ করছি তারা এমন করতে পারবে কি না তা সন্দেহ। তবে এরা যে মাঠে আসে এটা দেখে খুশি। তাদের দুরন্তপনা তাদের আনন্দ আহ্লাদ এসব প্রকৃতিরই যেন সবচেয়ে সুন্দর কিছু। বাচ্চারা যেমন আগামীর ভবিষ্যত তেমনি তারাই সৈন্দয্য।
• সন্ধ্যা
• সন্ধ্যা হলেই আবার ফোন নিয়ে বসা টিভি নিয়ে বসা। নিজের পছন্দের মুভি ওশেব সিরিজ কেউ মেসেজ করলে তার রিপ্লাই আর রাত ৯বাজলেই আমাদের ক্লাব ওয়াহ ক্যা মাস্ত জিন্দেগী আছে।এটাই জীবন।
• আবার কালকে দেখা হবে নতুন কিছু নিয়ে ততটুকু সময়ের জন্য আল্লাহ হাফেজ ❤😍।আসসালামু ওয়া রহমতুল্লাহ ❤
প্রচুর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে।
ছোটবেলার সময়ে সবচেয়ে বেশি আনন্দের মধ্যে কাটে সবার। শিশুদের দেখলে এখনো শৈশবের কথা মনে পরে।
সুন্দর লেখা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hmmm vai @sanwar
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুইদিন ধরে বৃষ্টি প্রকৃতিকে ঠান্ডা করে দিছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hum vai ajk eo same obostha @toufiq777
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit